1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিকে আরও পেছনে ফেলে কোয়ার্টারে ব্রাজিল

২ জুলাই ২০১৮

৫১ মিনিটের সময় উইলিয়ানের ক্রস থেকে করা নেইমারের গোলটি ছিল সব বিশ্বকাপ মিলিয়ে ব্রাজিলের ২২৭তম গোল৷ ফলে এক গোলে জার্মানিকে পেছনে ফেলে দিয়েছে সেলেকাওরা৷ গ্রুপ পর্বেই বিদায় নেয়া জার্মানির বিশ্বকাপ গোলসংখ্যা ২২৬৷

ছবি: Reuters/M. Dalder

এরপর ৮৮ মিনিটে নেইমারের পাস থেকে গোল করেন ফিরমিনো৷ ফলে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ব্রাজিল৷

আজকের ম্যাচে নেইমারের গোলটি ছিল ব্রাজিলের হয়ে বিশ্বকাপে করা নেইমারের ষষ্ঠ গোল৷ তবে নকআউট পর্বে এই প্রথম গোল করলেন তিনি৷ খেলা শেষে নেইমার বলেন, ‘‘এটা একটা কঠিন ম্যাচ ছিল৷ আমরা আমাদের বিরোধী পক্ষের দক্ষতা সম্পর্কে জানতাম৷’’

তবে মেক্সিকোর আর পঞ্চম ম্যাচ খেলা হলো না৷ ১৯৯৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠেছে তারা৷ কিন্তু এরপর আর কোয়ার্টারে ওঠা হয়নি৷ ফলে প্রতিবারই গ্রুপ পর্বের তিন ম্যাচ আর শেষ ষোলোর এক ম্যাচ, অর্থাৎ চার ম্যাচ খেলে বিদায় নিতে হয়েছে মেক্সিকানদের৷ ফলে এবার যখন ব্রাজিলের বিপক্ষে খেলতে নামে তারা, তখন পঞ্চম ম্যাচের আশা করছিলেন মেক্সিকোর সমর্থকরা৷ কিন্তু সেলেকাওরা তাদের সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি৷ বরং নিজেদের বিশ্বকাপ জয়ের স্বপ্নের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন নেইমাররা৷

১৯৯৪ সাল থেকে টানা সপ্তমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠল ব্রাজিল৷ 

মেক্সিকো ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় কোয়ার্টারে মিডফিল্ডার কাসেমিরোকে ছাড়াই মাঠে নামতে হবে ব্রাজিলকে৷

রাশিয়ার সামারায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বলের দখলে দুই দলই প্রায় সমানে সমান থাকলেও ব্রাজিলই গোলের বেশি সুযোগ তৈরি করতে সমর্থ হয়েছিল৷ ২৬ মিনিটের সময় নেইমারের নেয়া একটি শট ঠেকিয়ে দেন মেক্সিকোর গোলরক্ষক ওচোয়া৷ দ্বিতীয়ার্ধে মেক্সিকোর চেয়ে ব্রাজিলই বেশি ভালো খেলেছে৷ 

খেলা শেষ হতে যখন ২০ মিনিট বাকি তখন মাটিতে পড়ে থাকা নেইমারের পায়ের ওপর পা তুলে দেন মেক্সিকোর লায়ুন৷ এরপর ব্যথায় কাতরাতে থাকেন নেইমার৷ তবে এর জন্য রেফারি লায়ুনকে কোনো শাস্তি দেননি৷

ছবি: Getty Images/B. Mendes

খেলার সময় নেইমারের নিয়মিত মাঠে পড়ে যাওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন মেক্সিকোর কোচ হুয়ান কার্লোস ওসোরিও৷ তিনি বলেন, ‘‘দুর্ভাগ্যজনকভাবে এটা ফুটবলের জন্য লজ্জার৷ একজন ফুটবলারের জন্য আমাদের অনেক সময় নষ্ট হয়েছে৷ যারা খেলা দেখছেন, যে শিশুরা খেলা দেখছে তাদের জন্য বিষয়টা লজ্জার... অভিনয় থাকা উচিত নয়৷ আমার মনে হয়, আমাদের গতি ও স্টাইলের উপর এর প্রভাব পড়েছে৷’’

ব্রাজিল-মেক্সিকো ম্যাচে রেকর্ড হয়েছে আরও একটি৷ সেটি করেছেন মেক্সিকোর রাফা মার্কেজ৷ আজ তিনি মেক্সিকোর প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন৷ ফলে পরপর পাঁচ বিশ্বকাপে দলের মূল একাদশে খেলতে নামার রেকর্ড করেন তিনি৷ 

জেডএইচ/এসিবি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ