1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান ফুটবল

Riazel Islam৮ এপ্রিল ২০১২

দীর্ঘদিন পর ফুটবলে ফিরলেন জার্মান দলের গোলরক্ষক রেনে আডলার৷ তবে তিনি জানেন যে, জাতীয় দলের এক নম্বর জায়গাটি পেতে তাকে অনেক কাঠখড় পোড়াতে হবে৷

ছবি: dapd

বিগত ২০১০ সালের বিশ্বকাপের মাত্র কয়েকদিন আগেই হাঁটুর ইনজুরিতে পড়েন সেসময় জাতীয় দলের এক নম্বর গোলরক্ষক রেনে আডলার৷ বিশ্বকাপ তো মিস করেছেনই, এরপরে গত দুই বছর ধরে জাতীয় দলের হয়ে আর মাঠেই নামতে পারেন নি ২৭ বছর বয়সী এই ফুটবলার৷ বিশ্বকাপ মিসের দুঃখ এখনও বয়ে বেড়াচ্ছেন তিনি৷ তবে সবকিছু ঝেড়ে দিয়ে আবার নতুন করে শুরু করতে চান তিনি৷ হামবুর্গে বাধ্যতামূলক চিকিৎসা নেওয়ার পর এখন তিনি মাঠে আবারও গোলপোস্টের নীচে দাঁড়াচ্ছেন৷ তবে পুরনো দল বায়ার লেভারকুজেনে তিনি কতদিন থাকবেন সেটি নিয়ে ইতিমধ্যে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে৷

জানা গেছে, হামবুর্গ দল তাকে পেতে আগ্রহী৷ অন্যদিকে পুরনো দলেই তিনি থেকে যাবেন কিনা সেটিও একটি প্রশ্ন৷ তবে আডলার জানিয়েছেন, এপ্রিলের মাঝামাঝি সময়ে এটি চূড়ান্ত হবে৷ এছাড়া ক্লাবের পাশাপাশি জাতীয় দলের মূল একাদশে ফেরাটাও তার জন্য একটা বড় চ্যালেঞ্জ এখন৷ এক বছর আগে হাঁটুতে অস্ত্রোপচারের পর ক্লাব দলে তার জায়গায় এখন রয়েছেন তরুণ গোলরক্ষক বের্ন্ড লেনো৷ আর জাতীয় দলে এখন গোলপোস্ট সামলান মানুয়েল নয়ার৷ তবে আত্মবিশ্বাসী রেনে আডলার বললেন, ‘‘আমি নতুন কিছু করে দেখাতে চাই৷ যদিও আমার বয়স ইতিমধ্যে ২৭ হয়ে গেছে তবে উতরে যাওয়ার জন্য আমার প্রয়োজনীয় অভিজ্ঞতা রয়েছে৷'' আডলার আরও জানান, এবারের গ্রীষ্মেই তিনি নিজেকে প্রমাণ করতে চান৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (ডিপিএ)

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ