জাতিসংঘের সদস্য পদের স্বপ্ন দেখছে প্যালেস্টাইন
২৩ সেপ্টেম্বর ২০১১ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন৷ এই রিপোর্ট লেখা পর্যন্ত যা জানা গেছে, তাতে মনে হচ্ছে বক্তৃতা চলাকালীন ফিলিস্তিনিরা আনুষ্ঠানিকভাবে পূর্ণ মর্যাদার সদস্য পদের জন্য আবেদনপত্র জমা দেবেন৷ আব্বাস নিজে মহাসচিব বান কি মুন'এর হাতে এটি তুলে দিতে পারেন৷ সাধারণ পরিষদে এই আবেদন জানালেও নিরাপত্তা পরিষদেরই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে৷ সেখানে ওয়াশিংটন তার ভেটো প্রয়োগ করে এই আবেদন বানচাল করে দেবে বলে জানিয়ে দিয়েছে৷ তাছাড়া এর ফলে ইসরায়েলি দখলদারি নীতিরও কোনো পরিবর্তনের আশা নেই৷ অতএব ফিলিস্তিনিদের এই পদক্ষেপকে প্রতীকি বলেই মনে করা হচ্ছে৷
গত কয়েক দিনের মতো এখনো সংঘাত এড়ানোর চেষ্টা চলছে৷ জার্মানি শুক্রবার একেবারে শেষ মুহূর্তেও অচলাবস্থা কাটাতে নতুন করে আলোচনার প্রস্তাব দিয়েছে৷ কিন্তু প্রায় ২০ বছরের ব্যর্থ শান্তি প্রক্রিয়ার পর আব্বাস আলোচনার কাঠামোর প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন৷ মার্কিন মধ্যস্থতায় কোনো কাজ হয় নি৷ ইসরায়েল অধিকৃত এলাকায় বসতি নির্মাণ ও সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে৷ এই অবস্থায় তিনি কোনো রকম আশ্বাস মানতে প্রস্তুত নন৷
গত কয়েক দিন ধরেই রামাল্লাহ সহ পশ্চিম তীর জুড়ে উৎসবের মেজাজ৷ এবং এই উচ্ছ্বাস এখনো পর্যন্ত পুরোপুরি শান্তিপূর্ণ রয়েছে৷ যদিও জাতিসংঘে প্যালেস্টাইনের সদস্য পদের আবেদন ব্যর্থ হলে তাদের ক্ষোভ কীভাবে প্রকাশ পাবে, তা নিয়ে অনেক মহলে সংশয় রয়েছে৷ ইসরায়েলের ‘হা-আরেৎস' সংবাদপত্র বসতিকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের হিংসাত্মক সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করেছে৷ তবে আপাতত শহরের কেন্দ্রস্থলে বিশাল পর্দায় নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে আব্বাসের ভাষণের জন্য অপেক্ষা করছে মানুষ৷ সাফল্যের আশায় অপেক্ষা করে রয়েছে সবাই৷ তারপরই উৎসবে মেতে উঠতে চায় তারা৷ রাস্তাঘাটে প্রয়াত পিএলও নেতা ইয়াসের আরাফাত ও আব্বাসের ছবি শোভা পাচ্ছে৷ সব জায়গায় ফিলিস্তিনি পতাকা দেখা যাচ্ছে৷ আব্বাসের ভাষণের মধ্যেই মানুষ তাদের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছে৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক