1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধীদের বিচার

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৬ ফেব্রুয়ারি ২০১৩

আইনজ্ঞদের মতে, সংসদে আইন পাশ করেই জামায়াত-শিবির নিষিদ্ধ করতে হবে৷ নির্বাচন কমিশনের মাধ্যমে নিষিদ্ধ করতে হলে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় অনেকে সময় লাগবে৷

ছবি: Reuters

যুদ্ধাপরাধীদের বিচারের সঙ্গে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এখন প্রধান দাবিতে পরিণত হয়েছে৷ আর এই দাবির পক্ষে গড়ে উঠেছে ব্যাপক জনমত৷ নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে, সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করলে তারা জামায়াতের নিবন্ধন বাতিল করে দেবেন৷ তবে নির্বাচন কমিশন নিজ উদ্যোগে নিবন্ধন বাতিল করলে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় অনেক সময় লাগবে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক হাফিজুর রহমান ডয়চে ভেলেকে বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জামায়াতের রাজনীতি সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা হয়৷ কিন্তু ১৯৭৫-এর ১৫ই আগস্টের পর জিয়াউর রহমান তাদের রাজনীতি করার সুযোগ দেন৷ এখন সংবিধান সংশোধন করে অথবা নতুন কোন আইন করে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা যায়৷ কারণ জামায়াত দলীয় ভাবে যুদ্ধাপরাধী৷ আর ট্রাইবুন্যালের রায়েও জামায়াতের যুদ্ধাপরাধের কথা বলা হয়েছে৷

অন্যদিকে জামায়াত নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে আনার দাবি উঠেছে৷ তাদের বিরুদ্ধে বড় অভিযোগ, এই সব প্রতিষ্ঠানের আয়ের একটি বড় অংশ জঙ্গি এবং মৌলবাদের পিছনে ব্যয় করে৷ অধ্যাপক হাফিজুর রহমান বলেন, সরকার দেশের প্রচলিত আইনেই এ সব প্রতিষ্ঠান জামায়াতের নিয়ন্ত্রণমুক্ত করতে পারে৷

সরকারের একাধিক মন্ত্রী অবশ্য এরই মধ্যে বলেছেন, জামায়াতকে নিষিদ্ধ করার আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে৷ তবে কেউই কোন প্রক্রিয়ায় দলটি নিষিদ্ধ করা হবে তা স্পষ্ট করেন নি৷

এদিকে শাহবাগের গণজাগরণ মঞ্চে আজ শনিবার থেকে জমায়েত হবে একটি নির্দিষ্ট সময়ে৷ প্রতিদিন বিকেল ৩ টা  থেকে রাত ১০টা৷ আয়োজকরা এ তথ্য জানিয়েছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ