1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানে বিদ্যুৎহীন ১০ হাজার পরিবার

১৭ ডিসেম্বর ২০২০

জাপানের নিগাতা ও গুনমা জেলায় গত তিনদিন ধরে ভারী তুষারপাত হয়েছে৷ ফলে প্রায় ১০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে৷ প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা জরুরি বৈঠক ডেকেছেন৷

Heftige Schneefälle und Schneestürme in Japan
ছবি: Taketo Oishi/AP Photo/picture alliance

সরকারি প্রচারমাধ্যম এনএইচকে বলছে, ঐ দুই জেলার বিভিন্ন অংশে প্রায় সাড়ে ছয় ফুট উঁচু বরফ জমা হয়েছে৷

ইওজাওয়া ও সুকিয়িনো শহরের মধ্য়ে থাকা কান এতসু এক্সপ্রেসওয়েতে বরফের কারণে প্রায় এক হাজার গাড়ি আটকা পড়েছে৷ আরেকটি এক্সপ্রেসওয়েতে প্রায় দুশ গাড়ি আটকা পড়েছিল৷

আবহাওয়া দপ্তর আরও তুষারপাত ও তুষারধসের আশঙ্কা করছে৷

জেডএইচ/কেএম (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ