1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীন-জাপান উত্তেজনা

১৮ সেপ্টেম্বর ২০১২

জাপানের চীন দখলের ৮১ বছর পূর্তির দিনে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে৷ নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাজ গুটিয়ে নিচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে বন্ধও করে দিচ্ছে জাপানিরা৷

ছবি: AP

বিক্ষোভ শুধু শহরের পথে পথে নয়, সাগরেও তার আঁচ লেগেছে আবার৷ দুই জাপানি ঢুকে পড়েছিলেন এক দ্বীপপুঞ্জে৷ জাপানে সেই দ্বীপপুঞ্জের নাম সেনকাকু আর চীনে দিয়াওউ৷ দু দেশ দু নামে ডাকেইনা শুধু, এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধও চলছে তাদের মধ্যে ৷

১৯৩১ সালে চালানো জাপানের সেই হামলার দিনকে প্রতিবছরই স্মরণ করে চীন৷ তবে এবার স্মরণ করছে পুরোপুরি অন্যভাবে৷ এবার আর গতানুগতিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নেই চীন৷ পত্র-পত্রিকায় পরিষ্কার ভাষায় দাবি করা হচ্ছে, দিয়াওই চীনের৷ এমনকি খাদ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠানও বিজ্ঞাপনে বলছে, 'ভালো খাবারে সারা বিশ্বেরই অধিকার রয়েছে, তবে দিয়াওই শুধু চীনের৷ এমন প্রচারণার মাঝেই মঙ্গলবার দেশজুড়ে দেখা গেল তুমুল বিক্ষোভ৷ জাপানবিরোধী মিছিল হয়েছে প্রায় সারা দেশেই৷ বিক্ষোভ অবশ্য গত সপ্তাহে দেশী মালিকের কাছ থেকে জাপান দুটি দ্বীপ কিনে নেয়ার পর থেকেই শুরু হয়েছিল৷ চলছিল চীনে জাপানিদের রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর৷ টয়োটা, হোন্ডা, ক্যানন, প্যানাসনিকের মতো বড় প্রতিষ্ঠানও জনরোষের বাইরে থাকেনি৷ রেস্তোরাঁগুলো বন্ধ রয়েছে৷ চীনে বসবাসরত জাপানিরা হামলার আশঙ্কায় ঘর থেকে কমই বেরোচ্ছেন৷

যে দ্বীপপুঞ্জ নিয়ে চীন-জাপান বিরোধ চরমে এটি তার একটিছবি: AP

পরিস্থিতির ভয়াবহতা দেখে চীন এবং জাপানের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা৷ চীন সফররত প্যানেটা বলেছেন, পরিস্থিতি আরো খারাপ হলে সেটা কারো জন্যই ভালো হবেনা, বরং তা গুরুত্বপূর্ণ এ অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতাকে বিনষ্ট করবে৷ চীনা প্রতিরক্ষামন্ত্রী সংবাদ মাধ্যমকে শুধু বলেছেন, উপযুক্ত ব্যবস্থা নেয়ার অধিকার আমাদের আছে, তবে আশা করছি শান্তিপূর্ণ মতবিনিময়ের মাধ্যমেই বিষয়টির সুরাহা হবে৷ পরিস্থিতি উত্তপ্ত করার জন্য জাপানই দায়ী বলে মনে করেন তিনি৷ জাপান সরাসরি দোষারোপের প্রসঙ্গে যায়নি৷ সে দেশের প্রধানমন্ত্রী ইয়োশিকো নোডা বেইজিংয়ের প্রতি একটা অনুরোধই রেখেছেন, জাপানের নাগরিকদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়৷

এসিবি / এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ