1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতেও নিষিদ্ধ হেজবোল্লাহ

৩০ এপ্রিল ২০২০

লেবানন-ভিত্তিক সংগঠন হেজবোল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে সারাদেশে এর সব কার্যক্রম নিষিদ্ধ করেছে জার্মান সরকার৷ ম্যার্কেল সরকারের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ইহুদি কমিশন ও ইসরায়েল৷

ছবি: Reuters/H. Hanschke

লেবাননের শিয়া সংগঠন হেজবোল্লাহকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র৷ এবার জার্মানিতেও নিষিদ্ধ হলো সংগঠনটি৷

বৃহস্পতিবার জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্টিভ আলটার এক টুইট বার্তায় এ খবর জানান৷ টুইট বার্তায় আরো জানানো হয়, করোনা সংকটের মাঝেও দেশে সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ৷ ইতিমধ্যে বার্লিন, দর্টমুন্ড, ব্রেমেন, এবং ম্যুনশেনের চারটি মসজিদে অভিযান শুরু হয়েছে৷ মসজিদগুলোর বিরুদ্ধে হেজবোল্লাহর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানা গেছে৷

প্রতিক্রিয়া

জার্মানিতে হেজবোল্লাহ নিষিদ্ধ হওয়ার খবরে যুক্তরাষ্ট্রের ইহুদি কমিশন সন্তোষ প্রকাশ করেছে৷ এক বিবৃতিতে জার্মানির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলা হয়, ‘‘আশা করি জার্মানির এই সিদ্ধান্তের দিকে ইউরোপীয় ইউনিয়ন দৃষ্টি দেবে এবং ভবিষ্যতে তারাও হেজবোল্লাহর বিষয়ে একই সিদ্ধান্ত নেবে৷’’

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতসও হেজবোল্লাহকে নিষিদ্ধ করায় জার্মানির প্রশংসা করেছেন৷ টুইটারে তিনি লিখেছেন, ‘‘হেজবোল্লাহ একটি সন্ত্রাসী সংগঠন৷ তাদের প্রতি আচরণ সেভাবেই করা উচিত৷’’

লেবাননের রাজনীতিতে সক্রিয় হেজবোল্লাহর বিরুদ্ধে এই পদক্ষেপ ইরান ও লেবাননের সঙ্গে জার্মানির সম্পর্কে কী প্রভাব ফেলে তাই এখন দেখার বিষয়৷
ইউরোপে হেজবোল্লাহ

জার্মানিতে হেজবোল্লাহর অন্তত ১০৫০ জন সক্রিয় কর্মীরয়েছে৷ ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা হেজবোল্লাহর জঙ্গি শাখাকে নিষিদ্ধ করে৷ তবে সংগঠনটির রাজনৈতিক কর্মকাণ্ডের উপর তখন কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি৷

এসিবি/কেএম (রয়টার্স, ডিপিএ, এএফপি)

২০১৮ সালের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ