1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানের আশা ‘ফায়ার আইস’ বা তুষারাগ্নি

১২ মার্চ ২০১৩

বস্তুটি আসলে মিথেন হাইড্রেট নামের এক ধরনের জ্বালানি৷ সমুদ্রগর্ভে তাই খুঁজে পেয়েছে জাপান৷ এ’ থেকে নাকি জ্বালানি হিসেবে ব্যবহারযোগ্য গ্যাস পাওয়া যাবে বহু বছরের জন্য৷

ছবি: Getty Images

সমুদ্রগর্ভে ড্রিল করে এই ফসিল ফুয়েল বা প্রস্তরীভূত জ্বালানিটি পাওয়া যায়৷ দেখতে ঠিক বরফের মতো, কিন্তু আসলে তা ঘনীভূত মিথেন গ্যাস, পানির মলিকিউল দিয়ে ঢাকা৷ সাগরের প্রায় এক কিলোমিটার গভীরতায় এই তুষারাগ্নি খুঁজে পেয়েছে একটি জাপানি কনসর্টিয়াম৷

কনসর্টিয়ামটির নেতৃত্বে রয়েছে জাপানের তেল, গ্যাস ও ধাতু সংক্রান্ত জাতীয় কর্পোরেশন৷ ফায়ার আইস খোঁজার কাজ শুরু হয় এক বছর আগে৷ গত মঙ্গলবার থেকে পরীক্ষামূকভাবে দু'সপ্তাহের জন্য উৎপাদনের কাজ চালানো হবে, বলে জানিয়েছেন অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক কর্মকর্তা৷

এটা হবে বিশ্বে মিথেন হাইড্রেট থেকে গ্যাস তৈরি করার প্রথম অফশোর এক্সপেরিমেন্ট, এএফপি সংস্থাকে বলেছেন কর্মকর্তাটি৷ মিথেন হল প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান৷ ক্ল্যাথরেট গোত্রীয় আধা-জমাট কম্পাউন্ডটি থেকে গ্যাস বার করার জন্য সমুদ্রগর্ভে পানির চাপকে ব্যবহার করা হয়৷

ফায়ার আইস নামধারী সাদা পদার্থটি জ্বলে ম্লান দ্যুতিতে, এবং জ্বলার পর পানি ছাড়া আর কিছু পড়ে থাকে না৷ এক ঘনমিটার ফায়ার আইস থেকে যে পরিমাণ মিথেন পাওয়া যায় তা এক ঘনমিটার মিথেন গ্যাসের চেয়ে বহুগুণ বেশি৷

পশ্চিম জাপানের শিকোকু দ্বীপের উপকূলে সমুদ্রগর্ভে এক ট্রিলিয়ন ঘনমিটারের বেশি মিথেন হাইড্রেটের একটি স্তর আছে, বলে বিজ্ঞানীদের ধারণা৷ তা থেকে যে পরিমাণ গ্যাস উৎপাদন করা সম্ভব, তা'তে ১১ বছর ধরে জাপানের সামগ্রিক গ্যাসের চাহিদা মেটানো যাবে৷

২০১৮-১৯ সালের মধ্যেই মিথেন হাইড্রেট থেকে গ্যাস উৎপাদনের প্রযুক্তি ব্যবহারিক প্রয়োগের উপযোগী হয়ে উঠবে, বলে কর্মকর্তাদের ধারণা৷ এবং তাঁরা বিশেষভাবে খুশি কেননা ফুকুশিমা বিপর্যয়ের পর প্রায় সব ক'টি আণবিক চুল্লি বন্ধ হয়ে যাওয়ার ফলে জাপানকে অনেক বেশি মূল্যে ফসিল ফুয়েল বা খনিজ জ্বালানি কিনতে হচ্ছিল৷ এবার যদি ঘরের দোরগোড়াতেই তুষারাগ্নি উৎপাদন করা সম্ভব হয়, তাহলে জাপানকে আর পায় কে!

এসি / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ