1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতেও বাড়ছে ডেল্টা সংক্রমণ

১৭ জুন ২০২১

সংক্রমণের হার কমলেও জার্মানিতে করোনা ভাইরাসের ছোঁয়াচে ডেল্টা ভেরিয়েন্টের অনুপাত বেড়ে চলেছে৷ আগস্টের মধ্যেই সবার জন্য করোনা টিকার আশ্বাস দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী স্পান৷

Belgien Transport eines Covid-19 Patienten nach Deutschland
ছবি: Francisco Seco/AP Photo/picture alliance

জার্মানিতে করোনা সংক্রমণের হার কমে এসেও প্রবল ছোঁয়াচে ডেল্টা সংস্করণ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে৷ প্রতি এক সাখ মানুষের মধ্যে সংক্রমণের গড় সাপ্তাহিক হার প্রায় ১৩ শতাংশে নেমে এলেও মৃত্যুর হার সামান্য বেড়েছে৷ অন্যদিকে করোনায় আক্রান্ত মানুষদের মধ্যে ডেল্টা সংস্করণের অনুপাতও বাড়ছে৷ ৩১শে মে থেকে ৬ই জুন পর্যন্ত জিনোম পরীক্ষায় ছয় দশমিক দুই শতাংশ ক্ষেত্রে মারাত্মক ছোঁয়াচে এই ভেরিয়েন্ট শনাক্ত করা হয়েছে৷ তার আগের সপ্তাহে সেই হার ছিল তিন দশমিক সাত শতাংশ৷ এমন গতি বজায় থাকলে ব্রিটেনের মতো জার্মানিতেও ডেল্টা সংস্করণ আধিপত্য বিস্তার করবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷ সে ক্ষেত্রে চলতি বছরের হেমন্ত কালে করোনা সংক্রমণের নতুন ঢেউ আটকানো সম্ভব হবে না৷ তার আগেই আরও বেশি মানুষ টিকার দুটি ডোজ পেয়ে যাবেন বলে আশা প্রকাশ করেনজার্মানির এসপিডি দলের স্বাস্থ্য বিশেষজ্ঞ কার্ল লাউটারবাখ ৷

ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণা অনুযায়ী গ্রীষ্মে করোনা ভাইরাসের ডেল্টা সংস্করণ তেমন জোরালো থাকে না৷ তাপমাত্রা কমে গেলে সংক্রমণের ক্ষমতা অনেক বেড়ে যায়৷ তা সত্ত্বেও এই ভেরিয়েন্ট যথেষ্ট ছোঁয়াচে এবং সংক্রমণ ঘটলে রোগীর শারীরিক অবস্থার গুরুতর ক্ষতি হতে পারে৷ ব্রিটেনে শিশুদের মধ্যে এই সংস্করণ ছড়িয়ে পড়ার কারণে  লাউটারবাখ শিশুদেরও টিকা দেবার পক্ষে সওয়াল করেন৷

এদিকে জার্মানিতে টিকাদান কর্মসূচি যথেষ্ট গতি পাচ্ছে না বলে সমালোচনা শোনা যাচ্ছে৷ টিকা সরবরাহে ঘাটতির কারণে অনেক মানুষ আবেদন করতে পারছেন না৷ স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান অবশ্য লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি সপ্তাহেই জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষকে টিকার অন্তত প্রথম ডোজ দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন৷ জুলাইয়ের শেষে অথবা আগস্ট মাসের শুরুতে সব ইচ্ছুক মানুষ টিকা পেয়ে যাবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন৷ তিনি বলেন, বায়োনটেক ও মডার্না কোম্পানির আরও বেশি টিকা সরবরাহ করার কথা৷ সেপ্টেম্বর মাস থেকে টিকার চাহিদা কমতে শুরু করবে বলে স্পান মনে করেন৷ বয়স্ক মানুষদের জন্য  বুস্টার ডোজের প্রয়োজনীয়তা সম্পর্কে অস্পষ্টতা সত্ত্বেও সরকার টিকাদান কেন্দ্রগুলি চালু রাখবে, বলেন স্বাস্থ্যমন্ত্রী স্পান৷

এদিকে জার্মানির কিয়োরভ্যাক কোম্পানির টিকাকে ঘিরে করোনা সংকটের শুরু থেকেই প্রবল প্রত্যাশা থাকলেও সেই উদ্যোগ একের পর এক ব্যর্থতার মুখ দেখছে৷ দীর্ঘ বিলম্বের পর পরীক্ষায় প্রস্তাবিত টিকার কার্যকারিতা ছিল মাত্র ৪৭ শতাংশ৷ ফলে কিয়োরভ্যাক কোম্পানির টাকা অনুমোদনের সম্ভাবনা আরও কমে গেল৷ জার্মানির বায়োনটেক সহ বিশ্বের অন্যান্য অনেক কোম্পানি করোনা টিকার বাজারে আধিপত্য বিস্তার করলেও কিয়োরভ্যাক এখনও অনুমোদনের পর্যায়েই পৌঁছতে পারে নি৷ দুর্বলতা কাটিয়ে টিকাটিকে যথেষ্ট কার্যকর করতে পারলে বছরের প্রথমার্ধের শেষেই এই কোম্পানি ইউরোপীয় ইউনিয়নের অনুমোদনের আশা করছিল৷ সাম্প্রতিক ধাক্কার ফলে সেই প্রক্রিয়ায় আরও বিলম্ব ঘটবে বলে জানিয়েছে কিয়োরভ্যাক৷ তবে শেষ পর্যন্ত সাফল্যের আশা ছাড়ছে না জার্মানির ট্যুবিঙেন শহরের এই কোম্পানি৷

এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ