1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানে ওবামা শহর

মারিনা জোয়ারদার৫ নভেম্বর ২০০৮

জাপানের ছোট একটি শহরের নাম ওবামা৷ এবং সেখানে বারাক ওবামার বিজয় বেশ জাকজমকভাবেই পালন করা হয়৷ ওবামা শহরের ছেলে-মেয়েরা তাদের ঐতিহ্যবাহী নাচ হুলায় মেতে ওঠে৷ সবাই যেন তৈরীরই ছিল৷ শুধু ফলাফল ঘোষণার পালা৷

জাপানে ওবামা উত্‌সবছবি: AP

উত্তরে অবস্থিত ওবামা শহরে ফলাফল পৌছানোর পরই শুরু হয়ে যায় উত্‌সব পালন৷ বারাক ওবামা যখন শিকাগোর গ্র্যান্ড পার্কে ভাষণ দিচ্ছিলেন তখন পূর্ব এশিয়ার দেশ জাপানও মনোযোগ দিয়ে শুনছিল সেই ভাষণ৷ তারাও উচ্ছাস প্রকাশ করছিল৷

সংবাদমাধ্যমে নানা রুপে ওবামাছবি: AP

ওবামা শহরে বাস করে এমন একজন জানালো, বারাক ওবামা প্রমাণ করে দিলেন যদি সত্যিকার অর্থে কোন কিছু করতে চাওয়া হয়৷ যদি কোন স্বপ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তা বাস্তবে পরিণত করা সম্ভব৷

আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের পরই জাপান সরকার জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দৃঢ় সম্পর্ক জাপানের রয়েছে তা অটুট থাকবে৷ দল পরিবর্তন বা প্রেসিডেন্ট পরিবর্তনের কারণে তার কোন হেরফের হবে না৷ জাপান সবসময়েই আন্তর্জাতিক প্রতিটি বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করেছে এবং তা অব্যহত থাকবে৷

প্রধানমন্ত্রী তারো আসো জানান, আমি নতুন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কাজ করতে প্রস্তুত৷ আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি তা সমাধান করতে জাপান প্রস্তুত৷ এর মধ্যে অর্থনৈতিক, সামাজিক, পরিবেশ এবং সন্ত্রাসবাদ উল্লেখযোগ্য৷ প্রধানমন্ত্রী আসো বারাক ওবামাকে নির্বাচনে জয়ী হওয়ায় অভিনন্দন জানান৷

সমুদ্র উপকূলবর্তী শহর ওবামায় মার্কিন নির্বাচন উপলক্ষ্যে শহরের টাউন হলে তৈরী করা হয় বিশেষ একটি স্টেজ৷ সেখানে প্রায় ৩০০ জন জাপানী নাগরিক জড়ো হয় নির্বাচনের পুরো অনুষ্ঠানটি দেখার জন্য৷ হল জুড়ে ছয়টি টেলিভিশনে সারাক্ষণ মার্কিন নির্বাচনের নানা দিক সরাসরি সম্প্রচার করা হয়৷

ওবামা শহরটি রাজধানী টোকিও থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত৷ সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মানচিত্রে নীল ফিতা দিয়ে ওবামা যে সব রাজ্য জিতেছে তা চিহ্নিত করা হয়৷ যেহেতু ওবামার বাবা কেনিয়ান বংশোদ্ভোত ছিলেন, সেহেতু জাপানের ওবামা শহরের ফ্যানরা কেনিয়ার একজন প্রতিনিধিকে এই উত্‌সবে আমন্ত্রণ জানায়৷ ছোট শহর ওবামার সবাই থেকে থেকে শ্লোগান দেয় - প্রেসিডেন্ট ওবামা বানজাই৷
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ