1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতীয় শোক দিবস পালন

১৬ আগস্ট ২০১২

গতকাল বুধবার ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদত বার্ষিকী৷ এ উপলক্ষ্যে জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাস দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছিল৷

ছবি: DW

রাষ্ট্রদূত মসুদ মান্নান জানান, দিনটি শুরু হয় জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্যে দিয়ে৷ জার্মানি সফররত পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী সেসময় উপস্থিত ছিলেন৷ তিনিই পতাকা অর্ধনমিতকরণের কাজটি করেন৷ এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়৷

বিকেলে দিনটি স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ তাতে দূতাবাসের কর্মকর্তারা ছাড়াও অংশ নেন জার্মানিতে বসবাসরত প্রবাসী বাঙালিরা৷ এর আগে প্রবাসীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন৷

আলোচনায় বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদানের কথা উঠে আসে৷ এছাড়া তাঁকে হারিয়ে বাংলাদেশ যে কতটা পিছিয়ে পড়েছে, সেটাও আলোচিত হয়৷

BM/160812/Interview - MP3-Mono

This browser does not support the audio element.

সভায় বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবারও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে৷ গত ৪০ বছরে যেসব প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল সেগুলো সরিয়ে সামনে এগোচ্ছে দেশ৷ এর মাধ্যমে একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরি হবে৷ আর ২০২১ সালের মধ্যে ‘ডিজিটাল বাংলাদেশ' গড়ার যে লক্ষ্য - তা পূরণ হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন আলোচকরা৷

রাষ্ট্রদূত মান্নান বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট একদল বিপথগামী সেনা কর্মকর্তার হঠকারিতামূলক আচরণের কারণে প্রাণ দিতে হয়েছিল বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের৷ আলোচনা সভা শেষে বার্লিনে বসবাসরত বাঙালি মাওলানা সিরাজি দোয়া মাহফিল পরিচালনা করেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ