1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের পথে হল্যান্ড

১৯ জুন ২০১০

ওয়েসলে শ্নাইডারের একমাত্র গোলের সুবাদে আজ গ্রুপ ইর খেলায় জাপানকে হারিয়ে দিয়েছে হল্যান্ড৷ খেলার ৫৩ তম মিনিটে গোলটি করেন তিনি৷ এর ফলে দ্বিতীয় রাউন্ডে ওঠা অনেকটাই নিশ্চিত হয়ে গেল ডাচদের জন্য৷

ছবি: AP

ডারবানে অনুষ্ঠিত ম্যাচটির প্রথম পর্বে তেমন কোন উত্তেজনা ছিল না৷ দুই দলই প্রায় সমান সমান খেলেছে, কিন্তু তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি৷ বিশেষ করে তুলনামূলক শক্তিশালী হল্যান্ডের বিপক্ষে জাপান খেলেছে রক্ষণাত্মক ভঙ্গিতে৷ প্রথমার্ধে ডাচ মিডফিল্ডার রাফায়েল ফান ডের ফার্ট একবারই জাপানি গোলরক্ষক কাওয়াশিকাকে পরীক্ষায় ফেলতে পেরেছিলেন৷ কিন্তু গোল হয়নি৷

জাপানের জালে বল ঢুকে যাচ্ছেছবি: AP

দ্বিতীয়ার্ধে অবশ্য হল্যান্ড অনেকটাই নিজেদের গুছিয়ে নেয়, এবং একের পর এক আক্রমণ করার চেষ্টা করে৷ কিছুক্ষণ পর গোলও পেয়ে যায় কমলা রংয়ের জার্সিরা৷ ৫৩ মিনিটের মাথায় ডি বক্সের ভেতর জটলায় ফান পার্সির পাস থেকে বল পেয়ে যান ওয়েসলে শ্নাইডার৷ গোল লক্ষ্য করে তার দুরপাল্লার জোরালো শটটি ঠিকমত বুঝে উঠতে পারেননি কাওয়াশাকি৷ তাই ডান দিকে ঝাপ দিলেও তার হাতের বা পাশে লেগে বলটি সেকেন্ড বার দিয়ে গোলে ঢুকে যায়৷ এরপর অবশ্য আক্রমণে ফেরার চেষ্টা করে আগের ম্যাচে ক্যামেরুনকে হারানো জাপানিরা৷ কিন্তু ডিফেন্স খালি রেখে আক্রমণে যেতে গিয়ে তাদের বেশ কয়েকবার বিপদেই পড়তে হয়েছে৷ বিশেষ করে শেষ দিকে হল্যান্ডের শ্নাইডারের বদলে নামা ইব্রাহিম আফেলে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেন৷ গোলরক্ষক কাওয়াশাকিকে একা পাওয়া সত্ত্বেও কেবল কিক নিতে দেরি করায় গোল করতে পারেননি তিনি৷ এরপরও আরও একবার সুযোগ পেয়েছিল ডাচ দল৷ কিন্তু সেটাও নষ্ট হয়৷ তবে খেলার একেবারে শেষ দিকে অতিরিক্ত সময়ে গোল শোধের দারুণ একটি সুযোগ পায় জাপান৷ এক পাস থেকে ডি বক্সের সামনে বল পেয়ে যান জাপানি দলের ওকাজাকি৷ বলটি নিয়ে ডি বক্সে ঢুকেও পড়েন তিনি, সামনে ছিল কেবল ডাচ গোলরক্ষক৷ কিন্তু ওকাজাকি ঠিকমত শটটি না নেওয়ায় তা বারের ওপর দিয়ে চলে যায়৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: আবদুস সাত্তার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ