1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধের বিচার

৪ জুন ২০১২

জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল৷ তার বিরুদ্ধে একই গ্রামের ১২০ জনকে হত্যাসহ ৭ ধরণের অভিযোগ আনা হয়েছে৷ ২রা জুলাই থেকে মামলার স্বাক্ষ্য গ্রহণ শুরু হবে৷

ছবি: DW

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি এবিএম ফজলে কবিরের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইবুনাল আজ কামরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে৷ তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও লুটতরাজসহ ৭ ধরণের ১৯৫টি অভিযোগ আনা হয়েছে৷ এর মধ্যে শেরপুর জেলার নালিতাবাড়ির সোহাগপুর গ্রামে ১২০ জনকে হত্যার অভিযোগ আছে৷ প্রসিকিউটর নুরজাহান বেগম জানান, একাত্তরে স্বাধীনতা বিরোধী আলবদর এবং রাজাকার বাহিনীর সংগঠক হিসেবে তিনি এসব মানবতা বিরোধী অপরাধ করেন৷

আরেকজন প্রসিকিউটর সাইফুল ইসলাম জানান বুদ্ধিজীবী হত্যাকান্ডেও তার ভূমিকা আছে৷ তার সংগঠন রাজাকার আলবদররাই বুদ্ধিজীবী হত্যায় নেতৃত্ব দেয়৷

এদিকে আদালতে কামারুজ্জামান নিজেকে নির্দোষ দাবী করেন৷ তার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন রাজনৈতিক কারণেই তাকে আসামি করা হয়েছে৷ তিনি যদি আওয়ামী লীগ করতেন তাহলে তাকে আসামি করা হতো না৷

অন্যদিকে বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে ট্রাইবুনাল-১ জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে টানা স্বাক্ষ্য গ্রহণ চলছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ