1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জানুয়ারিতে বায়ার্ন মিউনিখ খেলবে ভারতের বিরুদ্ধে

১৭ অক্টোবর ২০১১

২০১২ সালের ১০ই জানুয়ারি নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখ খেলবে ভারতের জাতীয় দলের বিরুদ্ধে৷ এটা হবে বাইচুং ভুটিয়ার বিদায়ী ম্যাচ৷

Titel: Bayern Allstars in Kolkata Text: Towards Life Foundation (TLF) organized a Charity Football Match between FC Bayern Allstars Germany and East Bengal Allstar on 17 November 2010 at Yuba Bharati Krirangan (Salt Lake Stadium) in Kolkata. Arunava Chaudhuri also played for Bayern for a few minutes. Schlagwörte: Germany, India, Kolkata, Kalkutta, Calcutta, Indo-German, Bayern, football, allstars
কলকাতায় বায়ার্ন অলস্টার্স দলছবি: DW

কী অদ্ভুত মিল! জার্মান জাতীয় দলের গোলকিপার ও বায়ার্ন মিউনিখের তারকা খেলোয়াড় অলিভার কান পেশাদারি জীবনে তাঁর শেষ ম্যাচ খেলেছিলেন কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে৷ সেটা ছিল ২০০৮ সালের ২৭শে মে৷ এবার ভারতের তারকা খেলোয়াড় ভুটিয়াও তাঁর শেষ ম্যাচ খেলবেন বায়ার্নের বিরুদ্ধে৷ শেষ ম্যাচের জন্য তিনি নিজেকে পুরোপুরি ফিট রাখতে চান৷ একের পর এক চোট পেয়ে সম্প্রতি তিনি যেরকম কাহিল অবস্থায় রয়েছেন, ততদিনে তিনি সেই দুর্বলতা কাটিয়ে তুলতে চান৷ শুধু তাই নয়, এই ম্যাচের আরও একটি বিশেষত্ব রয়েছে৷ বাইচুং'এর রাজ্য সিকিমে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের পর পুনর্গঠনের কাজ চলছে৷ এই ম্যাচ থেকে পাওয়া অর্থ সেই কাজেই দান করা হবে৷

পেশাদারি ফুটবল থেকে বিদায় নিচ্ছেন বাইচুং ভুটিয়াছবি: DW

জানুয়ারিতে বায়ার্ন-ভারত ম্যাচের ঘোষণাও হলো এমন এক অনুষ্ঠান উপলক্ষ্যে, যার গুরুত্বও কম নয়৷ গোটা সপ্তাহান্ত জুড়ে নতুন দিল্লিতেই বসেছিল আগামী দিনের ফুটবলের ক্ষেত্রে কিশোর প্রতিভা খোঁজার মেলা৷ ‘এফসি বায়ার্ন ইউথ কাপ'এর আওতায় এই কর্মশালা ছিল ব্যস্ততায় ভরা৷ শুধু বায়ার্ন মিউনিখ নয়, জার্মানির খেলাধুলার সরঞ্জাম প্রস্তুতকারক ‘আডিডাস' ও গাড়ির কোম্পানি ‘আউডি'ও এই উদ্যোগে সামিল হয়েছে৷ বাছাই করা কিছু কিশোর ২০১২ সালের মে মাসে মিউনিখে ভারতের হয়ে খেলার সুযোগ পাবে৷

ফুটবল তারকা অলিভার কান কলকাতায় খেলেছিলেন তাঁর শেষ পেশাদারি ম্যাচছবি: picture-alliance/Sven Simon

শনিবার এক সংবাদ সম্মেলনে ভারতে বায়ার্ন'এর সাম্প্রতিক কার্যকলাপ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরা হয়৷ সেখানে উপস্থিত ছিলেন বায়ার্ন দলের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান মার্টিন হেগেলে, ভারতীয় ফুটবল সংগঠন এআইএফএফ'এর সচিব কুশল দাস, ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন প্রধান বাইচুং ভুটিয়া এবং আডিডাস ও আউডি'র দুই উচ্চপদস্থ কর্মকর্তা৷ সেখানে আরও জানানো হয়, যে বায়ার্ন কাতারের রাজধানী দোহায় এক অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার পর ফেরার পথে নতুন দিল্লি ছুঁয়ে যাবে৷ সেখানেই তারা খেলবে ভারতের জাতীয় দলের বিরুদ্ধে৷ জানুয়ারি মাসে ভারতও আন্তর্জাতিক মঞ্চে ভালোই অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে৷ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সেদেশের জাতীয় দলের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচ খেলবে ভারত৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ