1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতাল ব্যর্থ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৮ ফেব্রুয়ারি ২০১৩

বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া জামায়াত-শিবিরের ডাকা হরতালে রাজধানী ঢাকাসহ সারা দেশের জন জীবনে তেমন প্রভাব পড়েনি৷ যানবাহন চলাচল ছিল প্রায় স্বাভাবিক৷

ছবি: DW/Harun Ur Rashid Swapan

জামায়াতের হরতাল প্রতিরোধের ডাক ছিল৷ এ ডাক দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী এবং শ্রমিক সংগঠন৷ তাই সকাল থেকেই আর দশটা হরতালের চেয়ে সোমবারের হরতাল চিত্র ছিল আলাদা৷ ঢিলেঢালা বললে সুবিচার হবেনা৷ তাই বলা যায় হরতালেও প্রায় স্বাভাবিক জনজীবন৷

ঢাকার রাস্তায় জনপরিবহনসহ সব ধরনের যানবাহন বের হয় সকাল থেকেই৷ যাত্রীও ছিল বেশ৷ কেউ প্রয়োজন তাই বের হয়েছেন৷ আবার কেউ বের হয়েছেন জামায়াতের ডাকা হরতাল যে মানেন না তা জানাতে৷ পরিবহন শ্রমিকরাও ছিলেন তৎপর৷ তাদের ব্যস্ততা ছিল নিত্য দিনের মতই৷

রাজধানীর আধুনিক শপিং কমপ্লেক্স থেকে পাড়া এবং অলিগলির দোকাপাটও সকাল ১১টার মধ্যে খুলে যায়৷ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস ও পরীক্ষা হয়েছে৷ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক৷

হরতালেও ব্যস্ত ঢাকার রাজপথছবি: DW/Harun Ur Rashid Swapan

শাহবাগ প্রজন্ম চত্বরে সকাল থেকেই সাধারণ মানুষ জড়ো হন৷ সেখানে কালো পতাকা উত্তোলন করা হয় ব্লগার রাজীব হত্যার প্রতিবাদে৷ ১৪ তম দিনেও সেখানে নেই কোন ক্লান্তি৷ তারা যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার দাবি অব্যাহত রেখেছেন৷

আর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন হরতালের বিরুদ্ধে মিছিল এবং সমাবেশ করেছে৷ সমাবেশের পর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবল আলম হানিফ বলেন, সংশোধিত যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল আইনের আওতায় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা যাবে৷

এর মধ্যেও সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার মধ্য বাড্ডা এলাকায় হরতাল সমর্থকরা একটি বাসে হামলা চালালে বাসটি উল্টে গিয়ে একজন যাত্রী নিহত হয়েছেন৷ সকাল ১০টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার আমজাদের বাজারে পুলিশ এবং জামায়াত-শিবিরের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন৷ হরতাল সমর্থকরা হঠাৎ পুলিশের ওপর হামলা চালালে সংঘর্ষ বাঁধে৷ কক্সবাজারের রামুতে সড়ক অবরোধ করে জামায়াত শিবির যানবাহন ও অ্যাম্বুলেন্স-এ হামলা চালালে অ্যাম্বুলেন্সে থাকা একজন রোগী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে পুলিশ জানায়৷ এদিকে ঢাকার মোহাম্মদপুরে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ আকস্মিক এক সংক্ষিপ্ত সমাবেশে হরতাল সফল বলে দাবি করেছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ