1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানদের ছুটি কাটানো

৬ আগস্ট ২০১৩

জার্মানরা ছুটিতে কিভাবে সময় কাটাতে চান, এ নিয়ে সম্প্রতি একটা সমীক্ষা চালিয়ে ছিল ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো সংস্থা৷ মোট চার হাজার মানুষকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করা হয়েছিল, যাঁদের বয়স ১৪ বছরের ওপরে৷

Place and Date : July, 2013, Tunisia Copy Right/ Photographer: Khaled Ben Belgacem Bilder geliefert vorn DW Korrespondent in Tunesien
ছবি: DW/K. Ben Belgacem

সমীক্ষার ফলাফলে শতকরা ৮০ জনই জানিয়েছেন যে তাঁরা ছুটিতে একটু অলসভাবে সময় কাটাতে চান৷ অর্থাৎ খাওয়া-দাওয়া, সমুদ্রস্নান এবং ঘোরাঘুরি করতেই বেশি আগ্রহী জার্মানরা৷ তবে তাঁদের পছন্দের একেবারে শীর্ষে রয়েছে ভালো খাওয়া-দাওয়া করার কথা৷ ছুটির সময় তাঁরা অন্যান্য সময়ের তুলনায় টেলিভিশন, টেলিফোন বা ইন্টারনেট কম ব্যবহার করেন বলেও অনেকে মত প্রকাশ করেন৷

শতকরা মাত্র ৩০ জন জানিয়েছেন যে ছুটির সময় তাঁরা সংস্কৃতি জগতের সাথে যোগাযোগ রাখেন বা শরীর চর্চা করতে আগ্রহী৷ সমীক্ষার ফলাফলে আরো একটি বিষয় ভালোভাবে বেরিয়ে এসেছে৷ আর তা হলো: ছুটি কাটানোর সময় পুরুষদের চেয়ে মহিলারা বেশি অ্যাকটিভ৷ ছুটিতে তাঁরা পুরুষদের চেয়ে বেশি বই পড়েন, ছবি তোলেন এবং পোস্টকার্ড পাঠান৷ এছাড়া শপিং করতেও খুব ভালোবাসেন মেয়েরা৷

এ বছর শতকরা ৫৮ জনই একেবারে অসলভাবে সময় কাটাতে চান বলে জানিয়েছেন৷ তবে জার্মানির পূর্বাঞ্চলের মানুষ ভিন্ন মত দিয়েছেন৷ ছুটিতে গিয়ে তাঁরা কিছু দেখতে চান, অভিজ্ঞতা অর্জন করতে চান৷ যেতে যান উঁচু জায়গায় হাঁটতে বা সাইকেল চালাতে৷

স্বাভাবিকভাবে বয়সের তারতম্যের কারণে মানুষের ইচ্ছা বা আগ্রহের তারতম্য হয়ে থাকে – এ বিষয়টিও পরিষ্কার হয়ে গেছে সমীক্ষার ফলাফলে৷ ৩৪ বছরের কম যাঁদের বয়স তাঁরা পছন্দ করেন ডিস্কোতে গিয়ে নাচতে, সঙ্গীকে নিয়ে বেশি সময় কাটাতে আর টেলিফোন করতেও তাঁদের আগ্রহ তুলনামূলকভাবে বেশি৷ ওদিকে ৫৫ বছরের ওপরে যাঁদের বয়স তাঁরা হাঁটাহাঁটি বা প্যাকেজ ট্যুর বেশি পছন্দ করেন৷

ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো সংস্থা বা বিএটি-র প্রধান উলরিশ রাইনহার্ড বলেন, ছুটি কাটানো বা ‘হলিডে' – এ ব্যাপারটা জার্মানদের আত্মার সঙ্গে মিশে আছে এবং ভবিষ্যতেও থাকবে৷ তাই ছুটি কাটাতে গেলে মানুষ এমন জিনিস করতে আগ্রহী হয়, যেগুলো যান্ত্রিক জীবনে প্রাত্যহিক কাজের চাপে করা সম্ভব হয়ে ওঠে না৷ যেমন শপিং করা, খেলাধুলা করা, রেস্তোরাঁয় যাওয়া, সাঁতার কাটা ইত্যাদি৷

এনএস / ডিজি (ইপিডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ