1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামায়াতকে মনোনয়ন দেওয়াটা বোকামি

২৭ ডিসেম্বর ২০১৮

বিএনপির ধানের শীষ প্রতীকে জামায়াত নির্বাচনে অংশ নেবে– এটা জানতেন না জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন৷ এমনটা জানলে ঐক্যফ্রন্টের দায়িত্ব নিতেন না বলেও জানিয়েছেন তিনি৷

Bangladesch Dhaka Diskussionen politischer Parteien
ছবি: bdnews24.com

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ড. কামাল হোসেন৷ ডয়েচে ভেলের ঢাকা প্রতিনিধি হারুন উর রশীদ স্বপন এ বিষয়ে জানতে চাইলে  প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, ‘‘ইন্ডিয়ান এক্সপ্রেসকে যা বলেছি, সেটিই ঠিক আছে৷''

ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেছেন, ‘‘জামায়াত নেতারা ধানের শীষ নিয়ে প্রার্থী হবে জানলে ঐক্যফ্রন্টের দায়িত্ব নিতাম না৷'' তিনি আরো বলেন, ‘‘দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, জামায়াত নেতাদের মনোনয়ন দেওয়াটা বোকামি৷ আমি লিখিত দিয়েছি যে, জামায়াতকে কোনো সমর্থন দেওয়া এবং ধর্ম, মৌলবাদ, চরমপন্থাকে সামনে আনা যাবে না৷'' তাঁর কথায়, ‘‘‘যদি জানতাম, জামায়াত নেতারা বিএনপির প্রতীকে নির্বাচন করবেন, তাহলে আমি এতে যোগ দিতাম না৷ কিন্তু ভবিষ্যৎ সরকারে যদি জামায়াত নেতাদের কোনো ভূমিকা থাকে, তাহলে আমি তাদের সঙ্গে একদিনও থাকবো না৷''

জামায়াত আসবে জানতাম না

This browser does not support the audio element.

তবে জামায়াত প্রসঙ্গে ডয়চে ভেলেকে তিনি বলেছেন, ‘‘ ওরা আমাকে বলেনি, আমি জানার চেষ্টাও করিনি এবং এটা দেখে আমি অবাক হয়েছি৷'' পাশাপাশি ভবিষ্যতে সরকার গঠন করলে জামায়াত সরকারে থাকবে না বলেও আশা প্রকাশ করেছেন তিনি৷ আবার এ-ও বলেছেন, ‘‘ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের উত্তর আমি কখনোই দেই না সাধারণত৷''

তাঁদের জোট নির্বাচনে জিতলে তিনি প্রধানমন্ত্রী হবেন কিনা জানতে চাইলে ডয়চে ভেলেকে ড. কামাল হোসেন বলেন, ‘‘আমি, হ্যাঁ বা না বলবো না৷ কিন্তু  গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো পদ ও বেতন ছাড়াই কাজ করতে আগ্রহী৷''

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি ভোটের দিনের অপেক্ষায় আছি৷ ভোটের দিন একটি স্বাধীনতার দিন৷ যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে তা হবে দ্বিতীয় স্বাধীনতার দিন৷ এখন গণতন্ত্র বিপদগ্রস্ত৷ যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে স্বাধীনতা অর্থপূর্ণ হবে৷''

এফএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ