1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানদের পোল্যান্ডের সাধারণ জীবন দেখায় যে চ্যানেল

৩ জুলাই ২০২৫

পোল্যান্ডে বসবাসকারী জার্মান প্রবাসী ক্রিস্টফের একটি ইউটিউব চ্যানেল আছে৷ সেখানে তিনি পোল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সেখানকার মানুষের সাধারণ জীবনযাপন দেখান৷ চ্যানেলটি জার্মানদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে৷

ইউটিউবের লোগোর ছবি বড় করে দেখা যাচ্ছে৷
ক্রিস্টফের ইউটউব চ্যানেলের দর্শকরা এসব জিনিসই দেখতে চান বলে মনে হয়: পোলিশ অভিযান ও চ্যালেঞ্জে ভরা ইতিবাচক জীবনের গল্প৷ছবি: STRF/STAR MAX/picture alliance

চ্যানেলের নাম ‘শ্নুফিনস্কি ডেয়ার আউসভান্ডারার', বাংলায় যার অর্থ ‘শ্নুফিনস্কি, একজন অভিবাসী'৷

ক্রিস্টফ বলেন, ‘‘আমার চ্যানেলে একটা লাইভস্ট্রিম আছে যেখানে আমি শসার আচার তৈরি করেছি৷ হ্যাঁ, শসার আচার৷ আর সঙ্গে আছে বয়াম৷ আমি শুধু আচার বানাচ্ছি আর মানুষের সঙ্গে কথা বলছি৷ ক্যামেরা চলছে, আর আমার কাছে সম্ভবত ১০ কেজি শসা আছে, অথবা এরকম কিছু৷ সত্যিই দারুণ৷''

প্রায় সাড়ে চার বছর আগে জার্মানি থেকে পোল্যান্ডে চলে যান ক্রিস্টফ৷ ‘‘আমি একটি ইউটিউব চ্যানেল চালাই, যেখানে আমি পোল্যান্ডের সুন্দর জিনিস আর এখানকার আমার জীবনের কিছু অংশ দেখাই৷ দেশটা কত সুন্দর আর আপনি এখানে কত সুন্দরভাবে বাস করতে পারেন, সেসব দেখাই,'' জানান তিনি৷

ক্রিস্টফ তার ইউটিউব চ্যানেলের জন্য ‘শ্নুফিনস্কি' শীর্ষক কাল্পনিক নাম ব্যবহার করেন৷ তিনি তার নামের শেষ অংশ গোপন রাখতে চান৷ ক্রিস্টফ জার্মানিতে জন্মগ্রহণ ও বেড়ে উঠেছেন৷ তার প্রপিতামহরা পোলিশ অঞ্চল সাইলেসিয়া থেকে এসেছিলেন, যা কিছু সময়ের জন্য জার্মান শাসনের অধীনে ছিল, আর এখন পোল্যান্ডের অংশ৷

পোল্যান্ডের সৌন্দর্য্য তুলে ধরছেন যে ইউটিউবার

03:59

This browser does not support the video element.

ক্রিস্টফ বলেন, ‘‘আমি দর্শকদের এমন কিছু দেখাই যা তারা আগে জানতেন না — শুধু পোল্যান্ড সম্পর্কে — কারণ অনেক জার্মান এখানে শুধু ছুটি কাটাতে আসেন৷ তারা দৈনন্দিন জীবন সম্পর্কে জানতে পারেন না৷''

স্ত্রীর সঙ্গে থাকার জন্য ক্রিস্টফ পোল্যান্ডে চলে যান৷ তিনি বলেন, ‘‘আমাদের একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল৷ সে জার্মানিতে যাবে নাকি আমি পোল্যান্ডে যাব৷ পরে আমরা সিদ্ধান্ত নিই যে, আমি পোল্যান্ডে চলে আসব৷''

ক্রিস্টফ জানান, ‘‘পোলিশ খাবারে ক্যালোরির পরিমাণ অনেক বেশি৷ আপনি যদি প্রতিদিন শুধুমাত্র পোলিশ খাবার খান, তাহলে সম্ভবত আপনার ওজন খুব দ্রুত বাড়বে৷ আমি এটা লুকাবো না যে, পোল্যান্ডে আসার পর আমার ওজন প্রায় ১০ কেজি বেড়ে গেছে৷ আমি একটুও মজা করছি না৷''

ভাষা শেখাও বেশ কঠিন মনে হয়েছিল৷ তিনি বলেন, ‘‘সত্যি বলতে আমি ভাষাটা মূলত পোল্যান্ডে এসেই শিখেছি৷ তবে শুরু করেছিলাম জার্মানিতে৷ নেটফ্লিক্সে পোলিশ ভাষায় সিরিজ দেখতাম৷ শুরুতে কিছুই বুঝতে পারতাম না, কারণ, আমার কাছে সবকিছু ‘ইজজ..', ‘রিজজ..' এর মতো শোনাতো৷ সবকিছু বোঝা কঠিন ছিল৷ এখন আর কোনো সমস্যা হয় না৷''

ইউটিউব যেভাবে ভারতের গ্রামে কর্মসংস্থান বাড়াচ্ছে

04:35

This browser does not support the video element.

ভিডিওতে তিনি পোল্যান্ড ও জার্মানির জীবনের পার্থক্য তুলে ধরেন৷ ক্রিস্টফ বলেন, ‘‘যেমন, জার্মানির তুলনায় পোল্যান্ডে ডিজিটালাইজেশন অনেক বেশি উন্নত৷ এখানে আপনি কোনো সমস্যা ছাড়াই যে কাউকে ইমেল পাঠাতে পারবেন৷ জার্মানিতে কিছু জায়গায় এখনও ফ্যাক্সের ব্যবহার আছে৷ এই বিষয়টা জার্মানরা পোলিশদের কাছ থেকে শিখতে পারে৷ এখানকার মানুষ খুবই পরিবারবান্ধব, খুবই অতিথিপরায়ণ আর খুবই দয়ালু৷ ইতিবাচক জীবনযাপনের জন্য এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ৷''

ক্রিস্টফের ইউটউব চ্যানেলের দর্শকরা এসব জিনিসই দেখতে চান বলে মনে হয়: পোলিশ অভিযান ও চ্যালেঞ্জে ভরা ইতিবাচক জীবনের গল্প৷

উরসুলা ইয়াবলোনস্কা/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ