ষোল তলা এই ভবনের অষ্টম তলায় আগুন লাগে৷ তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি৷
ছবি: DW/Z. Ahmed
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ২ টা ৪১ মিনিটে আগুনের সূত্রপাত হয়৷ এরপর তাদের ১০টি ইউনিট পানি ছুঁড়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ প্রায় সাড়ে তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন প্রায় নিয়ন্ত্রণে আসে৷ ফায়ার সার্ভিসের এক কর্মী ডয়চে ভেলেকে বলেন, ‘‘শুরুতে আমি ওপরে আটতলায় গিয়েছিলাম৷ প্রথমে আগুন দেখিনি৷ প্রায় এক ঘণ্টা পর আগুন দৃশ্যমান হয়৷ আটতলার বাইরে আগুন যবে না৷’’
তবে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত অষ্টম তলা ধোঁয়াচ্ছন্ন ছিল৷
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান সাংবাদিকদের জানান,আগুন লাগার পর আটকে থাকা ১১ জনকে উদ্ধার করা হয়েছে৷ কেউ হতাহত হননি৷
দুই বছরে তৃতীয়বার আগুন লাগল রাজধানীর পল্টনের জামান টাওয়ারে৷ অষ্টম তলায় ন্যাশনাল ক্রেডিট রেটিং নামের প্রতিষ্ঠানটির সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস৷ এই ভবনের চতুর্থ তলায় জাতীয় ঐক্যফ্রন্টের অফিস৷
ফায়ারসার্ভিস কর্মী
This browser does not support the audio element.
গ্রিসের বনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৫০
এথেন্সের দুইপাশের বনে দাবানল এতোটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যে, ঘরবাড়ি ছেড়ে বাসিন্দাদের আশ্রয় নিতে হয়েছে সৈকতে৷ কেউ কেউ তীব্র উত্তাপ থেকে বাঁচতে ঝাঁপ দিচ্ছেন সমুদ্রে৷
ছবি: Getty Images/AFP/V. Gache
চারিদিকে মৃত্যু
রেডক্রস জানিয়েছে ২৩ জুলাই সুরু হওয়া ভয়াবহ দাবানলে অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন দেড় শতাধিক ব্যক্তি৷ ১১ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে৷
ছবি: Reuters/C. Baltas
ধেয়ে আসছে আগুন
এথেন্সের দুই পাশের বনেই লেগেছে বড় ধরনের আগুন৷ পূর্বদিকে রাফিনা এবং পশ্চিমদিকে কিনেটায় আগুন জ্বলছে দাউদাউ করে৷
ছবি: Getty Images/AFP/A. Tzortzinis
চেয়ে চেয়ে দেখা
ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন দমকল কর্মীরাও৷ আগুনের কাছে পৌঁছাতে পারলেও বেশিরভাগ ক্ষেত্রে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকছে না তাদের৷ আগুনের তীব্রতা এতোটাই যে, পানি দেয়া মাত্রই তা বাষ্প হয়ে উড়ে যাচ্ছে আকাশে৷
ছবি: Getty Images/AFP/V. Gache
পালাবার পথ নেই
অনেকেই ভয়াবহতা টের পেয়ে পালিয়ে বাঁচতে চেয়েছেন এথেন্স থেকে৷ কিন্তু সে সুযোগ রাখেনি দাবানল৷ আগুনে বন্ধ হয়ে গেছে প্রধান সব সড়ক৷ গাড়ি পড়ে রয়েছে রাস্তাতেই৷ ফেরত যেতে হয়েছে বাসিন্দাদের৷
ছবি: Getty Images/AFP/V. Gache
সমুদ্রই একমাত্র পথ
আগুনের হাত থেকে বাঁচতে অন্য পথ না পেয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী সমুদ্র সৈকতে৷ ট্যুরিস্টদের অনেকে ভয়ে এবং তীব্র গরম সহ্য করতে না পেরে চড়ে বসেছেন ছোট ছোট নৌকায়৷ তীর জুড়ে এমন ছোট নৌকায় ভাসমান মানুষদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড৷
ছবি: picture-alliance/ZUMA Wire/N. Georgiou
আগুনের সাথে যুদ্ধ
আগুন দমনে তিন শতাধিক দমকল কর্মী কাজ করছে৷ দ্রুতই দেশের অন্যান্য স্থান থেকে আরো দমকল কর্মী মোতায়েনের চেষ্টায় আছে সরকার৷ পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পাঁচটি বিমান ও দু’টি হেলিকপ্টার৷
ছবি: Reuters/C. Baltas
আসছে সহায়তা
স্পেন সরকার আগুন নেভাতে সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছে৷ এরই মধ্যে পাঠিয়েছে দু’টি এয়ারক্রাফট৷ সাইপ্রাস থেকে ৬০ জন দমকল কর্মীর একটি দল রওয়ানা হয়েছে এথেন্সের উদ্দেশে৷