1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানদের ‘হোম অফিস' কেন পছন্দ

২৩ জুলাই ২০২০

জার্মানিতে ‘হোম অফিস’ করার ইতিবাচক অভিজ্ঞতার কথাই জানিয়েছেন করোনা সংকটকালে নিয়মিত হোম অফিস করা অনেক কর্মী৷

Symbolbild Homeoffice
ছবি: Imago Images/photothek/U. Grabowsky

জার্মানিতে যখন করোনা সংক্রমণ শুরু হয়, তখন হঠাৎ করেই কয়েক লক্ষ কর্মীকে অফিসের পরিবর্তে বাড়ি থেকে কাজ শুরু করতে হয়৷ এটা তাদের জন্য ছিল বড় ধরনের পরিবর্তন৷ তবে এখন অনেকে ‘হোম অফিস' করতে আগ্রহী,জানা যায় এক সমীক্ষায়৷

চাপ কম, পরিবারের জন্য সময় বেশি, এমনকি কাজও নাকি বেশি করা যায়৷ হ্যাঁ,  এমন ইতিবাচক অভিজ্ঞতার কথাই জানিয়েছেন করোনা সংকটকালে নিয়মিত হোম অফিস করছেন এমন অনেক কর্মী৷ জার্মানির স্বাস্থ্যবিমা কোম্পানি ডিএকে-র করা এক সমীক্ষায় এসব তথ্য বেরিয়ে এসেছে৷

জরিপে জানা যায়, করোনা মহামারির আগে কর্মীদের মধ্যে শতকরা ২১ ভাগ নিয়মিত মানসিক চাপে ছিলেন আর করোনাকালেতা নেমে এসেছে ১৫ শতাংশে৷ ডিএকে-র সমীক্ষায় সহায়তার জন্য গবেষণা প্রতিষ্ঠান আইজিইএস এবং ফোর্সা মোট ৭০০০ কর্মীকে এ বিষয়ে প্রশ্ন করে৷ অংশগ্রহণকারীদের যারা এখন নিয়মিত হোম অফিস করেন, তাদের ৫৬ শতাংশ জানিয়েছেন, তুলনামূলকভাবে অফিসের চেয়ে বাড়িতেই তারা বেশি ‘প্রোডাক্টিভ'৷

জরিপে অংশগ্রহণকারীদের দুই তৃতীয়াংশ জানান, হোম অফিস' করায় পেশা এবং পরিবার দুটোকেই একসাথে ম্যানেজ করা সহজ হচ্ছে৷ তাছাড়া নিজের ঘরে বসেই কাজ করার কারণে কর্মস্থলে যাতায়াতের সময় বাঁচাতে পেরে অনেকেই খুশি৷ তবে প্রতি দুই জনের এক জনের মতে, নিজের বাড়িতে বসে অফিস করায় পেশা এবং ব্যক্তিগত জীবনকে ঠিক আলাদা করা যাচ্ছে না ৷ এর সমালোচনা করেছেন ১৮ থেকে ২৯ বছর বয়সিদের ৫২ শতাংশ ৷ সমীক্ষায় অংশগ্রহণকারীদের তিন চতুর্থাংশ সহকর্মীদের সঙ্গ মিস করছেন৷ করোনাকালে যারা নিয়মিত হোম অফিস করছেন, তাদের মধ্যে ৭৯ দশমিক নয় শতাংশ আগামীতেও অন্তত আংশিকভাবে বাড়ি থেকে কাজ করতে আগ্রহী৷

হোম অফিস যে কেবল করোনা সংক্রমণের ঝুঁকি কমায় তাই নয়, এতে মানসিক ভারসাম্যও বজায় থাকে৷ হোম অফিসের নেতিবাচক দিকও রয়েছে, তবে সেগুলো বাদ দিয়ে ইতিবাচক দিকগুলো নিয়েই মানুষের ভাবা উচিত বলে মনে করেন ডিএকে-র সিইও আন্দ্রেয়াস স্টোর্ম৷

এনএস/এসিবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ