1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামায়াত আমির ৭ দিনের রিমান্ডে

১৩ ডিসেম্বর ২০২২

সন্ত্রাসবিরোধী আইনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা জঙ্গি মামলায় জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানকে সাত দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার একটি আদালত৷

ছবি: Marvin Recinos/AFP/Getty Images

এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আবুল বাশার ১০ দিনের রিমান্ড আবেদন করেন৷

রিমান্ড আবেদনে বলা হয়, শফিকুর রহমান দেশে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যদের সহায়তার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এছাড়া, তিনি তার ছেলের (ড. রাফাত চৌধুরী) জঙ্গি কার্যকলাপের বিষয়েও অবগত ছিলেন। তাই এ ঘটনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে তাকে রিমান্ডে নেওয়া দরকার।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসি৷ এক মাস আগে ডা.শফিকুর রহমানের ছেলেকে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়৷

সোমবার রাত ১টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে শফিকুর রহমানকে আটক করে নিয়ে যাওয়া হয় বলে জামায়াত নেতাদের ভাষ্য৷ 

কোন মামলায় তাকে আটক করা হয়েছে জানতে চাইলে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান মঙ্গলবার সকালে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উনাকে গ্রেপ্তার করা হয়েছে৷ বাকি বিষয়ে আমরা পরে বিস্তারিত জানাব৷”

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে তাদের আমিরের গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন৷

বিবৃতিতে বলা হয়, "অবিলম্বে  জামায়াতে ইসলামীরআমীর ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তারকৃত জামায়াতের সকল নেতা-কর্মী এবং গ্রেপ্তারকৃত অন্যান্য রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি৷”

এর আগে গত ৯ নভেম্বর শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিলেট থেকে গ্রেপ্তার করে সিটিটিসি৷

সিটিটিসি প্রধান আসাদুজ্জামান সে সময় বলেছিলেন,ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেপ্তার আনসার আল ইসলামের তিন সদস্য আদালতে যে জবানবন্দি দিয়েছেন, সেখানে রাফাতের নাম আসে৷

"তারা বলেছে, রাফাত তাদের এই সংগঠনের সাথে সম্পৃক্ত করতে দাওয়াত দিয়েছিল৷ এই তিনজনসহ প্রায় ১১জন এই রাফাতের দাওয়াতে হিজরতের উদ্দেশ্যে ঘর ছেড়েছিল৷”

রাফাত ওই জঙ্গি সংগঠনটির ‘সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কের' দায়িত্বে রয়েছেন জানিয়ে আসাদুজ্জামান সে সময় বলেছিলেন, "রাফাতের বিরুদ্ধে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) যোগাযোগের তথ্য পাওয়া গেছে৷”

জামায়াত আমির শফিকুর রহমান একসময় তাদের দলের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সিলেট শাখার সভাপতি ছিলেন৷ তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়৷ ১৯৮৩ সালে তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন৷

একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড হওয়ার পর বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী এ দলের নেতৃত্বে আসেন শফিকুর৷ ২০১১ সালের সেপ্টেম্বর থেকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং ২০১৭ সাল থেকে তিনি সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন৷ পরে ২০১২ সালের নভেম্বরে পান আমির পদ৷ 

গত একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে ঢাকা-১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে শফিকুর হেরে যান৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ