1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জামায়াত-বিএনপির সহায়তায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় মমতা’

১২ নভেম্বর ২০১৪

পশ্চিমবঙ্গে বামফ্রন্টের তিন যুগের শাসনের অবসান ঘটিয়ে যে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, তার পেছনে বাংলাদেশের জামায়াতে ইসলামী ও বিএনপির হাত ছিল বলে অভিযোগ করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি৷

Mamata Banerjee indische Politikerin
ছবি: Dibyangshu Sarkar/AFP/Getty Images

এই খবরটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশের পর বাংলাদেশ ও ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে মমতার ভূমিকা এবং বিজেপির মন্তব্য নিয়ে তুমুল আলোচনা চলছে৷

শামীম আশরাফ খবরটি শেয়ার করে লিখেছেন, ২০১১ সালে পশ্চিমবঙ্গের রাজনীতির অঙ্গনে যে পরিবর্তন এসেছে তা বাংলাদেশের বিএনপি-জামাতের হাত ধরে হয়েছে বলে অভিযোগ বিজেপি'র৷

বাংলাদেশের প্রধান ইংরেজি দৈনিক ডেইলি স্টারেও খবরটি বেশ বড় করে ছাপা হয়েছে৷

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এ সংক্রান্ত দুটি প্রতিবেদনে জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার ‘মূল হোতা' জেএমবি সদস্য সাজিদকে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ৷ অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনাধীন পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের বিরুদ্ধে বর্ধমানে বিস্ফোরণের আলামত লুকানো ও নষ্টের অভিযোগ এনেছে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া একটি প্রতিবেদনে এ অভিযোগ তুলে ঘটনার তদন্তভার ভারতের জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) দেওয়ার সুপারিশ করেছে তারা৷

ঢাকা ট্রিবিউনসহ বেশ কয়েকটি প্রধান দৈনিকের শিরোনাম হয়েছিল বর্ধমান বিস্ফোরণকাণ্ডের মূল হোতা সাজিদ খানের গ্রেপ্তারের বিষয়টি৷ এছাড়া মঙ্গলবার তাঁর ভাইকে গ্রেপ্তারের খবরটিও সংবাদ শিরোনামে এসেছে৷

ভারতের হিতার্থ মারু লিখেছেন, বর্ধমান বিস্ফোরণের মূল হোতা হিসেবে গ্রেপ্তারকৃত ব্যক্তি নিজেকে বাংলাদেশি বলে স্বীকার করেছে৷

ভারতের শিবেন্দ্র সিং লিখেছেন, জঙ্গি কার্যক্রমে ব্যবহারের জন্য কলকাতার ব্যবসায়ীদের কাছ থেকে ৬৫ কোটি টাকা সংগ্রহ করেছে তৃণমূল কংগ্রেস৷ এরপর সেটা দেয়া হয় বাংলাদেশের জেএমবিকে৷

দ্যুতিমান বিশ্বাস টুইটারে লিখেছেন, জঙ্গি কর্মকাণ্ডের জন্য বর্ধমানে মডিউল চালাতো ১৩ দম্পতি৷ এ সংক্রান্ত একটি খবর শেয়ার করেছেন তিনি৷

শুভ রায় এ সংক্রান্ত একটি খবর শেয়ার করেছেন টুইটারে৷

সাজিদ ও অন্য জেএমবি সদস্যদের গ্রেপ্তারের ভিডিও প্রতিবেদনটি শেয়ার করেছেন অনীল কুমার৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ