আগামী ২৩ জুলাই জাপানে শুরু হচ্ছে অলিম্পিক গেমস। গত বছরই জাপানে অলিম্পিক হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য তা পিছিয়ে দেওয়া হয়। এ বছরও অলিম্পিক করা উচিত হবে কি না, তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। জাপানের সব চেয়ে বড় ভাইরোলজিস্ট মাসখানেক আগে বলেছিলেন, গোটা বিশ্বে করোনার যে পরিস্থিতি, তাতে এখনই অলিম্পিকের আয়োজন উচিত হবে না। কারণ, এর ফলে একদিকে জাপানে করোনার নতুন ঢেউ আছড়ে পড়তে পারে, অন্য দিকে, খেলোয়াড় এবং কর্মকর্তাদের মাধ্যমে তা অন্য দেশে ছড়িয়ে পড়তে পারে। ওই ভাইরোলজিস্টের বক্তব্য ছিল, আফ্রিকার বেশ কয়েকটি দেশে এখনো করোনা সে ভাবে ছড়ায়নি। ওই সব দেশে করোনা ছড়ালে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।
টোকিও অলিম্পিক: জাপান এখনো সংশয়ে
আবার না পিছালে দু মাসের মধ্যেই শুরু হবে টোকিও অলিম্পিক৷ কিন্তু জাপানের অনেক মানুষ ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসরকে এখনো মন থেকে মেনে নিতে প্রস্তুত নন৷ করোনা আতঙ্ক এখনো ছাড়েনি তাদের৷ ছবিঘরে বিস্তারিত...
ছবি: Kim Kyung Hoon/REUTERS
‘অর্থনীতির স্বার্থে হওয়া দরকার, তবে সবার নিরাপত্তার দিক দেখলে একেবারেই নয়’
ফিনল্যান্ডের নাগরিক থেরেজ উইক টোকিওর এক বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন৷ তার মতে, ‘‘ দেশের অর্থনীতির স্বার্থে আয়োজনটা হওয়া দরকার, তবে সবার নিরাপত্তাকে গুরুত্ব দিলে তা একেবারেই হওয়া উচিত নয়, বরং পরিকল্পনা বাতিল করা উচিত৷’’
ছবি: Kim Kyung Hoon/REUTERS
‘মানুষকে সক্রিয় এবং স্বপ্ন পূরণে সচেষ্ট দেখতে চাই’
টোকিওর এক পোষা প্রাণির দোকান মালিক নোবুয়াকি মোরিবে বলেন, ‘‘করোনা ভাইরাস আরো কিছুদিন থাকবে, তাই মানুষের হাল ছেড়ে দেয়া উচিত নয়৷ আমি মানুষকে সক্রিয় এবং তাদের স্বপ্ন পূরণে সচেষ্ট দেখতে চাই৷’’
ছবি: Kim Kyung Hoon/REUTERS
‘এ সময়ে এর প্রয়োজন নেই’
ডাবল-ডাচ রোপ জাম্পার কাই মনে করেন জাপানের মানুষ যখন করোনার চতুর্থ ঢেউয়ের আগমনের আশঙ্কায়, তখন এমন আয়োজনের খুব প্রয়োজন ছিল না৷ টোকিওর ইয়োয়োগি পার্কে প্র্যাকটিস করতে করতে তিনি বলেন, ‘‘আমার মনে হয় এখন অলিম্পিক আয়োজনের দরকার নেই৷ তবে তারা (আয়োজক কমিটি) যদি মানুষকে খুব উজ্জীবিত করতে পারে, সবার মনে আনন্দ ফিরিয়ে আনতে পারে, তাহলে তা হতে পারে৷’’
ছবি: Kim Kyung Hoon/REUTERS
‘এখনো তো খুব কম মানুষই টিকা পেয়েছে’
টোকিওর ব্যাংক-কর্মী তাকাশি কিতাহারা মনে করেন জাপানের অধিকাংশ মানুষ এখনো করোনার টিকা পায়নি, সুতরাং এমন পরিস্থিতিতে চতুর্থ ঢেউকে আহ্বান জানানোর মতো পদক্ষেপের কোনো মানে হয় না, ‘‘এখানে কয়েক শতাংশ মানুষ এখনো টিকা পেয়েছে৷ তাই আমার মনে হয় এই পরিস্থিতিতে গেমস আয়োজন করার সিদ্ধান্ত খুবই বিপজ্জনক৷’’
ছবি: Kim Kyung Hoon/REUTERS
‘নিয়ম মানলে আয়োজন করা সম্ভব’
৫৭ বছর বয়সি কেনিচি হোন্ডা অবশ্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে অলিম্পিক গেমস আয়োজনের পক্ষে৷ তার মতে, ‘‘তারা (আয়োজক) বলছে, বেসবলে দর্শক থাকবে, সুমো কুস্তিতে দর্শক থাকবে- এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সব ব্যবস্থাও নেয়া হবে৷ সেক্ষেত্রে তো মনে হয়, এমন আয়োজন করা যেতেই পারে৷’’
ছবি: Kim Kyung Hoon/REUTERS
‘ক্রীড়াবিদদের কথা ভাবলে মনে হয় অলিম্পিক হওয়া উচিত’
যোগ ব্যায়ামের ইন্সট্রাক্টর কাইকো ইয়ামামুরা বলেন, ‘‘এটা ঠিক অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের মাধ্যমে করোনার অন্য ভ্যারিয়েন্টগুলো চলে আসার ঝুঁকি রয়েছে৷ সেরকম হলে তো বিপজ্জনক৷ তবে ক্রীড়াবিদরা যে এ আয়োজনের জন্য দীর্ঘদিন কঠোর পরিশ্রম করেছেন, তাদের কথা ভাবলে মনে হয়- চলো অলিম্পিকটা আয়োজন করে ফেলি৷’’
ছবি: Kim Kyung Hoon/REUTERS
‘এমন পরিস্থিতিতে অলিম্পিক আয়োজনের পরিকল্পনা অবিশ্বাস্য’
আয়োজক কমিটি আগেই জানিয়েছে, এক বছর পর শুরু হতে যাওয়া টোকিও অলিম্পিক দেখতে বিদেশি দর্শকরা যেতে পারবেন না৷ ৭৩ বছর বয়সি সাবেক চাকরিজীবী মিরেই সাকাই মনে করেন, ‘মহামারি সারাবিশ্বে যখন আতঙ্ক ছড়িয়ে চলেছে, তখন বিদেশি (ক্রীড়াবিদদের) এভাবে আমন্ত্রণ জানানো সত্যিই অবিশ্বাস্য৷’’
ছবি: Kim Kyung Hoon/REUTERS
‘বাতিল করলে জাপান পস্তাবে’
সুশি রেস্তোরাঁর মালিক তাকাশি ইওনেহানা বলেন, ‘‘অলিম্পিক আয়োজন না করার সিদ্ধান্ত নিলে জাপানের ভাবমূর্তি ক্ষুন্ন হবে৷ তখন জাপান পস্তাবে৷আমি মনে করি,আগামি দুমাসে করোনা পরিস্থিতির উন্নতি হলে অলিম্পিকও হওয়া উচিত৷’’
ছবি: Kim Kyung Hoon/REUTERS
’৯৭ বছর বয়সি শ্বশুর অপেক্ষায় আছে’
সাচি ওহাশি জানালেন জাপানে এমন মানুষও আছে যারা ১৯৬৪ সালের টোকিও অলিম্পিক দেখেছিলেন৷ তারা সবাই জীবদ্দশায় দেশের মাটিতে দ্বিতীয় অলিম্পিক গেমস দেখার জন্য মুখিয়ে আছেন৷ সাচি জানালেন, তার ৯৭ বছর বয়সি শ্বশুরও জাপানে আবার অলিম্পিক দেখার জন্য উদগ্রীব৷
ছবি: Kim Kyung Hoon/REUTERS
9 ছবি1 | 9
জাপান সরকার এবং অলিম্পিক কমিটি ভাইরোলজিস্টের কথায় গুরুত্ব দেয়নি। জাপান জানিয়েছিল, করোনা রুখতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। খেলার সঙ্গে যুক্ত সকলের টিকাকরণ করা হচ্ছে। খেলোয়াড়, কর্মকর্তা এবং সাংবাদিকদের যাতায়াতে নিয়ন্ত্রণ রাখা হবে। হোটেল এবং স্টেডিয়াম ছাড়া তারা আর কোথাও যেতে পারবেন না। তৈরি হচ্ছে বায়ো বাবল। কিন্তু অলিম্পিক শুরু হওয়ার আগেই সমস্ত সতর্কতা উপেক্ষা করে উগান্ডার খেলোয়াড়ের শরীরে করোনা মিলল।
বস্তুত, গত কিছুদিন ধরে উগান্ডায় করোনার প্রকোপ বেড়েছে। ওই ব্যক্তি দেশ থেকেই করোনা নিয়ে এসেছিলেন বলে মনে করা হচ্ছে। ওই অবস্থাতেই তিনি প্লেনে করে জাপানে এসে পৌঁছেছিলেন। টোকিও বিমানবন্দরে তার করোনা ধরা পড়ে। তবে দলের বাকি আট সদস্যের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাদের বাসে করে ওসাকায় ট্রেনিং ভিলেজে পাঠানো হয়েছে।
এখনো পর্যন্ত স্থির হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামেই খেলা হবে। তবে দেশের একটি অংশের দাবি স্থানীয় মানুষদের স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া হোক। যদিও ভাইরোলজিস্টদের বক্তব্য, দেশের মাত্র ১৬ শতাংশ মানুষকে কোভিড টিকা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দর্শকদের মাঠে ঢুকতে দেওয়া উচিত হবে না।