ষোল তলা এই ভবনের অষ্টম তলায় আগুন লাগে৷ তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি৷
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ২ টা ৪১ মিনিটে আগুনের সূত্রপাত হয়৷ এরপর তাদের ১০টি ইউনিট পানি ছুঁড়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ প্রায় সাড়ে তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন প্রায় নিয়ন্ত্রণে আসে৷ ফায়ার সার্ভিসের এক কর্মী ডয়চে ভেলেকে বলেন, ‘‘শুরুতে আমি ওপরে আটতলায় গিয়েছিলাম৷ প্রথমে আগুন দেখিনি৷ প্রায় এক ঘণ্টা পর আগুন দৃশ্যমান হয়৷ আটতলার বাইরে আগুন যবে না৷’’
তবে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত অষ্টম তলা ধোঁয়াচ্ছন্ন ছিল৷
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান সাংবাদিকদের জানান,আগুন লাগার পর আটকে থাকা ১১ জনকে উদ্ধার করা হয়েছে৷ কেউ হতাহত হননি৷
দুই বছরে তৃতীয়বার আগুন লাগল রাজধানীর পল্টনের জামান টাওয়ারে৷ অষ্টম তলায় ন্যাশনাল ক্রেডিট রেটিং নামের প্রতিষ্ঠানটির সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস৷ এই ভবনের চতুর্থ তলায় জাতীয় ঐক্যফ্রন্টের অফিস৷
ফায়ারসার্ভিস কর্মী
গ্রিসের বনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৫০
এথেন্সের দুইপাশের বনে দাবানল এতোটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যে, ঘরবাড়ি ছেড়ে বাসিন্দাদের আশ্রয় নিতে হয়েছে সৈকতে৷ কেউ কেউ তীব্র উত্তাপ থেকে বাঁচতে ঝাঁপ দিচ্ছেন সমুদ্রে৷
ছবি: Getty Images/AFP/V. Gache
চারিদিকে মৃত্যু
রেডক্রস জানিয়েছে ২৩ জুলাই সুরু হওয়া ভয়াবহ দাবানলে অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন দেড় শতাধিক ব্যক্তি৷ ১১ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে৷
ছবি: Reuters/C. Baltas
ধেয়ে আসছে আগুন
এথেন্সের দুই পাশের বনেই লেগেছে বড় ধরনের আগুন৷ পূর্বদিকে রাফিনা এবং পশ্চিমদিকে কিনেটায় আগুন জ্বলছে দাউদাউ করে৷
ছবি: Getty Images/AFP/A. Tzortzinis
চেয়ে চেয়ে দেখা
ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন দমকল কর্মীরাও৷ আগুনের কাছে পৌঁছাতে পারলেও বেশিরভাগ ক্ষেত্রে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকছে না তাদের৷ আগুনের তীব্রতা এতোটাই যে, পানি দেয়া মাত্রই তা বাষ্প হয়ে উড়ে যাচ্ছে আকাশে৷
ছবি: Getty Images/AFP/V. Gache
পালাবার পথ নেই
অনেকেই ভয়াবহতা টের পেয়ে পালিয়ে বাঁচতে চেয়েছেন এথেন্স থেকে৷ কিন্তু সে সুযোগ রাখেনি দাবানল৷ আগুনে বন্ধ হয়ে গেছে প্রধান সব সড়ক৷ গাড়ি পড়ে রয়েছে রাস্তাতেই৷ ফেরত যেতে হয়েছে বাসিন্দাদের৷
ছবি: Getty Images/AFP/V. Gache
সমুদ্রই একমাত্র পথ
আগুনের হাত থেকে বাঁচতে অন্য পথ না পেয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী সমুদ্র সৈকতে৷ ট্যুরিস্টদের অনেকে ভয়ে এবং তীব্র গরম সহ্য করতে না পেরে চড়ে বসেছেন ছোট ছোট নৌকায়৷ তীর জুড়ে এমন ছোট নৌকায় ভাসমান মানুষদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড৷
ছবি: picture-alliance/ZUMA Wire/N. Georgiou
আগুনের সাথে যুদ্ধ
আগুন দমনে তিন শতাধিক দমকল কর্মী কাজ করছে৷ দ্রুতই দেশের অন্যান্য স্থান থেকে আরো দমকল কর্মী মোতায়েনের চেষ্টায় আছে সরকার৷ পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পাঁচটি বিমান ও দু’টি হেলিকপ্টার৷
ছবি: Reuters/C. Baltas
আসছে সহায়তা
স্পেন সরকার আগুন নেভাতে সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছে৷ এরই মধ্যে পাঠিয়েছে দু’টি এয়ারক্রাফট৷ সাইপ্রাস থেকে ৬০ জন দমকল কর্মীর একটি দল রওয়ানা হয়েছে এথেন্সের উদ্দেশে৷