1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর কোরিয়া

জাপান সাগরে উত্তর কোরিয়ার মিসাইল

৩১ আগস্ট ২০২৩

বুধবার মধ্যরাতে পর পর দুইটি ব্যালেস্টিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া এবং অ্যামেরিকাকে জবাব, জানিয়েছেন কিম।

উত্তর কোরিয়ার মিসাইল
দুইটি ব্যালেস্টিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়াছবি: Kim Hong-Ji/REUTERS

দক্ষিণ কোরিয়া এবং অ্যামেরিকা কোরিয়া সাগরে যৌথ সামরিক মহড়া শুরু করার পরেই তার জবাব দিলো উত্তর কোরিয়া। বুধবার রাতে পর পর দুইটি শর্ট রেঞ্জের ব্যালেস্টিক মিসাইল সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে। জাপান সাগরের কাছে মিসাইল দুইটি গিয়ে পড়েছে। উত্তর কোরিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, দক্ষিণ কোরিয়া এবং অ্যামেরিকাকে উত্তর দিতেই তারা একাজ করেছে।

মিসাইল ছোঁড়ার আগে মঙ্গলবার কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছিলেন, ''দক্ষিণ কোরিয়া এবং অ্যামেরিকা কোরিয়া পেনিনসুলাকে কার্যত এক যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে।'' এর জবাব দিতেই বুধবার রাতে মিসাইল ছোঁড়া হয়।

সিওলের সেনাপ্রধান জানিয়েছেন, তারা এখনো উত্তর কোরিয়ার ছোঁড়া মিসাইলটির প্রকৃতি পরীক্ষা করে দেখছেন। তবে প্রাথমিকভাবে সেটি ব্যালেস্টিক মিসাইল বলেই মনে করা হচ্ছে। তিনি জানিয়েছেন, ''যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য আমাদের সেনাবাহিনী তৈরি আছে। অ্যামেরিকার সঙ্গে এবিষয়ে আমাদের অনুপুঙ্খ কথা হয়েছে।''

রেকর্ড মিসাইল

চলতি বছরে রেকর্ড সংখ্যক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া এবং অ্যামেরিকাকে জবাব দিতেই একাজ তারা করছে বলে বারংবার দাবি করা হয়েছে। বস্তুত, মঙ্গলবার কোরিয়া পেনিনসুলায় অ্যামেরিকা তাদের বোমারু বিমান বি-ওয়ানবি উড়িয়েছিল। যৌথ মহড়ার জন্যই তা ওড়ানো হয়। তারপরেই মিসাইল ছুঁড়ে তার জবাব দেয় উত্তর কোরিয়া।

এসজি/জিএইচ (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ