1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নওশাবার জামিন

২১ আগস্ট ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের সময় গুজব ছড়ানোর অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে জামিন দিয়েছেন আদালত৷

Bangladesch Quazi Nawshaba Ahmed
ছবি: bdnews24.com

ঈদের আগের দিন মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আগামী ১ অক্টোবর পর্যন্ত নওশাবার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন৷

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, অসুস্থতার কারণ দেখিয়ে এ অভিনেত্রীর জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবী৷ বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেছে৷

আইনজীবী এ এইচ ইমরুল কাওসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তথ্য-প্রযুক্তি আইনের মামলায় প্রতিবেদন দাখিলের ধার্য তারিখ ১ অক্টোবর পর্যন্ত নওশাবার অন্তর্বর্তীকালীন জামিন বহাল থাকবে৷

শিক্ষার্থীরা জামিন পেলেও শহীদুল, নওশাবা কারাগারে

নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্টঢাকার জিগাতলায় সংঘর্ষ বাঁধলে ফেইসবুকে লাইভে এসে দুই শিক্ষার্থীর মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলার ‘খবর’ দেন নওশাবা৷ পরে তার দেওয়া এ খবর গুজব বলে প্রমাণিত হয়৷ 

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে র‌্যাব সদস্যরা ওই দিনই নওশাবাকে আটক করে তথ্য প্রযুক্তি আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন৷ ওই মামলায় দু’দফায় মোট ছয় দিন রিমান্ডে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷

এর মধ্যে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়৷ নওশাবা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ মঙ্গলবার জামিন শুনানিতে তাঁকে আদালতে হাজির করা হয়নি৷

আরআর/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ