1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিকে ‘ইইউ'-চ্যুত করার প্রস্তাব এএফডির

১৪ জানুয়ারি ২০১৯

ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচনকে ঘিরে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়ার প্রস্তাব দিল অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডি৷ ইউরোপিয়ান পার্লামেন্টে সংস্কারের দাবিকে সামনে রেখেই ডানপন্থি দল এএফডি'র এমন প্রস্তাব৷

AfD - Europawahlversammlung  AfD-Kappe
ছবি: picture-alliance/dpa/M. Skolimowska

সামনে ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচন৷ এই নির্বাচনকে সামনে রেখে  জার্মানির ডানপন্থি রাজনৈতিক দল এএফডি একটি নির্বাচনী ইশতাহার প্রকাশ করেছে৷ এই ইশতাহারে ২০২৪ সালের মধ্যে জার্মানিকে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে আসার প্রস্তাব দিয়েছে তারা৷

শুধু তাই নয়, ইশতাহারে রয়েছে বর্তমান ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউরোপিয়ান পার্লামেন্টের ভূরি ভূরি সমালোচনাও৷ কিন্তু জার্মানির ‘ইইউ'-চ্যুতির এই প্রস্তাবের পাশে নেই এএফডি নেতৃত্বেরই আরেক অংশ৷

আলেক্সান্ডার গাউলান্ড ও ইয়োর্গ ময়টেন-এর মতো নেতারা এই দাবির সমালোচনা করেছেন৷ গাউল্যান্ড জানান, ‘‘জার্মানিকে ইইউ ছেড়ে বেরিয়ে আসতে বলার এই পরামর্শ আদৌ যৌক্তিক কি না তা ভেবে দেখার প্রয়োজন রয়েছে৷''

‘ডেক্সিট' ছাড়াও যে দাবি

ব্রেক্সিটের আদলে ‘ডেক্সিট' বা ‘ডয়েচলান্ড এক্সিট'-এর এই দাবির সাথে সাথে এই ইশতাহারে সমালোচিত হয়েছে ইউরোপিয়ান পার্লামেন্টের  ৭৫১জন সদস্যের বিশেষ অধিকার লাভের বিধানটিও৷

প্রসঙ্গত, ২০১৩ সালে অল্টারনেটিভ ফর জার্মানি দলটির প্রতিষ্ঠা হয় অন্যান্য রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি ‘ইউরো'-র প্রতি অনাস্থাকে কেন্দ্র করে৷ বর্তমানে এই অনাস্থা আবার মাথা চাড়া দিয়ে ওঠায় আলোচনায় উঠে আসছে জার্মানির ‘ইউরো' মুদ্রাকে পরিত্যাগ করার প্রস্তাবও৷

কিন্তু এএফডি'র এই দুই চরম প্রস্তাবের বিপক্ষে ইতিমধ্যে  টুইটারে সরব হয়েছেন এফডিপি, গ্রিন পার্টি সহ একাধিক দলের রাজনীতিকরা৷ ইউরোপিয়ান পার্লামেন্টের কার্যক্রমের বিরোধিতা করেও এএফডি কেন এই নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে, এই প্রশ্ন তুলেছেন ব্যবসা-বান্ধব দল এফডিপি'র প্রতিনিধি আলেক্সান্ডার গ্রাফ লাম্বসডর্ফ৷

এসএস/এসিবি (এএফপি/ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ