1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানের ত্রিমাত্রিক অ্যানিমেশন তারকা

১৩ জুন ২০১১

ত্রিমাত্রিক কম্পিউটার অ্যানিমেশন মিকু হাতসুনে৷ এই অ্যানিমেশন চরিত্রটির খ্যাতি কেবল জাপানে নয়, ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে৷

japan
জাপানের টিন এজার পপ তারকা মিকু হাতসুনেছবি: AP

জাপানের টিন এজার পপ তারকা মিকু হাতসুনে৷ লক্ষ লক্ষ ভক্ত যার৷ তবে গান গাওয়ার জন্য সে লাখ লাখ টাকার চুক্তি করে না৷ লাইভ শোতে ঘন্টার পর ঘন্টা গান গেয়েও সে ক্লান্ত হয়না৷ তাকে কখনও রেগে যেতে এমনকি বিরক্ত হতেও দেখেনি কেউ৷

জাপানের উত্তরাঞ্চলের দ্বীপ হোক্কাইডো৷ সেখানকার সাপ্পোরো এলাকার ‘ক্রিপটন ফিউচার মিডিয়া' একজন মাঙ্গা শিল্পীর সাহায্য নিয়ে এবং গায়িকা সাকি ফুজিতার কন্ঠের অনুকরণে ২০০৭ সালে প্রথম তৈরি করে মিকু হাতসুনে চরিত্রটি৷ দিনদিন এই চরিত্রটি হয়ে উঠেছে জাপানের সবচেয়ে জনপ্রিয় পপ তারকা৷

আগামী মাসের ২ তারিখে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এ অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যানিমে এক্সপো ২০১১৷ আর সেখানকার মিকুনোপোলিস কনসার্ট এ নিজের পারদর্শিতা দেখাতে যাচ্ছে মিকু৷

মিকুর ভক্তদের কাছে সে যেন প্রযুক্তিগত কোনো সৃষ্টি নয়, একেবারে জীবন্তছবি: AP

টিনএজ এই পপ কুইনের উচ্চতা ৫ফুট ২ ইঞ্চি এবং ওজন ৪২ কেজি৷ মিকুর ভক্তদের কাছে সে যেন প্রযুক্তিগত কোনো সৃষ্টি নয়, একেবারে জীবন্ত৷ বিশেষ করে তরুণ-তরুণীদের কাছে৷ আর তাই তাকে নিয়ে ভক্তদের মাতামাতির কমতি নেই৷ ইউ টিউব এবং জাপানের নিকো নিকো দুগা ওয়েব সাইটে ভক্তরা মিকুর ৩০ হাজারেরও বেশি গান এবং ভিডিও পোস্ট করেছেন৷ তার এক ভক্ত বলেন, আমরা তাকে দেখতে পাই কিন্তু স্পর্শ করতে পারি না৷ আরেকজন ভক্ত বলেন, সে দেখতে খুবই সুন্দর৷ নাচতেও পারে ভালো৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ