সরকারি প্রচারমাধ্যম এনএইচকে বলছে, ঐ দুই জেলার বিভিন্ন অংশে প্রায় সাড়ে ছয় ফুট উঁচু বরফ জমা হয়েছে৷
ইওজাওয়া ও সুকিয়িনো শহরের মধ্য়ে থাকা কান এতসু এক্সপ্রেসওয়েতে বরফের কারণে প্রায় এক হাজার গাড়ি আটকা পড়েছে৷ আরেকটি এক্সপ্রেসওয়েতে প্রায় দুশ গাড়ি আটকা পড়েছিল৷
আবহাওয়া দপ্তর আরও তুষারপাত ও তুষারধসের আশঙ্কা করছে৷
জেডএইচ/কেএম (ডিপিএ, রয়টার্স)
করোনার সময়ে জাপানে তৈরি হয়েছে বিশেষ ধরনের মাস্ক বা মুখোশ৷ এটা শুধু নাক আর মুখ নয়, পুরো মুখাবয়বই ঢাকে৷ এই মাস্ক দেখতে অবিকল মানুষের চেহারার মতো৷ দেখুন ছবিঘরে...
ছবি: Issei Kato/REUTERSজাপানের রাজধানী টোকিওতে শুহেই ওকাওয়ারার মুখোশের দোকান৷ মুখোশগুলো হাইপার-রিয়েলিস্টিক, অর্থাৎ অধি-বাস্তবধর্মী৷ এগুলো অবিকল কোনো মানুষের চেহারার মতো৷
ছবি: Issei Kato/REUTERSদোকানের মালিক শুহেই ওকাওয়ারার হাতে নিজের চেহারার আদলে তৈরি মুখোশ৷ দেখে মনে হয় যেন মুখটাই কেটে মুখোশ বানানো৷ আসলে এটা থ্রি-ডি প্রযুক্তিতে প্রিন্ট করা শুহেইর মুখ৷
ছবি: Issei Kato/REUTERSকরোনাকালে তৈরি করা হলেও এই মুখোশ পরলে কিন্তু করোনার হাত থেকে বাঁচা যায় না৷তবে কামেনিয়া ওমোটে নামের দোকানটির মাস্কে নিজেকে অন্যের মতো দেখানো যায়৷
ছবি: Issei Kato/REUTERSপ্রতিটি মুখোশের দাম ৯৮ হাজার ইয়েন বা ৯৫০ ডলার৷ এমনিতে পার্টিতে এবং মঞ্চে কাজে লাগে এমন দ্রব্য বিক্রি করেন শুনেই৷মুখোশ এখন তার দোকানের নতুন আকর্ষণ৷
ছবি: Issei Kato/REUTERSবুঝতেই পারছেন হাইপার-রিয়েলিস্টিক মুখোশের মালিক শুনেই ওকাওয়ারা এখানে ছবির জন্য পোজ দিচ্ছেন৷তার মুখ যে মুখোশে ঢাকা বুঝতে পেরেছেন তো?
ছবি: Issei Kato/REUTERSএখনো শুধু জাপানি ব্যক্তিদের চেহারার অনুরূপ মুখোশই তৈরি করেছেন শুহেই৷ তবে ব্যবসার আরো প্রসারের স্বার্থে এখন বিদেশের বিভিন্ন ব্যক্তির চেহারার মতো মুখোশ তৈরির কথাও ভাবছেন৷
ছবি: Issei Kato/REUTERS