1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব জুড়ে শোক, বিমূঢ়তা

২৫ সেপ্টেম্বর ২০১৫

বৃহস্পতিবার মিনায় ভিড়ের চাপে পদদলিত হয়ে অন্তত ৭১৭ জন হজযাত্রী নিহত ও কমপক্ষে আরো ৮৬৩ জন আহত হবার পর, ইরান সৌদি সরকারকে দায়ি করেছে৷ বিশ্বের অন্যান্য নেতারাও শোক ও সহানুভূতি ব্যক্ত করেছেন মর্মান্তিক এ ঘটনায়৷

Saudi-Arabien Hadsch Massenpanik in Mina
ছবি: picture-alliance/AP Photo

@dwnews - #MinaStampede draws worldwide reaction

01:22

This browser does not support the video element.

নিহতদের মধ্যে একশ'র বেশি ইরানি হজযাত্রী আছেন বলে প্রকাশ৷ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি-খামেনেই তাঁর ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে বলেছেন, ‘‘এই দুঃখজনক ঘটনার জন্য সৌদি সরকারের দায়িত্ব গ্রহণ করা উচিত....অব্যবস্থা এবং অনুচিত পদক্ষেপের কারণে এই বিপর্যয় ঘটেছে৷''

সৌদি নৃপতি সালমান গভীর সমবেদনা প্রকাশ করে বলেছেন, ‘‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (হজ তথা জামারাতের) পরিকল্পনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি....(এবং) সাংগঠনিক পর্যায় ও ব্যবস্থাপনার উন্নতি ঘটিয়ে নিশ্চিত করতে বলেছি, যা-তে আল্লাহ'র অতিথিরা সহজে ও বিনা কষ্টে তাঁদের ধর্মীয় আচার পালন করতে পারেন৷''

বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইডোডো বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে বলেছেন, ‘‘হজের ব্যবস্থাপনায় অবশ্যই উন্নতি ঘটানো প্রয়োজন, যা-তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে৷''

পোপের সহানুভূতি ও যুক্তরাষ্ট্রের ‘গভীর সমবেদনা'

পোপ ফ্রান্সিস বৃহস্পতিবার নিউ ইয়র্কে তাঁর সান্ধ্য প্রার্থনাসভার সূচনায় মিনায় নিহতদের জন্য সহানুভূতি প্রকাশ করেছেন৷ পোপ সেন্ট প্যাট্রিকস ক্যাথিড্রালে তাঁর প্রাথমিক প্রার্থনায় বলেন, ‘‘এই প্রার্থনার মুহূর্তে আমি তোমাদের সকলের সঙ্গে ঈশ্বরের প্রতি প্রার্থনায় মিলিত হচ্ছি৷''

জাতিসংঘের মহাসচিব বান কি-মুন'ও সমবেদনা প্রকাশ করেছেন৷

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ‘‘আমাদের চিন্তাভাবনা আজ যে ২০ লাখের বেশি মানুষ এ বছর হজযাত্রা করছেন, তাঁদের সঙ্গে৷ সারা বিশ্বের মুসলমানরা যখন ঈদ-উল-আজহা উদযাপন করছেন, তখন আমরা এই ধর্মবিশ্বাসী হজযাত্রীদের ট্র্যাজিক মৃত্যুর জন্য শোকে আপনাদের সঙ্গে যোগদান করছি৷''

জার্মানি সহ অপরাপর দেশ

জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার, সকলেই মিনার মর্মান্তিক দুর্ঘটনায় বিমূঢ়তা প্রকাশ করেছেন৷

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এর্দোয়ান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন নিহতদের আত্মীয়স্বজনের প্রতি সমবেদনা জানিয়েছেন৷

এসি/ডিজি (রয়টার্স, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ