1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিউ ইয়র্ক, নিউ জার্সিতে বিস্ফোরণ

১৯ সেপ্টেম্বর ২০১৬

নিউ ইয়র্কের পর এবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রেল স্টেশনের কাছে ট্র্যাশ ক্যানে একটি ডিভাইস বিস্ফোরিত হয়েছে৷ স্থানীয় সময় রবিবার মধ্যরাতে বোম স্কোয়াড যখন বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছিল, তখনই ঘটে এই বিস্ফোরণ৷

USA New York Manhattan Explosion
ছবি: picture-alliance/AP Photo/A. Kudacki

স্থানীয় মেয়র ক্রিস্টিয়ান বোলওয়াগে বলেছেন, একটি ব্যাগে একই ধরনের পাঁচটি ডিভাইস ছিল, যাদের মধ্যে একটি নিষ্ক্রিয় করার সময় তা বিস্ফোরিত হয়৷ রবিবার রাত সাড়ে আটটার দিকে এলিজাবেথ ট্রেন স্টেশনের কাছে একটি ট্র্যাশ ক্যানে ব্যাগটি দেখতে পান দু'জন ব্যক্তি৷ তারা পুলিশকে ব্যাপারটি জানায়৷

এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷ তবে মেয়র জানিয়েছেন, এখনও চারটি বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে৷ তাই আরও বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে৷

সোমবার সকাল পর্যন্ত নিউ জার্সি থেকে নিউয়ার্ক, লিবার্টি বিমানবন্দর থেকে এলিজাবেথ পর্যন্ত এবং নিউ জার্সিভিত্তিক অ্যামট্যাক ট্রেন বন্ধ থাকবে৷

এই ঘোষণার পর অ্যামট্র্যাক ও নিউ জার্সিতে বহু যাত্রী আটকা পড়েছেন৷ তবে অন্য স্টেশন দিয়ে বিকল্প পথে অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেয়ার চেষ্টা চলছে৷ অ্যামট্র্যাক জানিয়েছে, ২৪০০ যাত্রী আটকা পড়েছে বিভিন্ন স্টেশনে৷ তবে ঠিক কখন এলিজাবেথ স্টেশনটি খুলে দেয়া হবে তা জানায়নি কর্তৃপক্ষ৷ এই ঘটনার পর নিউ ইয়র্কেও সতর্কতা জারি করা হয়েছে৷

নিউ ইয়র্কে ম্যানহাটনের চেলসি এলাকায় মাত্র একদিন আগে বিস্ফোরণে ২৯ জন আহত হওয়ার পরই এই ডিভাইস সবাইকে আতঙ্কিত করে তুলেছে৷ ম্যানহাটনের ঘটনাস্থল থেকে মাত্র চার ব্লক দূরে পাওয়া গেছে প্রেসার কুকারের যন্ত্রপাতি৷

২০১৩ সালে বোস্টন ম্যারাথনে এ ধরনের বোমা ব্যবহার করেই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা৷ বিশেষভাবে তৈরি দু'টি বোমাতেই ফ্লিপ মোবাইল ফোন ও ক্রিসমাস লাইট ব্যবহার করে বিস্ফোরণ ঘটানোর নকশা করা হয়েছিল৷ এছাড়া নিউ জার্সিতে শনিবারই একটি পাইপ বোমার বিস্ফোরণ হয়৷ তবে কর্তৃপক্ষ বলছে, ঐ দু'টি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই৷

সব ঘটনারই তদন্ত চলছে৷ তবে তদন্ত কর্মকর্তারা এখনও জানাননি যে, এই তিনটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা৷ এ সব ঘটনার পর নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ মঙ্গলবার, অর্থাৎ আগামীকাল জাতিসংঘের অধিবেশন শুরু হওয়ার কথা৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অধিবেশনে যোগ দিতে ইতিমধ্যেই জাতিসংঘে পৌঁছেছেন৷ সোমবার জাতিসংঘের সদরদপ্তরে উদ্বাস্তু ও অভিবাসনের ওপর সাধারণ পরিষদের প্ল্যানারি সেশনে ভাষণ দেবেন তিনি৷ এরপর আগামী কয়েকদিনে মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সাং সু চি, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও দেখা করার কথা আছে তাঁর৷

নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও রবিবার জানান, জাতিসংঘের অধিবেশন উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা নেয়া হচ্ছে৷ এছাড়া নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো শহরের রাস্তায় অতিরিক্ত এক হাজার পুলিশ ও ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ