1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতীয় ঐক্য সরকারের জবাব

৬ জুন ২০১৪

ফাতাহ ও হামাস সমর্থিত ফিলিস্তিনি জাতীয় ঐক্য সরকার ক্ষমতায় আসার পর ইসরায়েল অধিকৃত এলাকায় আরও বসতি নির্মাণের ঘোষণা করেছে৷ ফিলিস্তিনিরা জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার তোড়জোড় করছে৷

Porträt Mahmoud Abbas 26. April 2014
ছবি: ABBAS MOMANI/AFP/Getty Images

দুই শিবিরের দুই রকম যুক্তি৷ ইসরায়েলের যুক্তি ছিল, পশ্চিম তীরে ফাতাহ, গাজায় হামাসের নেতৃত্বে দুই বিচ্ছিন্ন প্রশাসন থাকায় ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই৷ এবার ফাতাহ ও হামাস সমর্থিত নতুন প্রশাসনের সিদ্ধান্তের পর ইসরায়েলের যুক্তি, হামাস সন্ত্রাসবাদী সংগঠন, তারা ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না, তাই তাদের অংশগ্রহণে কোনো সরকার বৈধতা পেতে পারে না৷

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অবশ্য এবার এমন এক মোক্ষম চাল চেলেছেন, যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে৷ অর্থাৎ ফাতাহ ও হামাসের মৌলিক আদর্শগত পার্থক্য কাটানো এই মুহূর্তে সম্ভব নয় জেনে তিনি বিশেষজ্ঞদের নিয়ে এক অ-রাজনৈতিক মন্ত্রিসভার পথ বেছে নিয়েছেন, বাইরে থেকে দুই দলই যাকে সমর্থন করবে৷ ফলে হামাসকে নিয়ে আপত্তি অনেকটা কেটে যেতে বাধ্য৷ প্রায় ৭ বছরের বিভাজনের পর পশ্চিম তীর ও গাজার ঐক্য দেখা গেল৷ সোমবার ক্ষমতা গ্রহণ করার পর এমন এক জাতীয় ঐক্য সরকার আন্তর্জাতিক সমাজের কাছেও গ্রহণযোগত্যা পাচ্ছে৷ এই প্রশাসন চলতি বছরেই নির্বাচনের অঙ্গীকার করেছে৷

বেনইয়ামিন নেতানিয়াহুর সরকার নতুন ফিলিস্তিনি প্রশাসনের বিরুদ্ধে নানাভাবে রোষ দেখাচ্ছে৷ বৃহস্পতিবারই পশ্চিম তীরে ইহুদি বসতিকারীদের জন্য আরও ৩,২০০ বাড়ি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের এই সিদ্ধান্তে ‘গভীর হতাশা' প্রকাশ করেছে৷ এই সিদ্ধান্ত প্রত্যাহার করে শান্তি আলোচনা আবার শুরু করার ডাক দিয়েছে ইইউ৷ পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা ক্যাথরিন অ্যাশটন বলেন, শান্তির উদ্যোগের ক্ষেত্রে এই সিদ্ধান্ত মোটেই সহায়ক হবে না৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রও ইসরায়েলের ঘোষণার ফলে হতাশা প্রকাশ করেছেন৷

ফিলিস্তিনি নেত্রী হানান আশরাউয়ি বলেছেন, ইসরায়েলের এই পদক্ষেপের পর পিএলও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ দাবি করছে৷ তাছাড়া অধিকৃত এলাকায় ইহুদি বসতি নির্মাণের অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালতেরও দ্বারস্থ হওয়ার কথা ভাবছে ফিলিস্তিনিরা৷ ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক রাজনৈতিক উপদেষ্টা মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপের ডাক দিয়েছেন৷

নেতানিয়াহুর নেতৃত্বে সরকারের জোটসঙ্গী কিছু দল দুই রাষ্ট্র-ভিত্তিক সমাধানসূত্রে বিশ্বাস করে না৷ খোদ স্বরাষ্ট্রমন্ত্রী উরি আরিয়েল বসতিকারিদের দলের নেতা৷ অন্য শরিকরাও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে তাদের কট্টরপন্থি নীতি চালিয়ে যেতে বদ্ধপরিকর৷ এই অবস্থায় ওবামা প্রশাসনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ক্রমশ আরও শীতল হয়ে পড়ছে৷ ইউরোপের সঙ্গে সম্পর্কেরও অবনতি ঘটে চলেছে৷

এসবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ