জার্মান ফুটবল
৮ এপ্রিল ২০১২বিগত ২০১০ সালের বিশ্বকাপের মাত্র কয়েকদিন আগেই হাঁটুর ইনজুরিতে পড়েন সেসময় জাতীয় দলের এক নম্বর গোলরক্ষক রেনে আডলার৷ বিশ্বকাপ তো মিস করেছেনই, এরপরে গত দুই বছর ধরে জাতীয় দলের হয়ে আর মাঠেই নামতে পারেন নি ২৭ বছর বয়সী এই ফুটবলার৷ বিশ্বকাপ মিসের দুঃখ এখনও বয়ে বেড়াচ্ছেন তিনি৷ তবে সবকিছু ঝেড়ে দিয়ে আবার নতুন করে শুরু করতে চান তিনি৷ হামবুর্গে বাধ্যতামূলক চিকিৎসা নেওয়ার পর এখন তিনি মাঠে আবারও গোলপোস্টের নীচে দাঁড়াচ্ছেন৷ তবে পুরনো দল বায়ার লেভারকুজেনে তিনি কতদিন থাকবেন সেটি নিয়ে ইতিমধ্যে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে৷
জানা গেছে, হামবুর্গ দল তাকে পেতে আগ্রহী৷ অন্যদিকে পুরনো দলেই তিনি থেকে যাবেন কিনা সেটিও একটি প্রশ্ন৷ তবে আডলার জানিয়েছেন, এপ্রিলের মাঝামাঝি সময়ে এটি চূড়ান্ত হবে৷ এছাড়া ক্লাবের পাশাপাশি জাতীয় দলের মূল একাদশে ফেরাটাও তার জন্য একটা বড় চ্যালেঞ্জ এখন৷ এক বছর আগে হাঁটুতে অস্ত্রোপচারের পর ক্লাব দলে তার জায়গায় এখন রয়েছেন তরুণ গোলরক্ষক বের্ন্ড লেনো৷ আর জাতীয় দলে এখন গোলপোস্ট সামলান মানুয়েল নয়ার৷ তবে আত্মবিশ্বাসী রেনে আডলার বললেন, ‘‘আমি নতুন কিছু করে দেখাতে চাই৷ যদিও আমার বয়স ইতিমধ্যে ২৭ হয়ে গেছে তবে উতরে যাওয়ার জন্য আমার প্রয়োজনীয় অভিজ্ঞতা রয়েছে৷'' আডলার আরও জানান, এবারের গ্রীষ্মেই তিনি নিজেকে প্রমাণ করতে চান৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (ডিপিএ)
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী