1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান

১৩ জানুয়ারি ২০১৯

উত্তর-পূর্ব জার্মানির বিভিন্ন শহরে বিভিন্ন পারিবারিক অপরাধ চক্রের বিরুদ্ধে এ অভিযানে অংশ নেন ১৩০০ পুলিশ সদস্য৷ শিসা বার, ক্যাফে এবং জুয়া খেলার আড্ডায় এ অভিযান চালানো হয়৷

ছবি: picture-alliance/dpa/B. Thissen

নর্থ-রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের ছয়টি শহরে একযোগে চালানো হয় এ অভিযান৷ শহরগুলো হচ্ছে- ডর্টমুন্ড, এসেন, ডুইসবুর্গ, বোখুম, রেকলিংহাউসেন এবং গেলসেনকির্শেন৷

কর্তৃপক্ষ জানিয়েছে, আরব বংশোদ্ভূত বিভিন্ন পরিবার জার্মানিতে নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে৷ জনপ্রিয় পত্রিকা বিল্ড জানিয়েছে এই অভিযানের মূল টার্গেট ছিল লেবানিজ বংশোদ্ভূত নাগরিকরা৷

স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে একযোগে ছয়টি শহরে এ অভিযান শুরু হয়৷ রাজ্য পুলিশের মুখপাত্র অলিভার পাইলার জানিয়েছেন, ‘‘আমরা বিশেষ করে শিসা বারে অভিযান চালিয়েছি৷ কারণ এই শিসা বারগুলো এসব অপরাধী চক্রের মূল আস্তানা হয়ে থাকে৷''

এসব শিসা বার অর্থ পাচার, অবৈধ জুয়া এবং অন্যান্য অবৈধ ব্যবসায়িক কাজে ব্যবহার হয়ে থাকে বলেও অভিযোগ রয়েছে৷ এসেন শহরের পুলিশ এক টুইটে জানিয়েছে, নগদ ৯০০০ ইউরোসহ এক ব্যক্তিকে আটক করেছে তারা৷

তারা জানিয়েছে, ‘‘এই অর্থ যে বৈধ, তা প্রমাণ করতে হবে ঐ ব্যক্তিকে৷''

হাজার হাজার সদস্য

অভিযানে ঠিক কতজনকে আটক করা হয়েছে, বা কি পরিমাণ অবৈধ অর্থ উদ্ধার হয়েছে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি পুলিশ৷

অভিযানে পুলিশ সদস্যদের সঙ্গে ছিলেন দমকলকর্মী, রাজস্ব ও কর কর্মকর্তারাও৷ বিভিন্ন শহরে অভিযানের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে৷

রাজ্যে প্রায় ৫০টি অপরাধী চক্র সক্রিয় রয়েছে বলে ধারণা পুলিশের৷ সব মিলিয়ে এসব চক্রে ১০ হাজারের মতো সদস্য রয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী৷

এসব চক্র পতিতাবৃত্তি ও বিভিন্ন সহিংস কর্মকাণ্ড ছাড়াও নানা ধরনের জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত৷

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্বার্ট রয়েল বোখুম শহরে অভিযানে উপস্থিত ছিলেন৷ তিনি বলেন, ‘‘বেআইনি কাজে আমাদের জিরো টলারেন্স নীতি আমরা দেখাচ্ছি৷ আমাদের আইন আমরা অপরাধীদের হাতে তুলে দেবো না৷''

ডার্কো জানিয়েভিচ/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ