1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতিসংঘ মহাসচিবের কথায় কাজ হলো: সংলাপে রাজি সরকার ও বিরোধী পক্ষ

১৭ নভেম্বর ২০১১

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে এখনো আলোচনার সুযোগ আছে বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি’র নেতারা৷ তাদের মতে আগামী নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন পদ্ধতি নিয়ে মতপার্থক্য দূর করা জরুরি৷

জাতিসংঘের মহাসচিব বান কি-মুনছবি: picture alliance ZUMA Press

জাতিসংঘের মহাসচিব বান কি-মুন তাঁ সাম্প্রতিক বাংলাদেশ সফরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দূর করতে সংলাপের কথা বলেছেন৷ তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিতর্ক, তার সমাধানও আলাপ আলোচনার মাধ্যমে সম্ভব বলে তিনি মত দেন৷

এনিয়ে রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে৷ বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ মনে করেন, এই সংকট নিরসনে সংলাপের কোন বিকল্প নেই৷

আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেন, সংলাপের দরজা খোলা আছে৷ নির্বাচনের আগে মতপার্থক্য সংলাপের মাধ্যমেই দূর করতে হবে৷ তবে তিনি মনে করেন, আলোচনা হওয়া উচিত মুক্ত এবং খোলা মনে৷ শর্ত দিয়ে কোন আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কম৷ কিন্তু ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, আলোচনা হতে হবে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে৷ প্রয়োজনে এই ব্যবস্থাকে আরো কার্যকর করতে সংস্কার করা যেতে পারে৷

ওবায়দুল কাদের আরো বলেন, সরকারের আরো দু'বছর সময় আছে৷ তাই এনিয়ে তেমন তাড়াহুড়ো করার কিছু নেই৷ তবে ব্যারিস্টার মওদুদ আহমেদ মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে দ্রুতই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে৷ নয়তো আন্দোলনের মাধ্যমে এই ব্যবস্থা ফিরিয়ে আনা হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ