জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে নাম না করে ক্যানাডাকে আক্রমণ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।
বিজ্ঞাপন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিউ ইয়র্কে জাতিসংঘের বৈঠকে বলেছেন, ''রাজনৈতিক সুবিধাবাদ দিয়ে সন্ত্রাসবাদ, চরমপন্থা ও সহিংসতার মোকাবিলা করা যায় না। বিশ্বের দেশগুলিকে জাতিসংঘের চার্টারের উপর ভরসা রাখতে হবে।''
জয়শঙ্কর জানিয়েছেন, ''আঞ্চলিক অখণ্ডতা ও কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি সকলের ক্ষেত্রে মানতে হবে। বেছে বেছে কিছু দেশের ক্ষেত্রে এই নীতি নিয়ে চলা হবে সেটা হয় না। যখন বাস্তবের সঙ্গে ঘোষিত অবস্থানের বিরোধ থাকে, তখন সাহস করে সেই কথা বলার দরকার আছে।'' জয়শঙ্করের এই কথাগুলোর লক্ষ্য ক্যানাডা ও চীন বলে মনে করা হচ্ছে।
পরে নিউ ইয়র্কের কাউন্সিল অফ ফরেন রিলেশনসে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়শঙ্কর জানান, ''হরদীপ সিং নিজ্জরের মৃত্যু নিয়ে ক্যানাডা ভারতের বিরুদ্ধে অভিয়োগ করেছে। কিন্তু ভারত নীতিগতভাবে এই ধরনের কোনো বিষয়ের সঙ্গে নিজেকে জড়ায় না।''
ভারত-ক্যানাডা সম্পর্কে উত্তেজনা বাড়ানো খালিস্তান আন্দোলনের আদ্যোপান্ত
ক্যানাডায় এক শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যায় ভারতের এজেন্টদের জড়িত থাকার ‘বিশ্বাসযোগ্য অভিযোগ’ রয়েছে বলে সোমবার মন্তব্য করেন ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷ এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে৷
ছবি: Darryl Dyck/The Canadian Press/ZUMA press/picture alliance
খালিস্তান আন্দোলন কী?
১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার আলোচনার সময় শিখেরা তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা করেছিলেন৷ এরপর থেকে পাঞ্জাব এলাকাটি এখন দুই দেশের মধ্যে বিভক্ত৷ শিখ বিচ্ছিন্নতাবাদীরা পাঞ্জাবে তাদের মাতৃভূমি ‘খালিস্তান’ (পবিত্র ভূমি) প্রতিষ্ঠা করতে চান৷ এই দাবিতে গত শতকের ৭০ ও ৮০র দশকে ভারতের পাঞ্জাবে প্রায় এক দশকের বেশি সময় ধরে অচলাবস্থা বিরাজ করেছিল৷
ছবি: Darryl Dyck/The Canadian Press/ZUMA press/picture alliance
শিখ ধর্ম
১৫ শতকের শেষদিকে পাঞ্জাবে শিখ ধর্ম প্রতিষ্ঠিত হয়৷ বিশ্বে শিখ ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় আড়াই কোটি৷ ভারতের জনসংখ্যার মাত্র দুই শতাংশ শিখ৷
ছবি: Narinder Nanu/AFP/Getty Images
ইন্দিরা গান্ধীকে হত্যা
খালিস্তান আন্দোলনকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে ভারত৷ ১৯৮৪ সালে ভারতের তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শিখদের সবচেয়ে পবিত্র তীর্থস্থান স্বর্ণমন্দির থেকে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী নেতা জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালে ও তার সমর্থকদের সরাতে সেনাবাহিনী পাঠিয়েছিলেন৷ এর কয়েকমাস পর নিজ নিরাপত্তাকর্মীদের হাতে নিহত হন ইন্দিরা গান্ধী৷
ছবি: picture-alliance/dpa
বিমান হামলা
১৯৮৫ সালে ক্যানাডা থেকে ভারতে রওয়ানা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমা হামলার জন্য শিখ জঙ্গিদের দায়ী করা হয়৷ বিমানের ৩২৯ আরোহীর সবাই নিহত হয়েছিলেন৷
ছবি: Getty Images/AFP/A. Durand
সামরিক অভিযান
১৯৮৬ ও ১৯৮৮ সালে সামরিক অভিযান চালিয়ে পাঞ্জাব থেকে শিখ জঙ্গিদের সরিয়ে দেয় ভারত৷
ছবি: picture-alliance/AP Images/Sondeep
সমর্থন কেমন?
বর্তমানে ভারতে খালিস্তান আন্দোলনের প্রতি সামান্য সমর্থনই দেখা যায়৷ তবে পাঞ্জাবের পরে সবচেয়ে বেশি শিখের আবাস ক্যানাডা, এবং যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এই আন্দোলনের পক্ষে এখনও কিছুটা সমর্থন দেখা যায়৷
ছবি: AP
ভারত কেন এখন আবার চিন্তিত?
এপ্রিলে ভারত অমৃতপাল সিং নামে এক শিখ বিচ্ছিন্নতাবাদীকে গ্রেপ্তার করে, যিনি নতুন করে খালিস্তান প্রতিষ্ঠার দাবি তুলেছিলেন বলে অভিযোগ৷ এছাড়া ক্যানাডায় এক প্যারেডে ইন্দিরা গান্ধী হত্যার বিষয়টি তুলে ধরা হয়৷ এটি হতে দেওয়ায় সেই সময় ক্যানাডার সমালোচনা করেছিল ভারত৷ এদিকে, ক্যানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় ভারতীয় দূতাবাসের সামনে শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিয়মিত বিক্ষোভের ঘটনায়ও চিন্তিত ভারত৷
ছবি: Narinder Nanu/AFP via Getty Images
ভারত-ক্যানাডা সম্পর্কে প্রভাব
ক্যানাডায় নিযুক্ত ভারতের কূটনীতিকেরা ‘শিখ সন্ত্রাসবাদ’ নিয়ন্ত্রণে অটোয়ার ব্যর্থতার কথা বেশ কয়েকবার বলেছেন৷ এ মাসে জিটোয়েন্টি সম্মেলনের সময় ভারতের প্রধানমন্ত্রী মোদী ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকের সময় ক্যানাডায় শিখদের বিক্ষোভ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন৷ এরপর ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করে ক্যানাডা৷
ছবি: AFP
8 ছবি1 | 8
জয়শঙ্কর বলেছেন, ''যদি ক্যানাডার কাছে নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকে, তাহলে তারা ভারতকে দিক। আমরা খোলামনে তা বিচার করব। কিন্তু ক্যানাডা এখনো পর্যন্ত সেই তথ্যপ্রমাণ দেয়নি।''
জয়শঙ্করকে প্রশ্ন করা হয়, ''অ্যামেরিকার কূটনীতিকরা বলেছেন, ফাইফ আইসের সঙ্গে জড়িত দেশগুলির সঙ্গে তো এই গোয়েন্দা তথ্য বিনিময় করা হয়েছে। ক্যানাডার প্রধানমন্ত্রী ট্রুডো তো ভারতের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন?''
জয়শঙ্কর জবাব দেন, ''আপনারা ভুল মানুষকে এই প্রশ্ন করছেন। আমরা ফাইভ আইসের সদস্য নই। আমরা এফবিআইয়েরও অংশ নই।''