1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেদায়েৎ কারামুক্ত

৩ জানুয়ারি ২০১৯

জামিন পাওয়ায় কারামুক্ত হলেন বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন -এর খুলনা প্রতিনিধি হেদায়েৎ হোসেন৷ বৃহস্পতিবার খুলনার দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন৷

Symbolbild - polizeiliche Festnahme
ছবি: picture-alliance/dpa/P. Zinken

গত ৩০ ডিসেম্বর নির্বাচনের ফলাফলে ‘গরমিল' সংক্রান্ত একটি খবর প্রকাশের দায়ে খুলনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়৷ তাঁদের একজন ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের খুলনা বিভাগীয় প্রতিনিধি হেদায়েৎ হোসেন, অপরজন দৈনিক মানবজমিনের খুলনা প্রতিনিধি রাশিদুল ইসলাম৷

মামলাটি দায়ের করেন খুলানার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার দেবাশীষ চৌধুরী৷ সে সময় মামলার তদন্ত কর্মকর্তা বটিয়াঘাটা থানার ইন্সপেক্টর ইব্রাহিম সোহেল ডয়চে ভেলেকে জানান, ‘‘উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েৎ হোসেন ও রাশিদুল ইসলামের বিরুদ্ধে ৩১ ডিসেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন৷ ওই মামলার ভিত্তিতে মঙ্গলবার দুপুরে হেদায়েৎ হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান তিনি৷ পরে  আদালত হেদায়েৎকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷

মিথ্যা বলছেন খুলনার রিটার্নিং কর্মকর্তা?

01:50

This browser does not support the video element.

এফএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ