1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামায়াত প্রসঙ্গ অপ্রাসঙ্গিক এই মুহূর্তে: মির্জা ফখরুল

২ ডিসেম্বর ২০২২

বিএনপি যে ২৫টি দলের সঙ্গে আন্দোলন নিয়ে কথা বলেছে তার মধ্যে জামায়াতে ইসলামী নেই৷ আলাদা করে দলটির সঙ্গে কোন আলোচনা হয়নি বলেও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷

বিএনপি যে ২৫টি দলের সঙ্গে আন্দোলন নিয়ে কথা বলেছে তার মধ্যে জামায়াতে ইসলামী নেই৷ আলাদা করে দলটির সঙ্গে কোন আলোচনা হয়নি বলেও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷
ছবি: DW

সরকার পতনের আন্দোলনে বিএনপি আগের মতো আর ব্যর্থ হবে না বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তার মতে বাংলাদেশে বর্তমানে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তাতে জনগণ আরো বেশি করে এখন তাদের আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে৷ ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশো-তে অংশ নিয়ে তিনি বলেন, ‘‘জনগণ এখন নিজেরাই সংকটে৷ নিজেদের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে তাদের৷ সেজন্য জনগণের অংশগ্রহণটা এখন অনেক বেশি হচ্ছে৷ তারা মনে করছে এখন এই সরকারকে যদি সরানো না যায় তাহলে তাদের অস্তিত্ব থাকবে না, এই দেশের অস্তিত্ত্ব বিপন্ন হয়ে পড়বে৷ যে কারণে তারা অনেক বেশি সম্পৃক্ত হচ্ছে৷’’

তবে তিনি দাবি করেন করেন, সাম্প্রতিক সময়ে দলটির ২০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সরকারের নির্দেশে পুলিশ মিথ্যা মামলা দিয়েছে৷ ‘‘এখন পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে৷ বিএনপির প্রতিটি ইউনিটের এক্সিকিউটিভ বডির তালিকা পুলিশকে দেয়া হচ্ছে৷ সেখান থেকে গায়েবি মামলা করা হয়৷ মামলা একই শব্দ, গৎবাধা কথা দিয়ে মামলাগুলো করা হয়৷ ...এই মামলাগুলো পুরোপুরিভাবে গণতন্ত্রকে, বিরোধী দলকে নিমূর্ল করার জন্য করা হচ্ছে, এটা নজিরবিহীন,’’ বলেন এই রাজনীতিক৷

রাজশাহীতে বিভাগীয় সমাবেশের আগের দিন বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সমাবেশে লোক সমাগম ঠেকাতে সড়ক ও নৌপথের যোগাযোগ বন্ধ করে দিয়েছে সরকার৷ তারপরও আগের দিন লক্ষাধিক মানুষ জড়ো হয়েছেন শহরটিতে৷

মির্জা ফখরুলে কাছে প্রশ্ন ছিল ২০ দলীয় জোটের ভবিষ্যৎ নিয়ে৷ তিনি বলেন, ‘‘আমরা কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্যের কথা বলেছি৷ আমরা যুগপৎ আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলন শুরুর কথা বলেছি৷ আমরা ইতিমধ্যেই প্রায় ২৫টা দলের সঙ্গে কথা বলেছি, তার মধ্যে বাম আছে, ডান আছে, ২০ দলও ছিল৷ তাদের সঙ্গে আমাদের যে আলোচনা প্রাথমিক পর্যায়ে শেষ হয়ে গেছে সেটা হলো আমরা একমত হয়েছি যে যুগপৎ আন্দোলন করব৷’’

বাংলাদেশের একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জামায়াতের সঙ্গে বিএনপির এখন সম্পর্ক নেই৷ এই বিষয়েও প্রশ্ন ছিল বিএনপি মহাসচিবের কাছে৷ তিনি বলেন, ‘‘গত চার বছর ধরে আমরা নিজেরা বিএনপির পক্ষ থেকে আমাদের কর্মসূচি পালন করছি এবং সেই বিষয়গুলো নিয়ে কাজ করছি৷  আমরা যে দলগুলোর সঙ্গে কথা বলেছি সেই দলগুলোর কথা আমরা সবাই জানি৷ জোটের কথা আমরা এখন আর বলছি না এবং জোটের কথা সামনে আসছেও না৷ ...রাজপথে আন্দোলনের ধারার মধ্য দিয়েই সিদ্ধান্ত হবে যে আমরা ভবিষ্যতে জোট করব কী করব না বা আমরা একসাথে যাব কী যাব না৷ সুতরাং এখন জামায়াত প্রসঙ্গ একেবারে অপ্রাসঙ্গিক এই মুহূর্তে৷’’

তবে তিনি জোর দিয়ে বলেন, ‘‘আমরা জামায়াতের সঙ্গে প্রকাশ্যে কোন রাজনৈতিক আলোচনা করিনি এবং সংলাপও করিনি৷’’

১০ ডিসেম্বর ঢাকার সমাবেশ নিয়ে তিনি বলেন তারা সরকারের কাছে ভেন্যু হিসেবে শুধু পল্টনের জন্যই আবেদন করেছেন৷ ১০ তারিখ বিএনপির প্রথম দফার আন্দোলন শেষ হবে৷ দ্বিতীয় দফায়, সরকারের পদত্যাগের জন্য নতুন দাবি দাওয়া নিয়ে বিএনপি জনগণের সামনে আসবে বলে জানান তিনি৷

এফএস/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ