সন্ত্রাসী হামলার হুমকি আর গৃহযুদ্ধের উদ্বেগ সত্ত্বেও জার্মানরা এখনো ভ্রমণ করতে পছন্দ করছেন৷ তবে আগাম বুকিং এর সংখ্যা কমেছে৷ অবশ্য তাতেই কিছুটা উদ্বেগ সৃষ্টি হয়েছে পর্যটন খাতে৷
বিজ্ঞাপন
বার্লিনে শুরু হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় পর্যটন মেলা৷ আর এই মেলাকে ঘিরে জানা যাচ্ছে পর্যটন খাতের হালনাগাদ তথ্য৷ জার্মান পর্যটন শিল্প জানিয়েছে, নিরাপত্তা এখন এক বড় ইস্যু৷ পর্যটকরা এখন কিছু জায়গায় যেতে চাচ্ছেন না নিরাপত্তার কারণে৷ অথচ সেগুলো গতবছর পর্যন্ত পর্যটকদের কাছে ছিল বিশেষ আকর্ষণ৷ অবস্থা এমন যে, গতবছরের তুলনায় এবছর আগাম বুকিং সংখ্যা কমতির দিকে৷
পরিসংখ্যান বলছে, সন্ত্রাসবাদের কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রতি, বিশেষ করে মিশর, টিউনিশিয়া এবং তুরস্কে জার্মান পর্যটকদের যাবার আগ্রহ অনেক কমে গেছে৷ আগামী গ্রীষ্মে তুরস্ক ভ্রমণের আগ্রহীর সংখ্যা গতবছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমেছে৷
প্রসঙ্গত, আইটিবিতে চলতি বছরের পার্টনার দেশ হচ্ছে মালদ্বীপ৷ কিন্তু পরিসংখ্যান বলছে, সেখানেও পর্যটকদের যাওয়ার আগ্রহ কমে যাচ্ছে৷ নিরাপত্তা এক বড় কারণ৷ তবে সেদেশের পর্যটন মন্ত্রী মুসা জামার তাঁর দেশে নিরাপত্তার কোন ঝুঁকি আছে বলে মনে করছেন না৷ বরং তিনি মনে করছেন, মালদ্বীপের সুনাম নষ্ট করতে নিরাপত্তা ঝুঁকির রাজনৈতিক প্রচারণা চালানো হচ্ছে৷
বিশ্বের যে দশটি শহরে মানুষ সবচেয়ে বেশি যায়
আচ্ছা, গত বছর আপনি কোন শহরে সবচেয়ে বেশিবার গেছেন? ঢাকা, কলকাতা নাকি ইউরোপের কোনো শহর? এই তালিকায় থাকছে বিশ্বের সেই দশটি শহরের কথা, যেখানে গতবছর সবচেয়ে বেশি মানুষ ভ্রমণ করেছে৷
ছবি: imago/Photoshot/Construction Photography
১. হংকং
ইউরোমনিটর ইন্টারন্যাশনালের প্রকাশিত ২০১৫ সালে সবচেয়ে ভ্রমণকৃত দশ শহরের তালিকায় প্রথমে রয়েছে এশিয়ার হংকং৷
ছবি: picture-alliance/Eibner-Pressefoto
২. লন্ডন, ইংল্যান্ড
তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে গ্রেট ব্রিটেনের রাজধানী লন্ডন৷ শহরটিতে পর্যটকদের কমতি নেই, যদিও সবার পক্ষে সহজেই সেখানে যাওয়া সম্ভব নয়৷
ছবি: Fotolia/stoka79
৩. সিঙ্গাপুর
সিঙ্গাপুরে যেতে অনেক দেশের মানুষের ভিসা লাগে না৷ এশিয়ার এই উন্নত শহরটিতে প্রতিবছর অসংখ্য মানুষ ভ্রমণ করেন৷
ছবি: picture alliance / dpa
৪. ব্যাংকক, থাইল্যান্ড
শুধু এশীয় নন, বহু ইউরোপীয় এবং অ্যামেরিকানদের প্রিয় গন্তব্য ব্যাংকক৷ কেনাকাটা, বিশ্রাম এবং আরামের জন্য ব্যাংকক বেশ প্রসিদ্ধ৷
ছবি: picture alliance / dpa
৫. প্যারিস, ফ্রান্স
প্যারিসের রয়েছে নিজস্ব সংস্কৃতি, রূপ৷ ফ্রান্সের রাজধানীতে দর্শনার্থীর তাই কমতি নেই৷ গতবছর সন্ত্রাসী হামলার পর স্বাভাবিকভাবেই এ শহরের নিরাপত্তা বাড়িয়েছে ফ্রান্স৷
ছবি: picture-alliance/dpa/K. Kurek
৬. মাকাউ, চীন
চীনের মাকাউ শহর রয়েছে তালিকার ষষ্ঠ অবস্থানে৷ পর্যটকদের কাছে চীনের অন্যতম আকর্ষণ এই শহর৷
ছবি: picture alliance / J. Hoelzl
৭. সেনজেন, চীন
ইউরোমনিটরের তালিকায় স্থান পেয়েছে চীনের একাধিক শহর৷ ২০১৫ সালে সর্বাধিক ভিজিটেড শহরগুলোর মধ্যে সেনজেন আছে সাত নম্বরে৷
ছবি: picture alliance / dpa
৮. নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে যাবেন আর নিউ ইয়র্ক ভ্রমণ করবেন না, তা কি হয়? স্বাভাবিকভাবেই এই শহরের নাম ছাড়া ভ্রমণের যে কোনো তালিকাই অসম্পূর্ণ থেকে যায়৷
ছবি: picture alliance / dpa
৯. ইস্তানবুল, তুরস্ক
তুর্কি সীমান্তে জঙ্গিদের আনাগোনা, এমনকি দেশের ভেতরে একাধিক বোমা হামলার পরও ইস্তানবুল পর্যটকদের আকর্ষণ করে চলেছে৷
ছবি: picture alliance / dpa / M. Tödt
১০. কুয়ালালামপুর, মালয়েশিয়া
মালয়েশিয়া এয়ারলাইন্সের দু’টি বিমান বিধ্বস্ত হওয়া সত্ত্বেও কুয়ালালামপুরে পর্যটকের কমতি দেখা যাচ্ছে না৷ তালিকায় দশ নম্বরে আছে একসময় মাহাথির মোহাম্মদের হাত ধরে উন্নতির শিখরে ওঠা শহরটি৷
ছবি: picture alliance / dpa / S. Kahnert
10 ছবি1 | 10
অবশ্য তাসত্ত্বেও আশা দেখছে জার্মানির পর্যটন খাত৷ কেননা, জার্মানরা আগের চেয়ে আরো অনেক বেশি পর্যটনের দিকে ঝুঁকছে৷ গতবছর জার্মানরা সবমিলিয়ে ১ দশমিক ৬৭ বিলিয়ন দিন ভ্রমণ করেছেন৷ অর্থাৎ একজন জার্মান গড়ে ২১দিন বাড়ির বাইরে অন্যত্র ভ্রমণ করেছেন৷ পাশাপাশি জার্মানিতে হোটেলে রাত্রিযাপনের সংখ্যা গতবছর ছিল ৪৩৬ মিলিয়ন রাত৷ অর্থাৎ জার্মানিও ভ্রমণ করেছেন অনেক পর্যটক৷ সব মিলিয়ে গতবছরটা তাই পর্যটকদের জন্য ভালোই ছিল৷ ব্যবসায়ীরা আশা করছেন, আগাম বুকিং না দিলেও শেষ মুহূর্তে জার্মান পর্যটকরা ঠিকই বেরিয়ে পড়বেন ভ্রমণে৷
নিরাপত্তার পাশাপাশি শরণার্থী সংকটও পর্যটন খাতকে শঙ্কায় ফেলছে৷ কেউ কেউ আশঙ্কা করছেন, এর ফলে যদি সেনজেন সুবিধা, অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে ভিসা ছাড়াই যাতায়াতের সুবিধা কমে যায় বা বাতিল হয়ে যায়, তাহলে তা পর্যটনখাতের জন্য হবে এক ধরনের বিপর্যয়৷ জার্মান পর্যটন শিল্পের কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিশায়েল ফ্রেন্সেল এই বিষয়ে বলেন, ‘‘আমরা ভ্রমণের স্বাধীনতা রক্ষায় সীমান্তে কড়াকড়ির বদলে সকল রাজনৈতিক উদ্যোগের পক্ষে৷ কেননা সীমান্তে কড়াকড়ি শুধু সামগ্রিক অর্থনীতি নয়, বিশেষভাবে পর্যটন খাতের জন্য ক্ষতিকর হবে৷''
উল্লেখ্য, বার্লিনের পর্যটন মেলা পঞ্চাশতম বার্ষিকী পালন করছে চলতি বছর৷ বিশ্বের ১৮০টি দেশের এবং অঞ্চলের দশ হাজার প্রদর্শক মেলায় রয়েছে৷
যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারেন বাংলাদেশিরা
বিশ্বের কয়েকটি দেশে ঘুরতে যাওয়ার জন্য বাংলাদেশিদের ভিসার প্রয়োজন হয় না৷ তবে সড়কপথে সেসব দেশে যেতে যে দেশগুলোর উপর দিয়ে যেতে হবে সেখানে ভিসা লাগতে পারে৷
ছবি: Ivan Tykhyi/Zoonar/picture alliance
চীন
শর্তসাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা দেয় চীন৷ ২০১৮ সালের ২২ নভেম্বর এক বিবৃতিতে ঢাকার চীনা দূতাবাস জানায়, এখন থেকে জরুরি মানবিক প্রয়োজন, বাণিজ্যিক কাজ, প্রকল্প মেরামত, পর্যটন বা অন্য কোনো জরুরি কাজের জন্য এই ভিসা পাওয়া যাবে৷ তবে ভ্রমণের জন্য চীনের পর্যটন সংস্থাগুলোর মাধ্যমে যেতে হবে৷
ছবি: Picture alliance/Photoshot/Hoh Xil National Reserve Administration
ভুটান
পাহাড়ে ঘেরা সার্কের এই দেশটি বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠেছে৷ ঢাকা থেকে এখন সহজেই বিমানে করে সরাসরি সেখানে যাওয়া যাচ্ছে৷ যাত্রা শুরুর আগে ভিসা জোগাড়ের কোনো ঝামেলা নেই৷
ছবি: picture-alliance / Lonely Planet Images
মালদ্বীপ
সার্কের এই দেশটির আয়ের একটি বড় অংশ পর্যটন৷ ইউরোপ থেকে প্রতিবছর অনেক পর্যটক সেখানে যান বেড়াতে৷ বাংলাদেশিদের জন্যও সেখানে যেতে ভিসার কোনো প্রয়োজন নেই৷ ভিসা অন অ্যারাইভাল সুবিধা নিয়ে দেশটি ভ্রমণের সুযোগ রয়েছে৷
ছবি: haveseen - Fotolia
ইন্দোনেশিয়া
দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় ঘুরতে যান ইউরোপ, অস্ট্রেলিয়ার অনেক পর্যটক৷ বাংলাদেশিদের জন্য সেখানে যাওয়ার প্রক্রিয়া সহজ করেছে সে দেশের সরকার৷ ২০১৬ সালের এপ্রিল মাস থেকে সেখানে যাওয়ার জন্য বাংলাদেশিদের আগে থেকে ভিসা নেয়ার প্রয়োজন পড়ছে না৷
ছবি: picture-alliance/dpa/H. Jilin
ফিজি
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা চাইলে প্রশান্ত মহাসাগরের এই দেশটিতে ঘুরতে যেতে পারেন৷ বাংলাদেশি পর্যটকদের জন্য দেশটিতে অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা আছে৷
ছবি: picture-alliance/Ton Koene
ভানুয়াতু
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রটির সঙ্গে বাংলাদেশের একটি জায়গায় মিল আছে৷ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের সঙ্গে আছে এই দেশটি৷ ভানুয়াতুর আয়ের একটি অন্যতম বড় অংশ আসে পর্যটন থেকে৷ বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা আছে৷ অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশিরা এই সুযোগ নিতে পারেন৷
ছবি: picture-alliance/dpa/A. Merker
সামোয়া
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই দেশটিও বাংলাদেশি পর্যটকদের জন্য অন-অ্যারাইভাল ভিসার সুযোগ দিচ্ছে৷
ছবি: Fotolia/mimi828
ত্রিনিদাদ ও টোবাগো
ব্রায়ান লারার কারণে এই দেশটির সঙ্গে বাংলাদেশিরা বেশ পরিচিত৷ তাই যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা অন-অ্যারাইভাল ভিসার সুযোগ নিয়ে সহজেই ক্যারিবীয় এই দ্বীপরাষ্ট্রটিতে ঘুরতে যেতে পারেন৷
ছবি: AFP/Getty Images/T. Coex
গ্র্যানাডা
এই দেশটির ক্রিকেটাররাও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়ে থাকেন৷ আন্দ্রে ফ্লেচার, ডেভন স্মিথরা এসেছেন এই গ্র্যানাডা থেকে৷ নিউ ইয়র্ক থেকে এই দেশটিতে সরাসরি বিমানে যেতে পারেন বাংলাদেশিরা৷ তাঁদের জন্য অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা আছে৷
ছবি: picture-alliance/dpa
সেশেলস
পূর্ব আফ্রিকা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার পূর্বে ১১৫টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশ৷ বাংলাদেশি পাসপোর্টধারীরা সেই দেশে ‘ভিসা-অন-অ্যারাইভাল’ নিয়ে যেতে পারবেন৷ আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশিরা এই সুযোগ নিতে পারেন৷
ছবি: DW/ A. Rönsberg
শক্তিশালী পাসপোর্টে বাংলাদেশের অবস্থান
একটি দেশের পাসপোর্ট নিয়ে কতগুলো দেশে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায় তার ভিত্তিতে পাসপোর্টের সূচক তৈরি করা হয়৷ দ্য হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৩ অনুযায়ী বাংলাদেশের অবস্থান ৯৯তম৷ বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন৷ এই সংখ্যা গত বছর ছিল ৪১৷
ছবি: Faisal Ahmed/DW
ভিসামুক্ত সুবিধা
হেনলি অ্যান্ড পাসপোর্টের ২০২৩ সালের পাসপোর্ট সূচকের তথ্য অনুযায়ী ভুটান, গাম্বিয়া, লেসোথো, ফিজি, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ভানুয়াতু ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে বাংলাদেশিদের৷ শ্রীলঙ্কায় যাওয়া যাবে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ভিসার মাধ্যমে৷
ছবি: Michael Runkel/robertharding/picture alliance
অন অ্যারাইভাল ভিসা
এশিয়ার দেশেগুলোর মধ্যে মালদ্বীপ, নেপাল, তিমুর লেস্টেতে বাংলাদেশি পাসপোর্টে অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়৷ এছাড়া আফ্রিকার কেইপ ভার্দ, কমোর্স দ্বীপপুঞ্জ, গিনিয়া-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেনেগাল, সিচেলেস, সিয়েরা লিয়ন, সোমালিয়া, টোগো, উগান্ডায় রয়েছে এমন সুবিধা৷ ওসেনিয়া অঞ্চলের সামোয়া, টুভালু আর দক্ষিণ অ্যামেরিকার বলিভিয়াতেও যাওয়া যাবে অন অ্যারাইভাল ভিসাতে৷