1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতীয় ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার পেল ‘সামহয়্যার ইন'

১৩ জুলাই ২০১১

এ বছর ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার পেয়েছে বাংলাদেশের অন্যতম ব্লগ সাইট ‘সামহয়্যার ইন'৷ ডিজিটাল বাংলাদেশ গঠনে ‘সামহয়্যার ইন'এর ভূমিকার জন্য তাদের হাতে পুরস্কারটি তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷

‘সামহয়্যার ইন'এর প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানাছবি: DW

জাতীয় ই-কনটেন্ট ও উন্নয়নের জন্য জাতীয় তথ্য প্রযুক্তি পুরস্কার'এর নাম পাল্টে রাখা হয়েছে - জাতীয় ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার৷ এবছর, অর্থাৎ ২০১১ সালে, এই প্রতিযোগিতার আয়োজক ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক বা ডিনেট৷ এবং সংস্থাটির সহযোগিতায় ছিল বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়৷ বাংলাদেশের যেসব বেসরকারি প্রতিষ্ঠান উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তির মাধ্যমে বিশেষ ভূমিকা রেখে চলেছে, তাদের কাজকে স্বীকৃতি দিতেই গত বছর থেকে এই পুরস্কার দিচ্ছে ডিনেট৷

‘সামহয়্যার ইন'এর প্রধান নির্বাহী আরিল ক্লোক্কেরহৌগ (বামে)ছবি: Syeda Gulshan Ferdous Jana

শুধু ইন্টারনেট বা মোবাইল ফোন থাকলেই তো চলবে না৷ প্রযুক্তির এসব মাধ্যমে প্রয়োজন নানা রকম তথ্য, সমাধানের সমাহার বা কনটেন্ট'এর৷ কারণ একমাত্র তবেই, তথ্য ও যোগাযোগ-প্রযুক্তিকে (আইসিটি) দেশের জন্য, মানুষের জন্য কাজে লাগানো যায়৷ তাই ই-কনটেন্টের নানা রকম প্রকল্প নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া – গর্বের কথা বৈ কি! জানা গেল, এ বছর প্রায় ১১টি বিভাগে পুরস্কৃত করা হয়েছে বিভিন্ন প্রকল্পকে৷ যেখানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত'এর পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থাত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী৷

২০১০ সালে ডয়চে ভেলে আয়োজিত ব্লগস প্রতিযোগিতায় জুরিমণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন জানাছবি: DW

স্বাভাবিকভাবেই এ পুরস্কার পেয়ে ভীষণ খুশি ‘সামহয়্যার ইন'এর প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা ও প্রধান নির্বাহী আরিল ক্লোক্কেরহৌগ৷ সৈয়দা গুলশান ফেরদৌস জানা'র কথায়, ‘‘এটা আমার জন্য আনন্দের কথা এ জন্য যে, এই ব্লগ সাইট'টি আমি শুরু করেছি৷ কিন্তু, এটা আরো আনন্দের আমাদের ৮৫ হাজার ব্লগারের জন্য৷ কারণ, তারাই এই ব্লগ প্ল্যাটফর্মটাকে বাঁচিয়ে রেখেছেন, সচল রেখেছেন, প্রাণবন্ত রেখেছেন৷''

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ‘সামহয়্যার ইন' ডয়চে ভেলের সহযোগী৷ ২০১০ সালে ডয়চে ভেলের ষষ্ঠ বেস্ট অফ ব্লগস (সংক্ষেপে ববস্) বা সেরা ব্লগ প্রতিযোগিতার ১২ জন বিচারকের একজন ছিলেন সৈয়দা গুলশান ফেরদৌস জানা৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ