1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতিসংঘের সংস্কারের প্রস্তাব

২৯ সেপ্টেম্বর ২০১২

জাতিসংঘকে অর্থ প্রদানের ক্ষেত্রে তিন নম্বরে জার্মানি৷ তাই সংস্থার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতেই পারে তারা৷ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সংস্কারের কথা বলেছেন৷

German Foreign Minister Guido Westerwelle addresses the 67th United Nations General Assembly at the U.N. Headquarters in New York, September 28, 2012. REUTERS/Brendan McDermid (UNITED STATES - Tags: POLITICS)
ছবি: Reuters

গিডো ভেস্টারভেলে বলেন, গঠিত হওয়ার সময় থেকে বর্তমানে পরিস্থিতি অনেক পাল্টে গেলেও পরিবর্তন আসেনি জাতিসংঘে৷ ভেস্টারভেলে বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে ল্যাতিন অ্যামেরিকা ও আফ্রিকার কোন প্রতিনিধিত্ব নেই৷ বর্তমান ভৌগলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এটা ঠিক নয় বলে মন্তব্য করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী৷

তিনি বলেন, জার্মানি আরও দায়িত্ব নিতে রাজি আছে৷ তাঁর এসব মন্তব্য যে জাতিসংঘে জার্মানির জন্য একটা স্থায়ী পদ পাওয়ার আকাঙ্খায় সেটা বলছেন বিশ্লেষকরা৷ তবে এই মুহূর্তে সিরিয়া পরিস্থিতি ও ইউরো সংকট নিয়ে বিশ্ব নেতারা যেভাবে ব্যস্ত তাতে সংস্থার সংস্কারের বিষয়টা ততটা গুরুত্ব পাচ্ছে না৷

সিরিয়া পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ভেস্টারভেলেও৷ তাঁর ১৫ মিনিটের বক্তব্যে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়া বিষয়ে এখন পর্যন্ত নেয়া পদক্ষেপগুলো সফল না হলেও সেখানকার রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আনার কাজ বন্ধ থাকতে পারে না৷

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতো ইরান নিয়েও মন্তব্য করেন ভেস্টারভেলে৷ তিনি কতগুলো প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে না পারার কারণে ইরানের সমালোচনা করেছেন৷ পরমাণু অস্ত্রে সমৃদ্ধ ইরান ইসরায়েল সহ ঐ অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হবে বলে মনে করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী৷

উল্লেখ্য, ওবামা ও ভেস্টারভেলে ছাড়াও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ইরান নিয়ে বক্তব্য রেখেছেন৷ তাঁর মতে, ইরানকে এখনই থামানো না গেলে আগামী বছরই ইরান পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করে ফেলবে৷

ইসলাম বিরোধী ভিডিও তৈরি ও তার প্রতিবাদে মুসলিম বিশ্বের প্রতিবাদের ঝড় বিষয়েও কথা বলেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ভেস্টারভেলে৷ তিনি বলেন, ‘‘এটা ঠিক যে ছবিটি মুসলমানদের বিশ্বাসকে আঘাত করেছে৷'' তবে তাই বলে যেভাবে প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে সহিংসতা ছড়ানো হচ্ছে তা ঠিক নয়৷

প্রতিবেদন: নিনা ভের্কহয়সার / জেডএইচ

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ