1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান ভাষার ভবিষ্যৎ

২১ ফেব্রুয়ারি ২০১২

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জার্মানিতেও ভাষার ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা, তর্ক-বিতর্ক চলছে৷ শুধু শুদ্ধ জার্মান ভাষায় নয়, আঞ্চলিক ‘ডায়লেক্ট'গুলি ক্রমশ হারিয়ে যাচ্ছে, বলছেন বিশেষজ্ঞরা৷

Politischer Aschermittwoch der Parteien - CSU - Eine Kellnerin bringt am Mittwoch (09.03.2011) bei der Veranstaltung der CSU in Passau (Niederbayern) Bier in Masskrügen. Foto: Peter Kneffel dpa/lby +++(c) dpa - Bildfunk+++
Deutschland Politischer Aschermittwoch in Passau Bierছবি: picture-alliance/dpa

ভাষার দিক থেকে জার্মানিতে তেমন বৈচিত্র্য নেই৷ গোটা দেশেই একই ভাষা প্রচলিত৷ হাতে গোনা কিছু মানুষ সর্বিয়ান ও ডেনিশ ভাষায়ও কথা বলেন৷ শিক্ষা, প্রশিক্ষণ, প্রশাসন – সর্বস্তরে জার্মান ভাষাই প্রচলিত৷ ইংরাজি সহ বিদেশি ভাষা শেখার চল আছে বটে, কিন্তু তা জার্মান ভাষার ব্যবহারকে বিপন্ন করে নয়৷ আর আছে বাংলাদেশের মতোই অসংখ্য আঞ্চলিক ‘ডায়লেক্ট' বা নিজস্ব রূপ৷ দক্ষিণের বাভেরিয়া, সোয়েবিয়া, ফ্র্যাঙ্কোনিয়া থেকে শুরু করে সীমান্ত পেরিয়ে সুইজারল্যান্ড বা অস্ট্রিয়ায় জার্মান ভাষার যে আঞ্চলিক রূপ রয়েছে, তার সঙ্গে নোয়াখালি, সিলেট বা চট্টগ্রামের ভাষার তুলনা করা যায়৷ জার্মান টেলিভিশনে সুইস জার্মান অনুষ্ঠান প্রচার করলে নিচে ‘সাব টাইটেল'এর প্রয়োজন হয়৷ তা না হলে সাধারণ মানুষ প্রায় কিছুই বুঝবে না৷

ভল্ফগাং ব্যোর্নসেনছবি: Deutscher Bundestag

জার্মানিতে জার্মান ভাষার এমন শক্তিশালী অবস্থান সত্ত্বেও কিছু মানুষ মনে করছেন, নানা কারণে জার্মান ভাষা বিপন্ন৷ রক্ষণশীল সিডিইউ দলের সংসদ সদস্য ভল্ফগাং ব্যোর্নসেন বেশ কিছুকাল ধরে বিষয়টি নিয়ে সোচ্চার৷ তিনি বলেন, ‘‘আমরা জানি, গোটা বিশ্বে প্রায় ৬,০০০ ভাষার মধ্যে অর্ধেকই বিপন্ন৷ ইউনেস্কো'র অনুমান, প্রতি দুই সপ্তাহে একটি করে ভাষা চিরকালের জন্য হারিয়ে যাচ্ছে৷ জার্মানিতেও ১৩টি আঞ্চলিক বা সংখ্যালঘু ভাষা আজ বিপন্ন৷ সংসদে রক্ষণশীল শিবির এবিষয়ে গভীর দুশ্চিন্তা প্রকাশ করছে৷''

ব্যোর্নসেন সহ অনেকেই বিশেষ করে আঞ্চলিক ভাষার ব্যবহার চালু রাখার উদ্যোগ নিচ্ছেন৷ তারা মনে করেন, মাতৃভাষাই যে কোনো মানুষের সাংস্কৃতিক পরিচয়ের কেন্দ্রবিন্দু৷ সেই ভাষার পাশাপাশি অন্য ভাষা শেখাই লক্ষ্য হওয়া উচিত৷ শুদ্ধ জার্মান ভাষার পাশাপাশি আঞ্চলিক ‘ডায়লেক্ট'এরও সুরক্ষার প্রয়োজন৷ যেমন কোলনের নিজস্ব আঞ্চলিক ‘ক্যোলশ' ভাষার মূল রূপ ক্রমশ হারিয়ে যাচ্ছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন৷ অনেকে ‘ক্যোলশ'এর শব্দ ভুলে গিয়ে শুদ্ধ জার্মান ভাষা শুধু ‘ক্যোলশ' উচ্চারণে ব্যবহার করছেন৷ উত্তরে মাত্র ১,০০০ মানুষ উপকূলের একটি ভাষা ব্যবহার করেন৷ কয়েক প্রজন্মের মধ্যেই সেটি লুপ্ত হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে৷

আবার জার্মান ভাষার মধ্যে ইংরাজি শব্দের প্রচলন বেড়ে যাওয়া নিয়েও চিন্তিত অনেকে৷ জার্মান শব্দ থাকা সত্ত্বেও তার বদলে অকারণে ইংরাজি প্রতিশব্দ ব্যবহারের ‘ফ্যাশন' নিয়ে তাদের আপত্তি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ