1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানে নিহত আর নিখোঁজের সংখ্যা প্রায় সতেরো হাজার

১৮ মার্চ ২০১১

জাপানে গত শুক্রবারের ভূমিকম্প এবং সুনামিতে নিহতের সংখ্যা ৬,৫৩৯৷ মৃতের এই সংখ্যা কোবে’তে ১৯৯৫ সালের ভূমিকম্পের চেয়ে বেশি৷ জাপান পুলিশ শুক্রবার নিশ্চিত করেছে এই তথ্য৷

ছবি: Kyodo News/AP/dapd

জাপানের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এই প্রাকৃতিক বিপর্যয়ে এখনও নিখোঁজ ১০,৩৫৪ জন৷ সব মিলিয়ে নিহত এবং নিখোঁজের সংখ্যা ১৬ হাজারের বেশি৷ এছাড়া আহতের সংখ্যাও প্রকাশ করেছে সেদেশের সরকার, সেটি হচ্ছে ২,৫১৩৷ ভূমিকম্প এবং সুনামির পর এই সংখ্যা ক্রমশ বাড়ছে এবং আশঙ্কা রয়েছে আগামী দিনগুলোতে হতাহতের এই হিসেবে আবারো পরিবর্তন আসতে পারে৷

১৯৯৫ সালের জাপানের বন্দর নগর কোবে'তে ৭ দশমিক দুই মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় ৬,৪৩৪ জন৷ ১৯২৩ সালের পর তাই গত ১১ই মার্চের ভূমিকম্প ছিল জাপানের বৃহত্তম প্রাকৃতিক বিপর্যয়৷ গত শতাব্দীর শুরুর দিকের সেই ভূমিকম্পে জাপানে প্রাণ হারায় ১,৪২,০০০ মানুষ৷

এদিকে, জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত চুল্লিগুলি শীতল রাখার চেষ্টা অব্যাহত রেখেছে সেখানকার কর্মীরা৷ ক্ষতিগ্রস্ত চুল্লিতে পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করে এর শীতলীকরণ প্রক্রিয়া চালু করতে চাইছে বিশেষজ্ঞরা৷ তবে, মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়ে জ্বালানী রডগুলো আবারো শীতল করতে মাসাধিককাল সময় লাগতে পারে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চোধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ