1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতীয় ইস্যু দলীয় রাজনীতির উর্দ্ধে রাখা উচিত: ড.নজরুল ইসলাম

২৬ জুলাই ২০১১

জাতিসংঘে কর্মরত অর্থনীতি ও সামাজিক বিশেষজ্ঞ এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের বিশ্ব-সমন্বয়কারী ড. নজরুল ইসলাম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরেছেন৷

‘বেন'এর বিশ্ব-সমন্বয়কারী ড.নজরুল ইসলামছবি: DW

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন' বা ‘বাপা'র সঙ্গে প্রবাসীদের উদ্যোগে গঠিত বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বা ‘বেন'এর সহযোগিতার পাশাপাশি দেখা যাচ্ছে আরও উদ্যোগ৷ যেমন বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সেদেশে জ্বালানির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন হয়ে গেল জার্মানির বন শহরে৷ ২১ থেকে ২৩শে জুলাই বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা নানা মতামত, প্রস্তাব ও ভবিষ্যৎ দিশায় অগ্রগতির পথ সম্পর্কে আলোচনা করলেন৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অর্থনীতি বিষয়ক কর্মকর্তা ড. নজরুল ইসলাম৷

বাংলাদেসে পরিবেশ সংরক্ষণ আজও এক বড় সমস্যাছবি: Tom Felix Joehnk

বিদেশে বসবাসরত বাংলাদেশিরা বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন৷ সরকার ও বেসরকারি উদ্যোগে তাদের অংশগ্রহণ বেড়ে চলেছে৷ নানা সমস্যা সত্ত্বেও তিনি ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী৷ তবে পরিবেশের মতো জাতীয় ইস্যুতে দলীয় রাজনীতির উর্দ্ধে উঠে বাংলাদেশে এক ঐকমত্য গড়ে তোলার ডাক দিয়েছেন তিনি৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ