1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান ভাষার ভবিষ্যৎ

২১ ফেব্রুয়ারি ২০১২

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জার্মানিতেও ভাষার ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা, তর্ক-বিতর্ক চলছে৷ শুধু শুদ্ধ জার্মান ভাষায় নয়, আঞ্চলিক ‘ডায়লেক্ট'গুলি ক্রমশ হারিয়ে যাচ্ছে, বলছেন বিশেষজ্ঞরা৷

Politischer Aschermittwoch der Parteien - CSU - Eine Kellnerin bringt am Mittwoch (09.03.2011) bei der Veranstaltung der CSU in Passau (Niederbayern) Bier in Masskrügen. Foto: Peter Kneffel dpa/lby +++(c) dpa - Bildfunk+++
Deutschland Politischer Aschermittwoch in Passau Bierছবি: picture-alliance/dpa

ভাষার দিক থেকে জার্মানিতে তেমন বৈচিত্র্য নেই৷ গোটা দেশেই একই ভাষা প্রচলিত৷ হাতে গোনা কিছু মানুষ সর্বিয়ান ও ডেনিশ ভাষায়ও কথা বলেন৷ শিক্ষা, প্রশিক্ষণ, প্রশাসন – সর্বস্তরে জার্মান ভাষাই প্রচলিত৷ ইংরাজি সহ বিদেশি ভাষা শেখার চল আছে বটে, কিন্তু তা জার্মান ভাষার ব্যবহারকে বিপন্ন করে নয়৷ আর আছে বাংলাদেশের মতোই অসংখ্য আঞ্চলিক ‘ডায়লেক্ট' বা নিজস্ব রূপ৷ দক্ষিণের বাভেরিয়া, সোয়েবিয়া, ফ্র্যাঙ্কোনিয়া থেকে শুরু করে সীমান্ত পেরিয়ে সুইজারল্যান্ড বা অস্ট্রিয়ায় জার্মান ভাষার যে আঞ্চলিক রূপ রয়েছে, তার সঙ্গে নোয়াখালি, সিলেট বা চট্টগ্রামের ভাষার তুলনা করা যায়৷ জার্মান টেলিভিশনে সুইস জার্মান অনুষ্ঠান প্রচার করলে নিচে ‘সাব টাইটেল'এর প্রয়োজন হয়৷ তা না হলে সাধারণ মানুষ প্রায় কিছুই বুঝবে না৷

ভল্ফগাং ব্যোর্নসেনছবি: Deutscher Bundestag

জার্মানিতে জার্মান ভাষার এমন শক্তিশালী অবস্থান সত্ত্বেও কিছু মানুষ মনে করছেন, নানা কারণে জার্মান ভাষা বিপন্ন৷ রক্ষণশীল সিডিইউ দলের সংসদ সদস্য ভল্ফগাং ব্যোর্নসেন বেশ কিছুকাল ধরে বিষয়টি নিয়ে সোচ্চার৷ তিনি বলেন, ‘‘আমরা জানি, গোটা বিশ্বে প্রায় ৬,০০০ ভাষার মধ্যে অর্ধেকই বিপন্ন৷ ইউনেস্কো'র অনুমান, প্রতি দুই সপ্তাহে একটি করে ভাষা চিরকালের জন্য হারিয়ে যাচ্ছে৷ জার্মানিতেও ১৩টি আঞ্চলিক বা সংখ্যালঘু ভাষা আজ বিপন্ন৷ সংসদে রক্ষণশীল শিবির এবিষয়ে গভীর দুশ্চিন্তা প্রকাশ করছে৷''

ব্যোর্নসেন সহ অনেকেই বিশেষ করে আঞ্চলিক ভাষার ব্যবহার চালু রাখার উদ্যোগ নিচ্ছেন৷ তারা মনে করেন, মাতৃভাষাই যে কোনো মানুষের সাংস্কৃতিক পরিচয়ের কেন্দ্রবিন্দু৷ সেই ভাষার পাশাপাশি অন্য ভাষা শেখাই লক্ষ্য হওয়া উচিত৷ শুদ্ধ জার্মান ভাষার পাশাপাশি আঞ্চলিক ‘ডায়লেক্ট'এরও সুরক্ষার প্রয়োজন৷ যেমন কোলনের নিজস্ব আঞ্চলিক ‘ক্যোলশ' ভাষার মূল রূপ ক্রমশ হারিয়ে যাচ্ছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন৷ অনেকে ‘ক্যোলশ'এর শব্দ ভুলে গিয়ে শুদ্ধ জার্মান ভাষা শুধু ‘ক্যোলশ' উচ্চারণে ব্যবহার করছেন৷ উত্তরে মাত্র ১,০০০ মানুষ উপকূলের একটি ভাষা ব্যবহার করেন৷ কয়েক প্রজন্মের মধ্যেই সেটি লুপ্ত হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে৷

আবার জার্মান ভাষার মধ্যে ইংরাজি শব্দের প্রচলন বেড়ে যাওয়া নিয়েও চিন্তিত অনেকে৷ জার্মান শব্দ থাকা সত্ত্বেও তার বদলে অকারণে ইংরাজি প্রতিশব্দ ব্যবহারের ‘ফ্যাশন' নিয়ে তাদের আপত্তি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ