1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতিসংঘের স্কুলে ইসরায়েলী হামলায় নিহত অন্তত ৪০

ফাহমিদা সুলতানা৬ জানুয়ারি ২০০৯

গাজায় আগ্রাসনের পরিধি আরো বাড়িয়েছে ইসরায়েল৷ গাজার দক্ষিণে খান ইউনিসও এখন ইসরায়েলী হামলার লক্ষ্যবস্তুর অন্তর্গত করা হয়েছে৷

গাজায় ইসরায়েলী বিমান হামলায় বিদ্ধস্ত ভবনছবি: AP

গাজায় ইসরায়েলী হামলার একাদশতম দিবসে মঙ্গলবার ইসরায়েল নতুন করে হামলা শুরু করার পর গাজার উত্তরাঞ্চলের কাছে দুপক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়৷ সেই সময় প্রাণ হারায় অন্তত ২০ জন ফিলিস্তিনী৷ অন্যদিকে নিজেদেরই একটি ট্যাংকের গোলার আঘাতে ৩ জন ইসরায়েলী সৈন্য প্রাণ হারিয়েছে৷ ইসরায়েল গাজায় স্থল হামলা শুরুর পর এই পর্যন্ত প্রায় ১৫০ জন ফিলিস্তিনী নিহত হয়েছে৷

শান্তির এই আহ্বানে কর্ণপাত করছে না ইসরায়েলছবি: AP

আরেকজন ইসরায়েলী সৈন্য লড়াইয়ের সময় প্রাণ হারায় গাজা উপত্যকার উত্তরে, ইসরায়েলী সামরিক কর্মকর্তারা এই খবর দিয়েছেন৷ তবে স্থল হামলা শুরুর পর ১৩০ জন শুধু হামাস যোদ্ধাই নিহত হয়েছে বলে ইসরায়েল দাবী করছে৷ এই নিয়ে ১১ দিনের ইসরায়েলী আগ্রাসনে প্রায় ৬শ জন ফিলিস্তিনী প্রাণ হারালেন৷ জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলী বিমান হামলায় অন্তত ৪০ জন ফিলিস্তিনী নিহত হয়েছে৷ অন্যান্যরা প্রাণ হারায়, গাজার উত্তরে গাজা উপকূল, গাজা সিটি এবং জাবালিয়া শরনার্থী শিবিরে৷ গাজার কেন্দ্রস্থলে দায়ির আল বালাহ এবং বুরেজ শরণার্থী শিবিরে সারারাত হামলা চালানোর পরপরই ইসরায়েলী বাহিনী খান ইউনিসের দিকে সরে যায়৷

এদিকে হামাস এবং ইসলামিক জিহাদ বলেছে, তাদের যোদ্ধারা গাজা সিটিতে, মেশিনগান এবং রকেট নিয়ে ইসরায়েলী সৈন্যদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে৷ প্রচন্ড বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ ভেসে আসছে বলে গাজা সিটির অধিবাসীরা জানিয়েছেন৷ তবে গাজার অভ্যন্তরে আসলে কি হচ্ছে তা সঠিকভাবে পুরোপুরি জানা যাচ্ছে না৷ কারণ ইসরায়েল গাজায় বিদেশী সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে৷

এদিকে ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মঙ্গলবারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিচ্ছেন৷ এই বৈঠকে আরো যোগ দিচ্ছেন, সৌদীআরব, মিশর ফ্রান্স এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা৷ গাজায় ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেয়ার জন্যে নিরাপত্তা পরিষদের ওপর চাপ দেয়াই এই বৈঠকের লক্ষ্য৷

অন্যদিকে ফরাসী প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি যুদ্ধবিরতির ব্যাপারে সমর্থন আদায়ের লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফরে সিরিয়ার রাজধানী দামেস্কে রয়েছেন৷

তবে ইসরায়েলী কর্মকর্তারা প্রথম থেকেই যুদ্ধবিরতির আবেদন প্রত্যাখ্যান করে আসছে৷ ইসরায়েলী প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের একজন মুখপাত্র বলেছেন, যে কোন যুদ্ধবিরতি ইসরায়েলে রকেট হামলার জন্যে হামাসকে নতুনভাবে প্রস্তুতি নিতে সহায়তা করবে৷ হামাস বলছে, গাজায় ইসরায়েলী হামলা বন্ধ করতে হবে এবং গাজা ক্রসিং পুরোপুরি খুলে দিতে হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ