1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জামায়াত বিরোধী ব্লগার শুভ’

৮ এপ্রিল ২০১৩

জামায়াত-শিবিরের রাজনীতির ঘোর বিরোধী ব্লগার সুব্রত শুভ৷ তিনি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সক্রিয়, বর্তমান সরকারের প্রতি অনুগত৷ তারপরও গ্রেপ্তার হলেন শুভ৷ এই গ্রেপ্তারকে ‘রহস্যজনক’ মনে করেন ক্যামেলিয়া কামাল৷

People attend a mass demonstration at Shahbagh intersection, demanding capital punishment for Bangladesh's Jamaat-e-Islami senior leader Abdul Quader Mollah, after a war crimes tribunal sentenced him to life imprisonment, in Dhaka February 8, 2013. About 100,000 people rallied in Bangladesh's capital on Friday to vent their anger at the country's feuding politicians, the fourth day of protests after an Islamist leader convicted of war crimes was spared execution. Most Bangladeshis had expected a death sentence to be handed to Mollah, 64, assistant secretary-general of Jamaat-e-Islami - the country's biggest Islamist party. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: CIVIL UNREST POLITICS CRIME LAW)
ছবি: Reuters

পহেলা এপ্রিল রাতে ব্লগার সুব্রত শুভকে আটক করে গোয়েন্দা পুলিশ৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীকে আটকের ব্যাপারে গোয়েন্দা পুলিশের বক্তব্য হচ্ছে, ‘‘(সোমবার) দিবাগত রাত পৌনে তিনটার দিকে পলাশী মোড় থেকে সুব্রত শুভকে গ্রেপ্তার করা হয়৷''

কিন্তু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এই বক্তব্যকে ‘বিভ্রান্তিকর' মনে করেন ক্যামেলিয়া কামাল৷ ব্লগ এবং ফেসবুকে ‘ফড়িং ক্যামেলিয়া' হিসেবে পরিচিত এই ব্লগার শুভ'র ঘনিষ্ঠ বন্ধু৷ শুভ'র পরিবার ঢাকার বাইরে থাকে৷ তাই ক্যামেলিয়া তাঁর মুক্তির ব্যাপারে চেষ্টা করছেন৷ সবার সঙ্গে যোগাযোগ রাখছেন৷

‘সাদা মুখোশ' শুভ নয়

This browser does not support the audio element.

ডয়চে ভেলেকে ক্যামেলিয়া জানান, সুব্রত শুভকে আটক করা হয়েছে রাত এগারোটার দিকে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের সামনে থেকে তাঁকে একটি সাদা গাড়িতে উঠিয়ে নেওয়া হয়৷ গাড়িটিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের লোগো লাগানো ছিল৷

‘কটূক্তি সে কখনোই করেনি'

ব্লগার শুভর বিরুদ্ধে গোয়েন্দাদের অভিযোগ হচ্ছে, ইন্টারনেটে বিভিন্ন ছদ্মনামে ‘ইসলাম ধর্ম নিয়ে উসকানিমূলক মন্তব্য ও কটূক্তি' করেছেন তিনি৷ ক্যামেলিয়া এ অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন৷ শুভ'র লেখালেখি এবং তাঁর বিভিন্ন ব্লগ ও ফেসবুক প্রোফাইল সম্পর্কে ভালোই খবর রাখেন তিনি৷ ক্যামেলিয়া বলেন, ‘‘কটূক্তি সে কখনোই করেনি৷ সাধারণত গবেষণামূলক লেখা সে বেশি লিখত৷ তার বেশিরভাগ লেখাই ছিল মুক্তিযুদ্ধ সম্পর্কিত৷ সে জামায়াত-শিবিরের বিরোধী, ঘোর বিরোধী৷ জামায়াত-শিবিরের উদাহরণ দিতে গিয়ে দু'একটা কোটেশন হয়ত চলে আসতে পারে৷ এটাকে কেউ যদি বলে কটূক্তি, আমি বলবো অবশ্যই তা কটূক্তি নয়৷''

‘সাদা মুখোশ' শুভ নয়

গোয়েন্দা পুলিশ দাবি করেছে, সুব্রত শুভ ‘সাদা মুখোশ', ‘আজাদ', ‘লালু কসাই' ছদ্মনামে লিখতেন৷ এই ছদ্মনামগুলো সম্পর্কে ডয়চে ভেলের সঙ্গে খোলাখুলি কথা বলেছেন ক্যামেলিয়া৷ ‘সাদা মুখোশ' ছদ্মনামটি শুভর নয়৷ আমারব্লগ ডটকম সূত্রে তা নিশ্চিত হয়েছেন তিনি৷ নাগরিক ব্লগে ‘আজাদ' ছদ্মনামে শুভর লেখালেখি সম্পর্কে কিছু জানেন না ক্যামেলিয়া৷ তবে জানেন, এই নামে ফেসবুকে একটি পাতা রয়েছে৷ এই পাতায় প্রয়াত লেখক হুমায়ূন আজাদ সম্পর্কে বিভিন্ন লেখা আপডেট করা হয়৷

‘লালু কসাই' ছদ্মনামটি শুভর৷ এটা ক্যামেলিয়ার মতো অনেকেই জানেন৷ শুভ খুব ফর্সা৷ বন্ধুরা তাই তাঁকে মজা করে ডাকত ‘লালু'৷ সেখান থেকেই লালু কসাইয়ের উৎপত্তি৷ কিন্তু এই ছদ্মনাম থেকে ধর্মকে কটূক্তি করে কোনো লেখা প্রকাশ করা হয়নি, দৃঢ় কণ্ঠে বলেন ক্যামেলিয়া৷ বরং তাঁর দাবি, এই ছদ্মনাম থেকে প্রকাশিত শুভর অধিকাংশ লেখাই ছিল গণজাগরণ মঞ্চ নিয়ে, মুক্তিযুদ্ধের বিষয়ে৷

ক্যামেলিয়া বলেন, ‘সুব্রত শুভ ধর্ম নিয়ে কটূক্তি করেছে – এটা একেবারেই ভ্রান্ত ধারণা এবং ভুল কথা৷ হতে পারে, গোয়েন্দা পুলিশ ভুল তথ্য পেয়েছে৷'

পরিবারকে স্থানীয়দের হুমকি

সুব্রত শুভর পরিবারের সদস্যরা থাকেন ঢাকার বাইরে৷ শুভকে আরো দুই ব্লগারসহ সাধারণ অপরাধী সাজিয়ে ‘ত্রাস সৃষ্টিকারী' হিসেবে গণমাধ্যমের সামনে হাজিরের পর থেকে তাঁর পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি সহ্য করতে হচ্ছে৷ স্থানীয়রা পরিবারটিকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন৷ তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের উপরও হামলা চালানো হয়েছে৷ সবমিলিয়ে শুভর পরিবার এখন অবর্ণনীয় কষ্ট ভোগ করছে, জানান ক্যামেলিয়া৷

সাধারণ এক পরিবারে বেড়ে ওঠা সুব্রত শুভ অত্যন্ত নিরীহ এক ছেলে, বলেন ক্যামেলিয়া৷ অনেক টাকাও তাঁর নেই৷ তবে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতি অনুগত তিনি৷ ক্যামেলিয়ার কথায়, ‘‘শুভ বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে যুদ্ধাপরাধীদের শাস্তি নিশ্চিত করতে পারবে একমাত্র এই দলটি৷''

তবু কেন গ্রেপ্তার?

বর্তমান সরকারের প্রতি অনুগত, যুদ্ধাপরাধীদের বিচারে সোচ্চার হওয়া সত্ত্বেও কেন শুভকে এভাবে গ্রেপ্তার করা হলো? এই প্রশ্নের উত্তর খুঁজছেন ক্যামেলিয়া৷ বিষয়টি ‘রহস্যজনক' তাঁর কাছে৷

ব্লগারদের মুক্তির দাবিতে চলছে আন্দোলনছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

শুভর মুক্তির ব্যাপারে চেষ্টা করছেন ক্যামেলিয়া৷ ইন্টারনেটে লেখালেখি করছেন৷ কিন্তু আইনি সহায়তা তেমন একটা পাচ্ছেন না৷ এই বিষয়ে তিনি বলেন, ‘‘(হেফাজতে ইসলামের প্রচারণার কারণে) আশেপাশের অনেক মানুষ ওদের (ব্লগারদের) আইনি সহায়তা দিতে ভয় পাচ্ছে৷ ফলে আমরা আইনি সহায়তা সেরকম পাচ্ছি না৷ এটা খুবই লজ্জার এবং দুঃখের বিষয়৷''

ক্যামেলিয়া আশা করেন, বর্তমান সরকার খুব শীঘ্রই বুঝতে পারবে সুব্রত শুভ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির জন্য কাজ করেছে, জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছে৷ আর তখন মুক্তি পাবেন শুভ৷

সাক্ষাৎকার: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ