1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগুন নিয়ন্ত্রণে

২৮ ডিসেম্বর ২০১৮

ষোল তলা এই ভবনের অষ্টম তলায় আগুন লাগে৷ তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি৷

Bangladesh Büro der Hauptopositionsallianz Oikyo Feuer
ছবি: DW/Z. Ahmed

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ২ টা ৪১ মিনিটে আগুনের সূত্রপাত হয়৷ এরপর তাদের ১০টি ইউনিট পানি ছুঁড়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ প্রায় সাড়ে তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন প্রায় নিয়ন্ত্রণে আসে৷ ফায়ার সার্ভিসের এক কর্মী ডয়চে ভেলেকে বলেন, ‘‘শুরুতে আমি ওপরে আটতলায় গিয়েছিলাম৷ প্রথমে আগুন দেখিনি৷ প্রায় এক ঘণ্টা পর আগুন দৃশ্যমান হয়৷ আটতলার বাইরে আগুন যবে না৷’’
তবে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত অষ্টম তলা ধোঁয়াচ্ছন্ন ছিল৷ 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান সাংবাদিকদের জানান,আগুন লাগার পর আটকে থাকা ১১ জনকে উদ্ধার করা হয়েছে৷ কেউ হতাহত হননি৷ 
দুই বছরে তৃতীয়বার আগুন লাগল রাজধানীর পল্টনের জামান টাওয়ারে৷ অষ্টম তলায় ন্যাশনাল ক্রেডিট রেটিং নামের প্রতিষ্ঠানটির সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস৷ এই ভবনের চতুর্থ তলায় জাতীয় ঐক্যফ্রন্টের অফিস৷  

ফায়ারসার্ভিস কর্মী

This browser does not support the audio element.

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ