1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীর নিয়ে বললেন এর্দোয়ান, ভারতের প্রতিবাদ

২৩ সেপ্টেম্বর ২০২০

জাতিসংঘে কাশ্মীর প্রসঙ্গ তুললেন তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান। তীব্র প্রতিবাদ ভারতের।

ছবি: Getty Images/AFP/A. Weiss

তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এর্দোয়ানের মুখে আবার কাশ্মীর। জাতিসংঘের সাধারণ সভায় রেকর্ড করা ভাষণে তিনি বলেছেন, ‘‘দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে গেলে কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে। কাশ্মীর এখনো জ্বলন্ত সমস্যা৷ জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মীরেরলোকেদের প্রত্যাশা মেনে এই সমস্যার সমাধান করা দরকার৷’’

এর্দোয়ান জাতিসংঘে কাশ্মীর  প্রসঙ্গ তোলার পরেই তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত৷ জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেছেন, অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো শিখতে হবে তুরস্ককে৷ তাদের নীতিতেও তার প্রতিফলন দরকার৷

তিরুমূর্তি টুইট করে বলেছেন, ‘‘ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্টের মন্তব্য আমাদের চোখে পড়েছে৷ এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়৷ ভারত তা কখনোই বরদাস্ত করবে না৷’’

গত এক বছর ধরে পাকিস্তানের বন্ধু দেশ তুরস্ক নানা আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর প্রসঙ্গ তুলছে বা তোলার চেষ্টা করছে৷ সপ্তাহ খানেক আগেই তুরস্ক, পাকিস্তান এবং ওআইসি-র নিন্দা করেছিল ভারত৷ কারণ, তারা মানবাধিকার কাউন্সিলে কাশ্মীর প্রসঙ্গ তুলেছিল৷

এ বারও নয়াদিল্লি তুরস্ককে বলেছে, তারা যেন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করে এবং আগে ভারতের গণতান্ত্রিক রীতিনীতি সম্পর্কে ভালো করে জানে৷

জিএইচ/এসজি(এএনআই)

ভারত-পাকিস্তানের মধ্যে কি শুধুই কাশ্মীর?

47:08

This browser does not support the video element.

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ