1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান ফুটবল

২ জানুয়ারি ২০১৩

আর্জেন্টিনার মতো দলকেও চার গোল দিতে পারে অবলীলায়, কিন্তু কোনো আসরে চ্যাম্পিয়ন হতে পারেনা৷ এ অবস্থার পরিবর্তন চান জার্মানির কোচ ইওয়াখিম ল্যোভ৷ এবার তাঁর লক্ষ্য তরুণদের নিয়ে গড়া দলটিকে শিরোপা জেতার উপযুক্ত করে তোলা৷

ছবি: Getty Images

তিনবার করে বিশ্বকাপ এবং ইউরো জিতেছে জার্মানি৷ এমন অতীত যাদের সেই দল কিনা ১৯৯৬ সালের পর, অর্থাৎ গত ১৬ বছরে কোনো শিরোপাই জেতেনি৷ এ সময়ে তাদের পারফরম্যান্স কিন্তু একেবারেই খারাপ ছিল না৷ জার্মানি বরাবরের মতো এ সময়টাতেও প্রমাণ করেছে যে, তারা আসলে বড় আসরের দল৷ দল কাগজে-কলমে যেমনই হোক বড় আসরে তরতর করে তারা ওপরে উঠবেই৷

কিন্তু গত বারো বছরে বড় হয়ে দেখা দিয়েছে শিরোপা জেতার কাছাকাছি গিয়ে থেমে যাওয়ার প্রবণতা৷ ল্যোভ দায়িত্ব নেন ইয়্যুর্গেন ক্লিন্সমানের কাছ থেকে, ২০০৬ বিশ্বকাপের পর৷ দু'বছর পরই ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে জার্মানি, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি, রানার্স আপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সেবার৷ তারপর বড় আসর বলতে ল্যোভ পেয়েছেন শুধু ২০১০ বিশ্বকাপ আর ২০১২-র ইউরো চ্যাম্পিয়নশিপ৷

২০১৪’য় ব্রাজিলে বিশ্বকাপ, সেখানেই প্রমাণ হবে ল্যোভের স্বপ্ন সার্থক হবে কিনাছবি: picture-alliance/dpa

দুটো আসরেই জার্মানির অভিযান শেষ হয় সেমিফাইনালে৷ তো ফাইনালে ওঠা তো বটেই, এমনকি সেমিফাইনালে ওঠাও তো ভালো পারফরম্যান্স৷ ফুটবলের সেরা দুটো প্রতিযোগিতায় দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ হওয়া অনেক দলের জন্যই স্বপ্ন৷ কিন্তু দলটা যখন জার্মানি তখন প্রত্যাশাও বেশি৷ চ্যাম্পিয়ন না হলে কি সন্তুষ্ট হওয়া যায়? ল্যোভ এবার সেই লক্ষ্য পূরণের জন্যই মরিয়া৷ বার্তা সংস্থা ডিপিএ-কে দেয়া এক সাক্ষাৎকারে জার্মানির বর্তমান দল নিয়ে সন্তোষ প্রকাশ করলেও, দলটি যে একটা পর্যায়ের পর আর এগোতে পারেনা, এ নিয়ে একটু দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে তাঁর কথাতেও৷ জার্মান কোচ অবশ্য বলেছেন, যত সমালোচনাই হোক, তাতে হতাশ না হয়ে বরং নতুন বছরে সফল হওয়ার উপায়ই খুঁজে বের করবেন তিনি৷

১৯৯৬’এর ইউরোকাপে জার্মানির হয়ে অলিভার বিয়ারহোফের গোল্ডেন গোলছবি: AP

গত বছরের জুনে ইউরো সেমিফাইনালে ইতালির কাছে ২-১ গোলে হেরে যায় জার্মানি৷ তখন থেকেই সমালোচনা হচ্ছে ল্যোভের৷ এরপর বিশ্বকাপ বাছাইয়ে সুইডেনের বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে গিয়েও তাঁর দল শেষ পর্যন্ত ম্যাচ ড্র করায় এক রকমের তোপের মুখেই পড়েছিলেন তিনি৷ ল্যোভ মনে করেন, এমনটি হচ্ছে খেলোয়াড়দের বেশিরভাগই বয়সে তরুণ হওয়ার কারণে৷ এ সমস্যা অচিরে দূর করা সম্ভব বলেও মনে করেন তিনি৷ জার্মান ফুটবল ফেডারেশনের সঙ্গে তাঁর চুক্তি ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপ পর্যন্ত৷ সেই আসরের টিকিট পাওয়র পথে স্বচ্ছন্দেই এগোচ্ছে জার্মানি৷ বাছাই পর্বে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে আছে তারা৷

তা জার্মানি কি পারবে ব্রাজিল বিশ্বকাপ জিততে? ল্যোভের জবাব, ‘‘আমাদের জন্য ২০১৪ বিশ্বকাপ জেতাটা হবে দারুণ একটা ব্যাপার৷ কিন্তু আমরা আপাতত ২০১৩ সাল নিয়েই ভাবতে চাই৷ তরুণদের নিয়ে গড়া দলটি এখনো যে নিজেদের সেরাটা দেখাতে পারেনি৷''

এসিবি/ডিজি ( ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ