1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানে শিশুদের সংখ্যা কমেছে

১১ মে ২০১৪

জাপানে শিশুদের সংখ্যা একটি রেকর্ড পর্যায়ে নেমে গেছে৷ অপরদিকে ৬৫ বছরের বেশি বয়সের প্রবীণদের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে৷ অর্থাৎ জাপানের বাসিন্দারা একদিকে যেমন বেশিদিন বাঁচছেন, অন্যদিকে তাদের সংখ্যাও সেরকম কমছে৷

ছবি: Reuters

গত পয়লা এপ্রিলের পরিসংখ্যান৷ এ দিন জাপানে ১৫ বছরের কমবয়সি ছেলেমেয়েদের সংখ্যা ছিল আনুমানিক এক কোটি ৬৩ লক্ষ ৩০ হাজার৷ যা কিনা এক বছর আগের তুলনায় এক লাখ ষাট হাজার কম৷

১৯৫০ সালে জনসংখ্যাগত এই সব তথ্য সংগ্রহ করা শুরু হয়৷ বিগত ৩৩ বছর ধরে জাপানে শিশুদের সংখ্যা এ ভাবে প্রতি বছর কমে আসছে৷ স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রণালয় এই পরিসংখ্যান রেখে থাকে৷

বর্তমানে জাপানের জনসংখ্যায় শিশুদের অনুপাত মাত্র ১২ দশমিক আট শতাংশ৷ সে তুলনায় ৬৫ বছর অথবা তার বেশি বয়সের মানুষদের অনুপাত ২৬ দশমিক ছয় শতাংশ, যা কিনা একটা রেকর্ড৷ অন্তত চার কোটি জনসংখ্যার দেশগুলির মধ্যে জাপানেই শিশুদের অনুপাত সবচেয়ে কম৷ মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের অনুপাত হল ১৯ দশমিক পাঁচ শতাংশ; চীনে ১৬ দশমিক চার শতাংশ৷

অপরদিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে এখন ১২ কোটি ৭২ লক্ষ ৯৮ হাজার মানুষের বাস: এর মধ্যে যারা দীর্ঘকাল জাপানে বাস করছেন, এমন বিদেশিদেরও ধরা হয়ে থাকে৷ ২০১৩ সালের পয়লা অক্টোবরের তুলনায় জাপানের জনসংখ্যা শূন্য দশমিক ১৭ শতাংশ কমেছে৷

বাকি থাকে ভবিষ্যতের বিভীষিকা: এভাবে চলতে থাকলে ২০৬০ সালে জাপানের জনসংখ্যার ৪০ শতাংশের বেশি মানুষের বয়স হবে ৬৫ বছর কিংবা তার বেশি৷ এটা খোদ জাপান সরকারের ভবিষ্যদ্বাণী৷

এসি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ