1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতীয় সংগীত গেয়ে ৭ বছরের শিশু ভাইরাল

২৬ সেপ্টেম্বর ২০১৮

শিশু মালেয়া এমার বয়স মাত্র সাত বছর৷ কিন্তু যারা তাকে না দেখে তার গান শুনেছেন, তাদের পক্ষে বিশ্বাস করা সম্ভব না, এমার বয়স মাত্র সাত বছর৷

Twitter Malea Emma Nationalhymne Wettbewerbssiegerin
ছবি: Twitter/LA Galxy

যুক্তরাষ্ট্রের সকার ফ্র্যাঞ্চাইজি এলএ গ্যালাক্সির এক ম্যাচের শুরুতে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত ‘স্টার স্প্যাঙ্গলড ব্যানার' গাওয়ার সুযোগ পায় এই শিশু৷

নাম ঘোষণার সময়ই তার অসামান্য প্রতিভার একটু পরিচয় দিয়েছিলেন উপস্থাপক৷ মাঠের মাঝখানে এসে দাঁড়ায় ‘টাইনি বাট মাইটি' অর্থাৎ ক্ষুদ্র হলেও শক্তিশালী মালেয়া এমি৷

মাইক্রোফোন হাতে মিষ্টি একটা হাসি দিয়ে একবার গ্যালারিভর্তি দর্শক আর একবার ক্যামেরার দিকে তাকায়৷ তখনও হাজার হাজার দর্শক বুঝতে পারেনি এই সাত বছরের মেয়ে কিছুক্ষণের মধ্যে তাঁদের হৃদয় জয় করতে চলেছে৷

প্রথম লাইন গুনগুন করে গেয়ে যখন জাতীয় সংগীত গাইতে শুরু করলো এমা, তখন পুরো স্টেডিয়াম স্তব্ধ৷

দুই মিনিট পর উল্লাসে ফেটে পড়ে তুমুল করতালিতে দর্শকরা স্বাগত জানান অসামান্য এই খুদে গায়িকাকে৷

স্বয়ং খ্যাতিমান ফুটবলার স্লাটান ইব্রাহিমোভিচ এমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে টুইট করেছেন ভিডিওটি৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ