1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতীয় খনিসম্পদ বাঁচাতে লং মার্চ শুরু আজ

২৮ অক্টোবর ২০১১

বামদলগুলির উদ্যোগে, মূলত তরুণ প্রজন্মের অংশগ্রহণে দেশের খনিজ সম্পদ সুরক্ষার দাবিতে লং মার্চ আজ শুক্রবার ঢাকা থেকে সুনেত্র পর্যন্ত যাত্রা শুরু করবে৷ এই আন্দোলন প্রসঙ্গে সাংবাদিক লেখক ফারূক ওয়াসিসের মূল্যায়ণ৷

Petrobangla (Bangladesh Oil, Gas & Mineral Corporation) is a government-owned national oil company of Bangladesh. Quelle: Sanjiv Burman, DW Bengali-Programm
শুধু দেশি নয়, বিদেশি সংস্থাগুলিরও নজর পড়েছে বাংলাদেশের দিকেছবি: DW

তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর ও কয়লা রক্ষার জাতীয় কমিটি নামের এই বিশেষ বামপন্থী আন্দোলন মূলত ছাত্র, যুব সম্প্রদায় সহ দেশের সাধারণ মানুষের অংশগ্রহণে যথেষ্ট গুরুত্ব পেয়েছে সাম্প্রতিক অতীতে৷ জানাচ্ছেন ফারূক ওয়াসিস৷ বলছেন, বাংলাদেশের প্রাকৃতিক জ্বালানির যে সম্ভার রয়েছে, তা নানা দুর্নীতির কারণে দেশের প্রয়োজনে কাজে লাগানো যাচ্ছে না৷ এমনভাবে নীতি নির্ধারিত হচ্ছে, যাতে বাংলাদেশের নিজস্ব জ্বালানি দেশের বিশাল প্রয়োজনে না লেগে বিক্রি হয়ে যাচ্ছে বিদেশে৷ বিদেশি সংস্থাগুলিও সেই দুর্নীতিতে অংশ নিচ্ছে বলে তাঁর দাবি৷

এবারের লং মার্চ পাঁচ নম্বর লং মার্চ৷ জানাচ্ছেন ফারূক৷ এবারে লং মার্চ যাত্রা করবে সুনামগঞ্জের কাছে সুনেত্র পর্যন্ত৷ যেখানে সম্প্রতি খনিজ গ্যাসের সন্ধান মিলেছে৷ কিন্তু কথা চলছে সেই সুনেত্রর গ্যাসের খনি রুশ সংস্থা গাজপ্রমের হাতে তুলে দেওয়ার৷ সে কারণেই এই লং মার্চ৷ এই হস্তান্তরের প্রতিবাদে৷ যদিও তার সঙ্গে খনিজ সম্পদের জাতীয়করণ সহ রয়েছে মোট সাত দফা দাবি৷ ফারূক ওয়াসিস জানিয়েছেন, এই লং মার্চ শুরু হবে ২৮ অক্টোবর তারিখে ঢাকার প্রেস ক্লাব থেকে৷ এবং সেটি সুনেত্রতে পৌঁছবে তিনদিন পরে৷ লং মার্চে কমপক্ষে হাজার পাঁচেক মানুষ অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ