1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতীয় প্রয়োজনে ক্রসফায়ার: আমু

১৮ সেপ্টেম্বর ২০২০

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, জাতীয় প্রয়োজনেই ক্রসফায়ারের মতো ঘটনা ঘটছে৷

Khaled Muhiuddin Asks talkshow featured Amir Hossain Amu
ছবি: DW

ডয়চে ভেলে বাংলা বিভাগের সাপ্তাহিক ইউটিউব টক শো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়'-এ এমন মন্তব্য করেন তিনি৷ এ সপ্তাহের আলোচনার বিষয়বস্তু ছিল ‘আওয়ামী লীগ কি বদলে যাচ্ছে?'৷

‘‘সমাজের যে সমস্ত জিনিস আজকে বেরিয়ে এসেছে, আজকে জঙ্গিবাদ যেভাবে দানা বেঁধেছিল, যেটা চরম আকার ধারণ করেছিল, বিশ্বে যেভাবে এটা ছড়িয়ে পড়েছে, তখন যদি এইভাবে ক্রসফায়ারের সিদ্ধান্ত নেওয়া না হতো, তাহলে আমার মনে হয়, এটা দমানো সম্ভব ছিল না৷ ঠিক তেমনিভাবে জঙ্গিবাদসহ যে উচ্ছৃঙ্খলতা, মাদকতা যেভাবে এইদেশে বিস্তার লাভ করছে এবং তাদের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণার পরেও কিন্তু থামানো যাচ্ছে না৷ সেই ক্ষেত্রে যদি অন-দ্য-স্পট গুলি করা হয়, এটা রাষ্ট্রীয় প্রয়োজনে নয়, জাতীয় প্রয়োজনে করা হচ্ছে৷'' 

একজন মানুষের মৃত্যুর বা বিচারের ভার ‘অন দ্য স্পট গুলি'র উপর ছেড়ে দেওয়া যায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘একজন মানুষের কার্যক্রম যদি হাজার মানুষের মৃত্যুর কারণ হয়, একজন মানুষের কার্যক্রম যদি লাখো মানুষের মৃত্যুর কারণ হয়, তাকে (তার) বেঁচে থাকার কোনো অধিকার নেই৷''

দীর্ঘ রাজনৈতিক যাত্রায় আওয়ামী লীগের আদর্শগত কোনো পরিবর্তন হচ্ছে কিনা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও দেশে গণতন্ত্রের বর্তমান অবস্থাসহ নানা বিষয় আলোচনায় উঠে আসে৷ 

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব একটি পরিবারে সীমাবদ্ধ থাকা উচিত কিনা বা এটি  দল বা দলের আদর্শের জন্য কতটা উপকারী- এমন প্রশ্নের জবাবে আমির হোসেন আমু বলেন, ‘‘যে মুহূর্তে শেখ হাসিনাকে দলের নেতৃত্বে আনা হয়েছিল, সেই থেকে আজ পর্যন্ত যদি বিচার করা হয় তাহলে দেখা যাবে এটাই অপরিহার্য ছিল৷''

‘‘তাঁর (শেখ হাসিনা) নেতৃত্বেই দল তার ঐতিহ্য ফিরে পেয়েছে, ঐক্যবদ্ধ থাকছে এবং ক্ষমতায় যাচ্ছে৷ মানুষের যে চাওয়া-পাওয়া, বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন, আজকে তার সরকারের মাধ্যমে সেটা দেওয়া হচ্ছে৷ পরিবার হিসেবে নয়, যোগ্যতা দিয়েই নেতুত্বে আছেন তিনি,'' বলেন আমির হোসেন আমু৷

আরআর/এসিবি

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ