তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। দলটির সদস্যসচিব পদে রয়েছেন আখতার হোসেন। কমিটিতে মোট ১৫১টি পদ রয়েছে।
ছবি: DW
বিজ্ঞাপন
ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো জানিয়েছে, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন৷
আজ শুক্রবার জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুজনের নাম ঘোষণা করেন জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ইসমাঈল হোসেন রাব্বির বোন মীম আক্তার।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বির্নিমাণ করব।’’ তিনি বলেন, ‘‘আমরা সামনের কথা বলতে চাই। পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই।’’ নাহিদ ইসলাম বলেন, ‘‘আজকের মঞ্চ থেকে শপথ, বাংলাদেশকে বিভাজিত করা যাবে না।’’
মানিক মিয়া এভিনিউ লোকে লোকারণ্যছবি: DW
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আজ সন্ধ্যা সোয়া ছয়টার দিকে দলের কমিটি ঘোষণা শুরু হয়। আহ্বায়ক ও সদস্যসচিবের নাম ঘোষণার পর দলের আংশিক অর্গ্যানোগ্রাম পড়ে শোনান আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা৷ মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) পদে রয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদে রয়েছেন সারজিস আলম।
জাতীয় নাগরিক কমিটির সমর্থনে মানুষের মিছিলছবি: DW
আখতার হোসেন আরও জানান, নতুন দলের মুখ্য সমন্বয়ক পদে নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক পদে আবদুল হান্নান মাসউদ দায়িত্ব পালন করবেন। পরে দলের যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব ও যুগ্ম মুখ্য সংগঠকদের নাম ঘোষণা করেন তিনি৷
দেশের বিভিন্ন জেলা ও ঢাকার বিভিন্ন থানা থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দলে দলে জমায়েত হয়েছেন মানিক মিয়া অ্যাভিনিউয়ে৷
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে৷ প্রথমে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়৷ এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়৷ ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়৷
আন্দোলন ২০২৪-এ নারীদের সক্রিয় ভূমিকা
09:02
This browser does not support the video element.
পবিত্র কোরআন তিলাওয়াত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তারেকুল ইসলাম (তারেক রেজা)৷ এরপর পবিত্র গীতা থেকে পাঠ করেন জাতীয় নাগরিক কমিটির নেতা অর্পিতা শ্যামা দেব৷ পরে পবিত্র ত্রিপিটক থেকে আবির বড়ুয়া এবং পবিত্র বাইবেল থেকে পাঠ করেন অলিক মৃ৷ তারাও জাতীয় নাগরিক কমিটির নেতা৷
এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়৷ পরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে৷ পাশাপাশি সবাইকে নিজ নিজ ধর্মমত অনুযায়ী শহীদদের জন্য প্রার্থনা করতে বলা হয়৷
এর আগে স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হন বিপুলসংখ্যক ছাত্র-জনতা৷ তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে ঘিরে পতাকা হাতে মিছিল নিয়ে তারা উচ্ছ্বাস করছেন৷
মঞ্চের সামনের সারিতে এক পাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বসার আসন রাখা হয়েছে৷ আরেক পাশে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের বসার ব্যবস্থা রাখা হয়েছে৷
জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারাছবি: DW
কেউ এসেছেন রংপুর থেকে, কেউ এসেছেন খুলনা থেকে৷ নীলফামারী, জয়পুরহাট, রাজশাহী, কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে আসা মানুষের মিছিল দেখা গেছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে৷
মঞ্চের সামনে রাজনৈতিক নেতাদের সারিতে আসন গ্রহণ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেনারেল সেক্রেটারি মাওলানা জালাল উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ ও হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমদ আলী কাসেমী৷
গণআন্দোলনে ভূমিকা রাখা কার্টুনের প্রদর্শনী
কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন ও অন্তর্বর্তী সরকার গঠন পর্যন্ত মানুষকে প্রভাবিত করেছে ও হাস্যরস জুগিয়েছে বিভিন্ন কার্টুন৷ সেগুলো নিয়ে ঢাকায় চলছে ‘কার্টুনে বিদ্রোহ’ শীর্ষক প্রদর্শনী৷ চলবে ৩১ আগস্ট পর্যন্ত৷
ছবি: Johny Hoque
৮২ কার্টুনিস্ট, ১৭৫টি কার্টুন
কার্টুনে সরস ভঙ্গিতে ছাত্র-জনতার আন্দোলনের প্রতিচ্ছবি তুলে ধরেছেন নবীন-প্রবীণ কার্টুনিস্টরা৷ সরকার পতনের ঐক্য গঠনে এই কার্টুনের ভূমিকা কম নয়৷ ৮২ জন কার্টুনিস্টের এমন ১৭৫টি কার্টুন নিয়ে ১৬ আগস্ট থেকে ঢাকায় শুরু হয়েছে ‘কার্টুনে বিদ্রোহ’ শীর্ষক এক প্রদর্শনী৷ বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন, দৃক এবং ডিজিটাল মাধ্যম ‘ই-আরকি’ যৌথভাবে এর আয়োজন করেছে৷
ছবি: Johny Hoque
দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
প্রদর্শনীর সমন্বয়ক ফৌজিয়া আফরোজ ডয়চে ভেলেকে জানান, ২০ আগস্ট পর্যন্ত প্রদর্শনীর প্রথম পাঁচদিনে প্রায় ১০ হাজার দর্শনার্থীর সমাগম হয়েছে৷ তিনি বলেন, ‘‘এখানে তাদের সামনে ফিরে এসেছে ছাত্র-জনতার আন্দোলনের উত্তাল সময়৷ এটি তারা এক ধরনের উদযাপন হিসেবে নিয়েছেন৷’’
ছবি: Johny Hoque
শিশু-কিশোরদের আনন্দ
কার্টুনে রাজনৈতিক অসঙ্গতির সঙ্গে রয়েছে হাস্যরস৷ বেশিরভাগ কার্টুনে কিছু লেখা নেই, কিন্তু সেসব বিদ্রূপ বোঝা যায় অনায়াসে! বড়দের পাশাপাশি সোনামনিদের কাছে এগুলো উপভোগ্য লাগছে৷ অভিভাবকদের হাত ধরে প্রদর্শনীতে এসেছে বেশ কিছু শিশু-কিশোর৷
ছবি: Johny Hoque
কলকাতার কার্টুনিস্টের স্কেচ
কার্টুনিস্ট আহসান হাবিব, মেহেদী হক, মানিক-রতন, মোরশেদ মিশু, সৈয়দ রাশেদ ইমাম তন্ময়, রিশাম শাহাব তীর্থ, মাহতাব রশিদ, আরাফাত করিম, মেহরাব সিদ্দিক সাবিত, আনিসুল ইসলাম সামির, দেবাশীষ চক্রবর্তী, অদ্রিতা জামান, নাতাশা জাহানসহ ঢাকার কার্টুনিস্টদের পাশাপাশি প্রদর্শনীতে রয়েছে কলকাতার কৌশিক সরকারের আঁকা স্কেচ৷ এতে ফুটে উঠেছে গুলিতে নিহত হওয়ার আগে রংপুরের আবু সাঈদের প্রতিবাদের মুহূর্ত৷
ছবি: Johny Hoque
মুগ্ধ, পানি লাগবে... পানি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-র প্রয়াত শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর প্রতি সম্মান জানিয়েছেন আয়োজকরা৷ গ্যালারির একপাশে ঝুলিয়ে রাখা হয়েছে ‘মুগ্ধ, ‘পানি লাগবে... পানি?’ লেখা ১৭টি পানির বোতল৷ গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর আগে পানির বোতল হাতে রাজপথে ছিলেন তিনি৷
ছবি: Johny Hoque
দড়ি ধরে মারো টান!
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিক্যাচার করা তিনটি কাট-আউট রাখা হয়েছে গ্যালারিতে৷ এরমধ্যে একটিতে লেখা ‘স্টেপ ডাউন হাসিনা’৷ হাসিনার এই কাট-আউটে কয়েকটি দড়ি বাঁধা৷ অনেকে দড়ি টান দেওয়ার ভঙ্গিতে ছবি তুলেছেন৷
ছবি: Johny Hoque
আন্দোলনকারী শিক্ষার্থী
দর্শনার্থী জাহিন ফেরদৌস ডয়চে ভেলেকে বলেন, ‘‘প্রায় এক মাস কঠিন সময় পাড়ি দিতে হয়েছে আমাদের৷ এখন স্বাভাবিক পরিস্থিতিতে কার্টুন প্রদর্শনী উদযাপন করছি৷ এখানে এসে মনে হচ্ছে, আমাদের সবারই চাওয়া ছিল এক৷ দুঃশাসনের অবসান হওয়ার আনন্দ উপভোগের ঐক্য দেখে খুব ভালো লাগছে৷’’
ছবি: Johny Hoque
দর্শনার্থীদের মনোভাব প্রকাশ
প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা যেন নিজেদের মনোভাব প্রকাশ করতে পারেন সেজন্য রয়েছে কমেন্ট বুক৷ শেখ হাসিনার সরকার পতন ও তার দেশত্যাগ নিয়ে ব্যাঙ্গাত্মক কথা লিখেছেন অনেকে৷ কেউ কেউ আন্দোলনের বিভিন্ন স্লোগান তুলে ধরেছেন কমেন্টে৷
ছবি: Johny Hoque
সংহতি দেয়াল
গ্যালারির দুই পাশে দুটি সংহতি দেয়ালিকা রাখা আছে৷ ছাত্র-জনতার আন্দোলন, জেন-জির জয়গান ও দৃষ্টিভঙ্গি এবং সাবেক সরকারের সমালোচনা করে মনের আনন্দে দেয়াল দুটি ভরে ফেলেছেন দর্শনার্থীরা৷
ছবি: Johny Hoque
‘কার্টুনিস্টদের প্রতি এক ধরনের সম্মান এই প্রদর্শনী’
দৃক গ্যালারির কিউরেটর এ এস এম রেজাউর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘কার্টুন সবসময়ই জনপ্রিয় মাধ্যম৷ দুঃখজনক হলেও সত্যি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন চাপ ও সেন্সরশিপ থাকায় কার্টুনিস্টরা আঁকা কমিয়ে দিয়েছিলেন৷ তবে গণ-আন্দোলনে তরুণ কার্টুনিস্টরা ভয় ভেঙে প্রচুর এঁকেছেন৷ তাদের প্রতি এই প্রদর্শনী এক ধরনের সম্মান বলা যায়৷ দর্শকদের সঙ্গে কার্টুনিস্টদের সম্মিলন ঘটানো এই প্রদর্শনীর বড় সফলতা৷’’
ছবি: Johny Hoque
প্রদর্শনীর সময় বাড়লো
ঢাকার পান্থপথে দৃকপাঠ ভবনের লেভেল-৮-এ দৃক গ্যালারিতে ১৬ আগস্ট ‘কার্টুনে বিদ্রোহ’ প্রদর্শনীর উদ্বোধন হয়৷ ২৩ আগস্ট এর সমাপনী হওয়ার কথা থাকলেও দর্শকদের অনুরোধে সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে৷ প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দেখা যাবে কার্টুন প্রদর্শনী৷
ছবি: Johny Hoque
রাজনৈতিক আলাপ নিষেধ নয়!
গ্যালারিতে ঢোকার প্রবেশপথের পাশে অস্থায়ী বুটিক শপে জুলাই গণঅভুত্থানের চিত্রকর্ম সংবলিত পোস্টার বিক্রি হচ্ছে ১০ টাকায়৷ ধোয়া ওঠা চায়ের কাপের সঙ্গে ‘রাজনৈতিক আলাপ নিষেধ নয়’ লেখা টি-শার্ট ৪৫০ টাকা, টোট ব্যাগ ৩৫০ টাকা ও নোটবুক ৩৫০ টাকা৷ এই তিনটি পণ্য একসঙ্গে কিনলে পড়বে ৭৯৯ টাকা৷
ছবি: Johny Hoque
12 ছবি1 | 12
অনুষ্ঠানে আরও উপস্থিত হয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের নির্বাহী সভাপতি মেজর (অব.) আবদুল মান্নান, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, খেলাফত মজলিসের নেতা আহমেদ আবদুল কাদের, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব সাখাওয়াত হোসেন রাজী, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আজহারুল ইসলাম, এবি পার্টির নেতা দিদারুল আলম ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল৷
অনুষ্ঠানের সামনের সারিতে কূটনীতিকদের জন্যও আসন রাখা হয়েছে৷ অনুষ্ঠানে যোগ দিয়েছেন ঢাকার পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর কামরান দাঙ্গাল ও ঢাকায় ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত৷